সুপারশপের কেনাকাটায় ক্রেতাকে পাঁচ বা সাড়ে সাত শতাংশ বাড়তি ভ্যাট দিতে হবে না। পণ্যের খুচরামূল্য হিসেবে যা লেখা থাকবে, তা দিলেই চলবে।

আজ বুধবার এ–সংক্রান্ত নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

নির্দেশনায় এনবিআর বলেছে, সুপারশপ কর্তৃক সর্বোচ্চ খুচরা মূল্যে (এমআরপি) পণ্য সরবরাহ করা হলে ওই মূল্যের মধ্যে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ভ্যাট বাবদ অতিরিক্ত অর্থ ভোক্তার কাছ থেকে আদায়ের সুযোগ নেই। এ ছাড়া ১৫ শতাংশ হারে ভ্যাট প্রদানকারী সুপারশপগুলো আইনের অন্য বিধানাবলি পরিপালন সাপেক্ষে উপকরণ রেয়াত নিতে পারবেন। তবে সাড়ে সাত শতাংশ হারে ভ্যাট প্রদান করা হলে রেয়াত গ্রহণের আইনগত সুযোগ নেই।

এত দিন ধরে সুপারশপে কেনাকাটা করার সময় কখনো দেড় শতাংশ, কখনো দুই শতাংশ, কখনো বা পাঁচ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। সর্বশেষ বাজেটের সময় সুপারশপের কেনাকাটার ওপর সাড়ে সাত শতাংশ হারে ভ্যাট ধার্য করা হয়।

এনবিআরের ভ্যাট বিভাগের একজন কর্মকর্তা বিষয়টি ব্যাখ্যা করে জানান, ১৫ শতাংশ ভ্যাট হলে তা খুচরামূল্যে অন্তর্ভুক্ত থাকবে। এতে সুপারশপের মালিকদের ভ্যাট রেয়াত নেওয়া সহজ হবে। রেয়াত নিতে সুপারশপের মালিকেরা যেসব প্রতিষ্ঠান থেকে মালামাল কেনেন, সেখান থেকে ভ্যাটের নিতে হবে।

বাংলাদেশ সুপারমার্কেট ওনার্স অ্যাসোসিয়েশনের মতে, বর্তমানে সারা দেশে দেড় হাজারের বেশি সুপারশপ রয়েছে। এর মধ্যে চেইন সুপারশপ আছে ৬০০–এর মতো। পাঁচ বছর আগেও সুপারশপের সংখ্যা ছিল কয়েক শ। দেশের বড় চেইন সুপারশপগুলোর মধ্যে রয়েছে আগোরা, স্বপ্ন, মীনা বাজার, ডেইলি শপিং, ইউনিমার্ট, আলমাস, প্রিন্স বাজার, ডেইলি সুপারশপ প্রভৃতি।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স প রশপ র

এছাড়াও পড়ুন:

নেপালে তুষারধসে ৭ পর্বতারোহীর মৃত্যু

নেপালে একটি পর্বতের বেস ক্যাম্পে তুষারধসে তিনজন ইতালীয়সহ সাতজনের মৃত্যু হয়েছে। তাদের দেহাবশেষ উদ্ধারের চেষ্টা চলছে। মঙ্গলবার এক অভিযান সংগঠন এ তথ্য জানিয়েছে।

সোমবার সকালে ৫ হাজার ৬৩০ মিটার উঁচু ইয়ালুং রি শৃঙ্গের বেস ক্যাম্পে ১২ জনের একটি দল তুষারধসের কবলে পড়ে।

অভিযান সংগঠক ড্রিমার্স ডেস্টিনেশনের ফুরবা তেনজিং শেরপা এএফপিকে জানিয়েছেন, দুই নেপালিসহ একজন জার্মান এবং একজন ফরাসি পর্বতারোহীও মারা গেছেন।

 উদ্ধার অভিযানের জন্য সোমবার তুষারধস স্থানে পৌঁছানো শেরপা বলেন, “আমি সাতজনের মৃতদেহই দেখেছি।”

শেরপার কোম্পানি সাতজনের মধ্যে তিনজনের জন্য অভিযান পরিচালনা করেছিল।

দোলখা জেলার একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জ্ঞান কুমার মাহাতো জানিয়েছেন, মঙ্গলবার সকালে দুই ফরাসি এবং দুই নেপালিসহ পাঁচজন বেঁচে থাকা পর্বতারোহীকে উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, “আজ ভোরে হেলিকপ্টারে করে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছেছে।”

মাউন্ট এভারেস্টসহ বিশ্বের ১০টি সর্বোচ্চ শৃঙ্গের মধ্যে আটটি অবস্থিত নেপালে। এখানে প্রতি বছর শত শত পর্বতারোহী এবং ট্রেকাররা ভ্রমণ করেন।

ঢাকা/শাহেদ

সম্পর্কিত নিবন্ধ