দুদকের দুই মামলায় চার প্রকৌশলীসহ আসামি ৬
Published: 27th, February 2025 GMT
চট্টগ্রামের মিরসরাইয়ের কিসমত জাফরাবাদ আবাসিক প্লট উন্নয়ন প্রকল্পের মাটি ভরাট কাজে দুর্নীতি করে ৪৮ লাখ ৭৭ হাজার টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গৃহায়ন কর্তৃপক্ষের তিন প্রকৌশলী ও এক ঠিকাদারকে আসামি করে মামলা করেছে দুদক। দুদকের সহকারী পরিচালক ইমরান খান অপু বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেন।
আসামিরা হলেন গৃহায়নের নির্বাহী প্রকৌশলী কাওসার মোর্শেদ, উপ-বিভাগীয় প্রকৌশলী অলিউল ইসলাম, উপসহকারী প্রকৌশলী আশ্রাফুজ্জামান ও ঠিকাদার মেসার্স হক কনস্ট্রাকশন প্রপার্টি ম্যানেজমেন্ট অ্যান্ড মেসার্স ইউটি মং (জেভি) মালিক মাঈনুল কবির।
অন্যদিকে চট্টগ্রামে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ফ্ল্যাট জালিয়াতি করে সাড়ে ২১ লাখ টাকা আত্মসাতের ঘটনায় প্রতিষ্ঠানটির সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল আলমসহ দু’জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে দুদক। সহকারী পরিচালক ইমরান খান এ মামলা করেন।
দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপপরিচালক আতিকুল আলম বলেন, গৃহায়ন কর্তৃপক্ষের দুই অনিয়ম ও দুর্নীতির ঘটনায় দুটি মামলা করা হয়েছে। এতে চারজন প্রকৌশলী, এক ঠিকাদার ও অপর এক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
মিরপুর বিসিআইসি কলেজে এবি ব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন
এবি ব্যাংক পিএলসি পূর্ণাঙ্গ আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে মিরপুর বিসিআইসি কলেজে একটি কালেকশন বুথ উদ্বোধন করেছে। ব্যাংকের মিরপুর শাখার অধীনে পরিচালিত এই বুথটি কলেজের জন্য সকল ফি জমা নেয়াসহ শিক্ষক ও কর্মীদের বেতন-ভাতা প্রদানের সুবিধা প্রদান করবে।
সোমবার (৩ নভেম্বর) ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বুথটির উদ্বোধন করেন এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান এবং মিরপুর বিসিআইসি কলেজের অধ্যক্ষ কর্নেল মো. তৌহিদুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন মিরপুর বিসিআইসি কলেজের ভাইস প্রিন্সিপাল মো. জাকির হোসেন তালুকদার, এবি ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন তৌফিক হাসান, এবি ব্যাংকের পে-রোল ও স্কুল ব্যাংকিং প্রধান ফিদা হাসান শাহেদ, এবং এবি ব্যাংকের মিরপুর শাখার ব্যবস্থাপক মো. আরিফুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
ঢাকা/এসবি