রাজধানীতে পৃথক দুর্ঘটনায় বেসরকারি ব্যাংকের একজন কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন। শনিবার বিকেলে উত্তরা ও সন্ধ্যায় তেজগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

উত্তরায় সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির নাম ইব্রাহীম (৪০)। তিনি বেসরকারি সিটি ব্যাংকের কর্মকর্তা ছিলেন। ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.

ফারুক প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী আজমান আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, শনিবার বিকেলে উত্তরার রাজলক্ষ্মী মার্কেটের সামনে রাস্তা পার হচ্ছিলেন ইব্রাহীম। এ সময় একটি পিকআপ ভ্যান তাঁকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইব্রাহীম সিটি ব্যাংকের তেজগাঁও শাখায় কর্মরত ছিলেন। তাঁর ছোট ভাই রাফিজ খান প্রথম আলোকে বলেন, অফিস ছুটি থাকলেও তাঁর ভাই একটি কাজে বাসা থেকে বের হয়েছিলেন। তাঁদের বাড়ি ভোলা জেলায়। তাঁর দুই মেয়ে রয়েছে।

অপর দিকে রাজধানীর তেজগাঁও এলাকার তেজকুনি পাড়ায় নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে আকতার হোসেন (৫২) নামের এক ব্যক্তি নিহত হন। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য আকতারের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের ভাগনে আফসার হোসেন প্রথম আলোকে বলেন, তাঁর মামা নামাজ পড়তে বের হয়েছিলেন। এ সময় নির্মাণাধীন ভবন থেকে তাঁর মাথায় ইট পড়ে। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: দ র ঘটন

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ