রাজধানীর ভাটারা থানা এলাকায় নির্যাতনের শিকার এক নারীকে আইনি সহায়তা দেওয়ার কথা বলে ধর্ষণের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ওই নারীকে রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

ভাটারা থানার এসআই রিফাত আল আফসানী সমকালকে জানান, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত শাহরিয়ার কবির সজলকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী নারীর স্বজন জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে স্বামীর কাছ থেকে নির্যাতনের শিকার হয়ে বিচারের জন্য বিভিন্ন স্থানে ঘুরেছেন। এ সুযোগে সজল তাঁকে আইনি সহযোগিতা দেওয়ার মিথ্যা আশ্বাস দেন। এর পর গত বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগীকে ভাটারা থানাধীন তাঁর বাসায় নিয়ে ধর্ষণ করে বিষয়টি কাউকে না জানানোর জন্য হুমকি দেন। সজলের গ্রামের বাড়ি পঞ্চগড়ে।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

বিডি পেইন্টসের ক্রেডিট রেটিং নির্ণয়

পুঁজিবাজারে এসএমই প্ল্যাটফর্মের তালিকাভুক্ত কোম্পানি বিডি পেইন্টস লিমিটেডের ক্রেডিট রেটিং নির্ণয় করে প্রকাশ করা হয়েছে। কোম্পানির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

সোমবার (৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিডি পেইন্টস লিমিটেডের দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ+’। আর স্বল্প মেয়াদে রেটিং হয়েছে ‘এসটি- ২’।

কোম্পানির ৩০ জুন, ২০২৪ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২৫ সালের ১ নভেম্বর পর্যন্ত বিভিন্ন প্রয়োজনীয় তথ্য পর্যালোচনা করে এ রেটিং নির্ণয় করা হয়েছে।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ