সুপারশপে বাড়তি ভ্যাট দিতে হবে না, নির্দেশনা দিল এনবিআর
Published: 25th, February 2025 GMT
সুপারশপের কেনাকাটায় ক্রেতাকে পাঁচ বা সাড়ে সাত শতাংশ বাড়তি ভ্যাট দিতে হবে না। পণ্যের খুচরামূল্য হিসেবে যা লেখা থাকবে, তা দিলেই চলবে।
আজ বুধবার এ–সংক্রান্ত নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
নির্দেশনায় এনবিআর বলেছে, সুপারশপ কর্তৃক সর্বোচ্চ খুচরা মূল্যে (এমআরপি) পণ্য সরবরাহ করা হলে ওই মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ভ্যাট বাবদ অতিরিক্ত অর্থ ভোক্তার কাছ থেকে আদায়ের সুযোগ নেই। এ ছাড়া ১৫ শতাংশ হারে ভ্যাট প্রদানকারী সুপারশপগুলো আইনের অন্য বিধানাবলি পরিপালন সাপেক্ষে উপকরণ রেয়াত নিতে পারবেন। তবে সাড়ে সাত শতাংশ হারে ভ্যাট প্রদান করা হলে রেয়াত গ্রহণের আইনগত সুযোগ নেই।
এত দিন ধরে সুপারশপে কেনাকাটা করার সময় কখনো দেড় শতাংশ, কখনো দুই শতাংশ, কখনো বা পাঁচ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। সর্বশেষ বাজেটের সময় সুপারশপের কেনাকাটার ওপর সাড়ে সাত শতাংশ হারে ভ্যাট ধার্য করা হয়।
এনবিআরের ভ্যাট বিভাগের একজন কর্মকর্তা বিষয়টি ব্যাখ্যা করে জানান, ১৫ শতাংশ ভ্যাট হলে তা খুচরামূল্যে অন্তর্ভুক্ত থাকবে। এতে সুপারশপের মালিকদের ভ্যাট রেয়াত নেওয়া সহজ হবে। রেয়াত নিতে সুপারশপের মালিকেরা যেসব প্রতিষ্ঠান থেকে মালামাল কেনেন, সেখান থেকে ভ্যাটের নিতে হবে।
বাংলাদেশ সুপারমার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের মতে, বর্তমানে সারা দেশে দেড় হাজারের বেশি সুপারশপ রয়েছে। এর মধ্যে চেইন সুপারশপ আছে ৬০০–এর মতো। পাঁচ বছর আগেও সুপারশপের সংখ্যা ছিল কয়েক শ। দেশের বড় চেইন সুপারশপগুলোর মধ্যে রয়েছে আগোরা, স্বপ্ন, মীনা বাজার, ডেইলি শপিং, ইউনিমার্ট, আলমাস, প্রিন্স বাজার, ডেইলি সুপারশপ প্রভৃতি।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স প রশপ র
এছাড়াও পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষে মিডল্যান্ড ব্যাংক
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৭ থেকে ৩১ জুলাই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি মিডল্যান্ড ব্যাংক পিএলসি শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
শনিবার (২ আগস্ট) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, বিদায়ী সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর কমেছে ২০.৫৬ শতাংশ। বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য ছিল ২৪.৮০ টাকা। আর বিদায়ী সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারের সমাপনী মূল্য দাঁড়িয়েছে ১৯.৭০ টাকা। এর ফলে কোম্পানিটির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।
আরো পড়ুন:
ডিএসইতে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে রহিমা ফুড
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
ডিএসইতে সাপ্তাহিক দাম কমার শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ১৬.১৯ শতাংশ, সিঙ্গার বাংলাদেশের ১১.৪৭ শতাংশ, এনআরবি ব্যাংকের ১০.৮১ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ১০.৪২ শতাংশ, বে-লিজিংয়ের ৯.৮০ শতাংশ, সান লাইফ ইন্স্যুরেন্সের ৯.৭২ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৯.৫২ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৯.২৬ শতাংশ ও ফারইস্ট ফাইন্যান্সের ৮.৮২ শতাংশ শেয়ার দর কমেছে।
ঢাকা/এনটি/ফিরোজ