বাংলাদেশের শীর্ষস্থানীয় মোটরস্পোর্টস ড্রাইভার অভিক আনোয়ার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ‘ইয়াস মারিনা ফর্মুলা–১’ সার্কিটে বাংলাদেশের জন্য আরও দুটি স্থান অর্জন করেছেন। এটি ছিল তাঁর ১৪৮তম রেস, যা এখন পর্যন্ত কোনো বাংলাদেশি চালকের জন্য অনন্য একটি মাইলফলক।

অভিক আনোয়ার তাঁর শ্রেণিতে প্রথম রেসে দ্বিতীয় স্থান এবং দ্বিতীয় রেসে তৃতীয় স্থান অর্জন করেছেন। দ্বিতীয় রেসটি গতকাল শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় সৌদি আরব, জর্ডান, মিসর, গ্রিস ও কাতারের ড্রাইভাররা অংশ নিচ্ছেন। বর্তমানে তিনি ১৩৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়নশিপের শীর্ষে রয়েছেন, যা দ্বিতীয় স্থানে থাকা সৌদি আরবের নাঈফের চেয়ে ৫ পয়েন্ট বেশি।

অভিক আনোয়ার.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

অপেক্ষায় সৌমি

শোবিজের পরিচিত মুখ সেমন্তী সৌমি। ২০১২ সালের লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার সেরা ১০ জনের একজন ছিলেন সেমন্তী সৌমি। এরপর মডেল হন গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে। এর মাধ্যমে দর্শক প্রথম তাঁকে টিভিপর্দায় দেখেন। সিনেমাতেও অভিষেক হয়েছে তাঁর। জুঁতসই সিনেমা না থাকায় আলো ছড়াতে পারেননি। তবে থেমে থাকছেন না তিনি। চেষ্টায় সেরাটা দিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন। 

সৌমি বলেন, ‘নাটকে অভিনয় করছি নিয়মিত। ওয়েব কনটেন্টেও কাজ করছি। চলচ্চিত্রে সেভাবে নেই। আসলে চলচ্চিত্র তো বড় স্কেলের। সেখানে কাজ করলে তেমন ছবি আর গল্পের হওয়া লাগবে। আমি এখন তেমন গল্পের ছবির অপেক্ষায় আছি। আমার বিশ্বাস, ঠিকই একদিন দারুণ সুযোগ চলে আসবে।’ ভালো গল্পের সিনেমায় অপেক্ষায় থাকা সৌমির ওটিটি সিরিজে অভিনয়ের খবর চাউর হয়েছে। ভিকি জাহেদের একটি ওয়েব সিরিজে কাজ করছেন বলে গুঞ্জন উঠেছে। যেখানে সহশিল্পী হিসেবে থাকছেন আফরান নিশো ও মাসুমা রহমান নাবিলা। যদিও কাজটির বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি। 

সিরিজটি সম্পর্কে জানতে চাইলে নীরব থেকেছেন। সৌমিকে প্রথম দেখা যায় ‘অস্তিত্ব’ সিনেমায়। পূর্ণ নায়িকা হিসেবে তাঁকে পাওয়া যায় ‘বয়ফ্রেন্ড’-এ। এতে তাঁর নায়ক ছিলেন তাসকিন রহমান। সিনেমাটি মুক্তি পায় ২০১৯ সালে। 

সম্পর্কিত নিবন্ধ