ভারতীয় সংগীতশিল্পী অরিজিৎ সিংকে আদর্শ মানেন এনজেল নূর। ক্লাসের ফাঁকে অরিজিৎকে গুনগুনাতেন। অরিজিতের গান গেয়েই ২০১৯ সালে গায়ক হিসেবে আত্মপ্রকাশ। ‘ফির লে আয়া দিল’ গাওয়ার ভিডিওটি ফেসবুকে রীতিমতো ছড়িয়ে পড়েছিল।

বছর চারেক ধরে কাভার গান করে এবারই প্রথম অরিজিনাল গান প্রকাশ করেন এনজেল। ‘যদি আবার’ শিরোনামের সেই গানটি ব্যক্তিগত এক্স হ্যান্ডলে শেয়ার করে অরিজিৎ লিখেছেন, ‘কী দারুণ গান!’

গতকাল সকালে খবরটি শোনার পর প্রথমে ভেবেছিলেন, প্রাইভেট অ্যাকাউন্টটি ভুয়া। পরে নিশ্চিত হয়েছেন, অ্যাকাউন্টটি অরিজিৎ নিজেই চালান। গতকাল বিকেলে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে এনজেল বললেন, ‘আমি এখন শকড। সংগীত মানুষকে একত্র করে। এটা আমার কাছে স্বপ্নের চেয়েও বেশি।’

এনজেল নূর.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: এনজ ল

এছাড়াও পড়ুন:

হাদিকে গুলি: দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে ইউনূসের আহ্বান

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। গত শুক্রবার গুলিবিদ্ধ জুলাই অভ্যুত্থানের মুখ শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার প্রেক্ষাপটে এই বৈঠক হয়। ১২ ফেব্রুয়ারি ভোট সামনে রেখে ইউনূস সতর্ক করেন যে, এটি নির্বাচন বানচাল করার পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র। তিনি প্রশিক্ষিত শুটার ও ক্ষমতাচ্যুত শক্তির বিরুদ্ধে জুলাইপন্থীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভুলে এক থাকার আহ্বান জানান।

সম্পর্কিত নিবন্ধ