ম্যাচের নির্ধারিত সময়ের খেলা শেষে তখন যোগ করা সময়ের ৫ মিনিটের খেলা চলছে। এই সময় এভারটন পেনাল্টি পায়। ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ের ডি-বক্সের ভেতর ফেলে দেন অ্যাশলি ইয়াংকে। তবে ভিএআর চেক করে পেনাল্টির সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হন রেফারি অ্যান্ড্রু ম্যাডলি। এই সিদ্ধান্তে স্বাগতিক এভারটন দর্শকরা হতাশ হয়ে পড়েন, কারণ নিশ্চিত জয় যে হাতছাড়া হলো!

ঘরের মাঠ গডিসন পার্কে শনিবার (২২ ফেব্রুয়ারি, ২০২৫) ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শেষমেশ ২-২ গোলের ড্রয়ে শেষ করে এভারটন। অথচ রেড ডেভিলদের বিপক্ষে বেশিরভাগ সময়ই ২-০ গোলে পিছিয়ে ছিল।

এভারটন ম্যাচের শুরুতেই এগিয়ে যায়। ম্যাচের ১৯ মিনিটে ইউনাইটেডের দুর্বল ডিফেন্ডিংয়ের সুযোগে পর্তুগিজ বেতো গোল করে এগিয়ে দেন এভারটনকে। এরপর ৩৩ মিনিটে আবদুলায়ে ডুকুর ব্যবধান দ্বিগুণ করেন।

আরো পড়ুন:

অতিরিক্ত ১১ মিনিট পেয়ে মেসির মিয়ামির গোল, দেখলেন রোনালদোর সিউ! 

কোচ পিওলির বিষ্ময়কর সিদ্ধান্তে হারল রোনালদোরা 

বিরতির পর ইউনাইটেডের খেলার ধার বাড়ে। ম্যাচের ৭২ মিনিটে দলটির অধিনায়ক অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস ফ্রি-কিক থেকে এক গোল পরিশোধ করেন। ম্যাচের ৮০ মিনিটে উরুগুয়ান ডিফেন্সিম মিডফিল্ডার ম্যানুয়েল উগার্তে একটি দুর্দান্ত শটে ২-২ সমতায় ফেরান দলকে।

২৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে অবস্থান করছে ম্যান ইউনাইটেড। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে অবস্থান করছে এভারটন। ২০১৩-১৪ মৌসুমের পর প্রথমবারের মতো এত ম্যাচ পর ম্যানইউর উপরে অবস্থান করছে এভারটন। রেড ডেভিলরা সবশেষ ১২টি লিগ ম্যাচের ৮টিতে পরাজিত হয়েছে।

এদিকে, ম্যাচ শেষ সময় ম্যান ইউনাইটেড কোচ পর্তুগিজ কোচ দলের পারফরম্যান্স নিয়ে বেশ হতাশ। তিনি বলেন, “আমরা প্রথমার্ধে একেবারে অস্তিত্বহীন ছিলাম। আমাদের তিন পয়েন্ট দরকার ছিল, কিন্তু আমরা সে লক্ষ্য অর্জন করতে পারিনি। আমরা বল হারাচ্ছিলাম এবং যা করা দরকার ছিল, তা করছি না। আমরা খুব দুর্বল ছিলাম।”

ঢাকা/নাভিদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল

এছাড়াও পড়ুন:

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ রিয়াজ (২৯) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (২ নভেম্বর) গভীর রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রিয়াজ কুমিল্লা জেলার মুরাদনগর থানার মোকশাইল গ্রামের আব্দুল ছাত্তার মিয়ার ছেলে। সে বর্তমানে সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকায় মিজানের বাড়ির ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিল।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহুরুল ইসলাম জানান, থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারি যে, মিজমিজি কান্দাপাড়া এলাকায় মিজানের বাসার সামনের পাকা রাস্তার ওপর রিয়াজ নামে ওই ব্যক্তি ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছালে রিয়াজ পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ সদস্যরা তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হন। পরে তার দেহ তল্লাশি করে লুঙ্গির ভাঁজ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ হাজার টাকা।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত রিয়াজ একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জসহ আশপাশের এলাকায় মাদকদ্রব্য ইয়াবা বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ