আড়াইহাজার বাজারকে যানজট মুক্ত করতে যৌথ অভিযান
Published: 20th, February 2025 GMT
আড়াইহাজারে রমজানকে সামনে রেখে যানজট নিরসনে ফুটপাত ও সড়কে হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুর থেকে শুরু হয়ে বিকেল পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলে।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাত হোসেন। এসময় অর্ধশতাধিক হকারদের সড়ক থেকে উচ্ছেদ করে অন্যত্র সরে যাওয়ার জন্য সময় বেঁধে দেন তারা। অভিযানে আরও অংশগ্রহণ করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নঈম উদ্দিন, আড়াইহাজার থানা পুলিশ ও আনসার সদস্য।
অভিযানে রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সাবেক ভিপি কবির হোসেন, আড়াইহাজার পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্লাহ লিটন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন ডালিম, আড়াইহাজার থানা দক্ষিণ জামায়াতে ইসলামীর আমীর হাদিউল ইসলাম।
এ সময় অর্ধশতাধিক দোকানীকে ২৪ ঘন্টার মধ্যে সকল অবৈধ স্থাপনা প্রদান করা হয়। অভিযানকে স্বাগত জানান সাধারণ মানুষ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ
এছাড়াও পড়ুন:
চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ
আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে।
শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন।
আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।
ইমরান//