রূপগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলা, ভাংচুর ও লুটপাট
Published: 2nd, March 2025 GMT
রূপগঞ্জের মিঠাবতে মসজিদ কমিটির সভাপতি পদ নিয়ে বিএনপি ও নিষিদ্ধ ঘোষিত নামধারী ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা রোমান, অংকন, সৈকত, সোহেল, সাদ্দাম, অঞ্জন, রঞ্জন, সজিবসহ আরো ২০-২৫ জন ভাড়াটে লোকজন নিয়ে হামলা চালায়। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। গত ২৮ ফেব্রুয়ারি উপজেলার ভুলতা ইউনিয়নের মিঠাবো এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, উপজেলার মিঠাবো জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি পদ নিয়ে বেশ কিছু দিন ধরে এলাকায় অসন্তোষ বিরাজ করছিল। দীর্ঘদিন ধরে মসজিদ কমিটির সভাপতির পদ কুক্ষিগত করে রাখায় মিঠাবো এলাকার বিএনপি নেতা শুক্কুল আলী মোল্লা বাঁধ সাধে।
এ নিয়ে সমাজের লোকজনের মধ্যে গত দুই সপ্তাহ ধরে বিরোধ চলে আসছিল। এলাকাবাসী শুক্কুর আলী মোল্লার পক্ষে থাকলেও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ছাত্রলীগ নেতা রোমান, অংকন, সৈকত, সোহেল, সাদ্দাম, অঞ্জন, রঞ্জন, সজিবের নেতৃত্বে একটি পক্ষ বিরোধীতা করে আসছিল।
এদিকে গত শুক্রবার জুমার নামাজের পর একপক্ষ শুক্কুর আলীকে সভাপতি ঘোষণা দেন। এ নিয়ে শুক্কুর আলী ও তার লোকজনের সাথে অপরপক্ষ তর্কে জড়ায়। এ ঘটনায় শুক্কুর আলী বাদি হয়ে নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করেন। এদিকে গত শুক্রবার জুমার নামাজের পর শুক্কুর আলীকে মামলার কারণ জানতে চাইলে উভয়পক্ষের মধ্যে পুনরায় কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
এর জের ধরে বিকাল সাড়ে ৩ টার দিকে শুক্কুর আলীর দোকানপাটে হামলা চালিয়ে ছাত্রলীগ নেতা অংকন ও তার লোকজন দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এ সময় উভয় পক্ষের কয়েকজন আহত হয়। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাটি ভিন্নখাতে প্রবাহের জন্য আওয়ামী লীগের দোসররা ছাত্রলীগ নেতাদের ছাত্রদল নেতা বানানোর চেষ্টা করছেন। ছাত্রলীগ নেতা রোমান, অংকন, সৈকত, সোহেল, সাদ্দাম, অঞ্জন, রঞ্জন, সজিব ও তাদের লোকজন ৫ আগস্টের আগেও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিল।
হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা রোমান, অংকন, সৈকত, সোহেল, সাদ্দাম, অঞ্জন, রঞ্জন, সজিব, অংকনের চাচা মুরাদ ও সৈকতসহ অন্তত ২৫/৩০জন হামলা ও লুটপাটের সঙ্গে জড়িত ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী বলেন, মসজিদের সভাপতির পদ নিয়ে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থাগ্রহণ করা হবে।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: র পগঞ জ ন র য়ণগঞ জ শ ক ক র আল র পগঞ জ র ল কজন এল ক য় এ ঘটন মসজ দ
এছাড়াও পড়ুন:
সবার নজরের বাইরে থাকা চৈতী দেশের জন্য আনল স্বর্ণপদক
একটু বড় হওয়ার পর মেয়েকে দেখে চিন্তায় পড়ে যান মা–বাবা। অন্য শিশুদের মতো বাড়ছে না সে। হাত–পা ছোট, উচ্চতাও থমকে গেছে। পরে বুঝতে পারেন—চৈতী বামন।
যে মেয়েকে নিয়ে একসময় দুশ্চিন্তার পাহাড়ে আটকা পড়েছিল পরিবার, আজ সেই চৈতীই আনন্দের আলো ছড়াচ্ছে। দেশের জন্য প্রথমবারের মতো এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক এনে দিয়েছে চৈতী রানী দেব।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর গ্রামের শিলু রানী দেব ও সত্য দেবের মেয়ে চৈতীর বয়স ১৩ বছর। উচ্চতা মাত্র ৩ ফুট ৭ ইঞ্চি। কিন্তু তার লক্ষ্য নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া । সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমান এশিয়ান ইয়ুথ প্যারা গেমস ২০২৫–এ বর্শা নিক্ষেপ ও ১০০ মিটার দৌড়ে সে জিতে নিয়েছে দুটি স্বর্ণপদক। ৭ ডিসেম্বর এই প্রতিযোগিতা শুরু হয়েছে, চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।
চৈতীর প্রতিভা আছে। অনুশীলনে সে খুব আন্তরিক। সে কিছু করতে চায়। আশা করছি, ওকে দিয়ে একটা ভালো ফলাফল পাবমেহেদী হাসান, বিকেএসপির প্রধান প্রশিক্ষকচৈতীর স্বর্ণপদক পাওয়ার বিষয়টি দুবাই থেকে প্রথম আলোকে নিশ্চিত করেছেন স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্সের (শি) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শারমিন ফারহানা চৌধুরী।
যে মেয়েকে সবাই দেখত শুধু উচ্চতায়ভূনবীর দশরথ হাইস্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী চৈতী একসময় গ্রামবাসীর নজরে পড়ত শুধু তার খর্বাকৃতির জন্য। খেলাধুলায় তার যে অসাধারণ প্রতিভা আছে, তা ছিল চোখের আড়ালে।
তবে এই ছবি এখন বদলে গেছে। গ্রামবাসী বাড়িতে এসে খোঁজ নেন। শিক্ষকেরা খেলতে উৎসাহ দেন, ছবি তোলেন। স্কুলে সে এখন ‘তারকা’।
দুবাইয়ে বর্শা নিক্ষেপে স্বর্ণপদক জয়ের পর চৈতী