‘যদি পারি কুসুমের গন্ধ হয়ে থাকব সুবাসে, বৃষ্টি ভেজা বাতাস হয়ে ছড়াব চারপাশে’, লাইনগুলো ‘কত কাছে তোমার’ গানের। আসিফ ইকবালের কথা ও ইমন চৌধুরীর সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন মাহাদী। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় গানটি প্রকাশ পেয়েছে গানচিল মিউজিকের নিজস্ব ইউটিউব চ্যানেলে। গানটির ভিডিও চিত্রেও দেখা গেছে এ গায়ককে।

নতুন এ গান নিয়ে প্রথম আলোকে মাহাদী বলেন, ‘এটি একটি সফট মেলোডি ঘরানার গান। আসিফ ভাইয়ের লেখা বরাবরই সুন্দর, এর সঙ্গে ইমন চৌধুরী মিষ্টি একটা সুর করল। ক্ল্যাসিক না হলেও এর আবহ এমনই। আশা করি, গানটি সবার ভালো লাগবে।’
মাহাদী আরও বলেন, ‘আমি সব সময় বেছে বেছে কাজ করেছি, তবে গত কয়েক বছর কর্মব্যস্ততায় খুব বেশি গান আসেনি আমার। তবে এবার থেকে শ্রোতারা নিয়মিত গান পাবেন। আরও কয়েকটি গান তৈরি হচ্ছে।’

মাহাদী.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কিশোরী, সাপের কামড়ে মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাপের কামড়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, রাতে ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীকে একটি বিষধর সাপ ছোবল দেয়। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তার।

নিহত কিশোরীর নাম নাঈমা আকতার (১৩)। সে আনোয়ারার রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের বক্সি মিয়াজিবাড়ির মোহাম্মদ হাসানের মেয়ে। স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল সে।

পরিবারের সদস্যরা জানান, রাতে খাওয়াদাওয়া সেরে মা ও ছোট বোনের সঙ্গে ঘুমিয়ে ছিল নাঈমা। রাত তিনটার দিকে সাপের ছোবলে তার ঘুম ভাঙে। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাকে উদ্ধার করে রাতেই আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তবে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক নাঈমাকে মৃত ঘোষণা করেন। জানতে চাইলে নাঈমার চাচা কফিল উদ্দিন প্রথম আলোকে বলেন বলেন, ‘সাপে কামড় দিয়েছে জানার পর আমরা নাঈমাকে হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু তাকে বাঁচানো যায়নি।’

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সাপে কামড় দেওয়া এক কিশোরীকে হাসপাতালে আনা হয়ছিল। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ