রাজধানীতে পৃথক দুর্ঘটনায় বেসরকারি ব্যাংকের একজন কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন। শনিবার বিকেলে উত্তরা ও সন্ধ্যায় তেজগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উত্তরায় সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম ইব্রাহীম (৪০)। তিনি বেসরকারি সিটি ব্যাংকের কর্মকর্তা ছিলেন। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.

ফারুক প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী আজমান আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, শনিবার বিকেলে উত্তরার রাজলক্ষ্মী মার্কেটের সামনে রাস্তা পার হচ্ছিলেন ইব্রাহীম। এ সময় একটি পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইব্রাহীম সিটি ব্যাংকের তেজগাঁও শাখায় কর্মরত ছিলেন। তাঁর ছোট ভাই রাফিজ খান প্রথম আলোকে বলেন, অফিস ছুটি থাকলেও তাঁর ভাই একটি কাজে বাসা থেকে বের হয়েছিলেন। তাঁদের বাড়ি ভোলা জেলায়। তাঁর দুই মেয়ে রয়েছে।

অপর দিকে রাজধানীর তেজগাঁও এলাকার তেজকুনি পাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে আকতার হোসেন (৫২) নামের এক ব্যক্তি নিহত হন। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য আকতারের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের ভাগনে আফসার হোসেন প্রথম আলোকে বলেন, তাঁর মামা নামাজ পড়তে বের হয়েছিলেন। এ সময় নির্মাণাধীন ভবন থেকে তাঁর মাথায় ইট পড়ে। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ র ঘটন

এছাড়াও পড়ুন:

শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত

নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।

দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।

ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্‌যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।

৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।

ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট

সম্পর্কিত নিবন্ধ