১৯ ফেব্রুয়ারি বনানীর শেরাটন ঢাকা হোটেলের গ্র্যান্ড বলরুমে অনুষ্ঠিত হলো ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) নবম সমাবর্তন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিকবিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো.
বিশেষ অতিথি আহসান এইচ মনসুর তাঁর বক্তব্যে সমাবর্তন দিবসকে স্নাতকদের জীবনের একটি স্মরণীয় মুহূর্ত বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘অন্যান্য উন্নয়নশীল দেশের মতোই বাংলাদেশেও করপোরেট সুশাসনের জন্য এখনো আদর্শ পরিবেশ গড়ে ওঠেনি, যার অন্যতম প্রধান কারণ কর্মক্ষেত্রে সুশাসনের অভাব।’ তিনি আশা প্রকাশ করেন যে নবীন চার্টার্ড সেক্রেটারিরা দেশে করপোরেট সুশাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
সমাবর্তন বক্তৃতায় কর্মজীবন ও পারিবারিক জীবনের মধ্যে ভারসাম্য রাখার পরামর্শ দেন নিয়াজ আহমেদ খান।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।
বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।
উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।
ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।
এএএম//