আজ শনিবার থেকে পরবর্তী ৭২ ঘণ্টা আবহাওয়ার পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আগামীকাল রোববারও সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে অধিদপ্তর।

সৌদি আরবে আজ পবিত্র রোজা শুরু হয়েছে। মালয়েশিয়া, ফিলিপাইন, ব্রুনেই ও জাপানে আজ থেকে পবিত্র রোজা শুরুর ঘোষণা দিয়েছে দেশগুলোর সরকার।

আমাদের দেশে আজ সন্ধ্যা ছয়টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। দেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে আগামীকাল পবিত্র রোজা শুরু হবে। আগামীকাল আবহাওয়া শুষ্ক থাকবে। সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, আগামী পাঁচ দিন তাপমাত্রা আরও কমতে পারে।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ