ইউনিভার্সিটি অব স্কলার্সের এমবিএ নবম ব্যাচের শিক্ষার্থী বখতিয়ার কামাল মজুমদার কৃতী ও মেধাবী ছাত্রের স্বীকৃতিস্বরূপ চ্যান্সেলর গোল্ড মেডেল লাভ করেন। বখতিয়ার কামাল বর্তমানে বাংলাদেশের স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠান লালমাই গ্রুপে চিফ অপারেটিং অফিসার পদে কর্মরত আছেন।

ঢাকা ক্যান্টনমেন্টের সেনা প্রাঙ্গণে সম্প্রতি এক জমকালো আয়োজনে ইউনিভার্সিটি অব স্কলার্সের সমাবর্তন অনুষ্ঠানে এ মেডেল দেওয়া হয়।

সমাবর্তনে মোট দুই হাজারের বেশি শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ২১ টি ব্যাচের মোট ৩৫ জন শিক্ষার্থীকে তাদের অসাধারণ একাডেমিক পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ চ্যান্সেলর'স গোল্ড মেডেল দেওয়া হয়।

সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে অ্যাওয়ার্ড ও ডিগ্রি তুলে দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং ইউনিভার্সিটি অফ স্কলার্সের উপাচার্য অধ্যাপক এনামুল বাশার।  বিশেষ অতিথির বক্তব্য দেন ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার শিক্ষা মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ড.

এম আমিনুল ইসলাম, অস্ট্রেলিয়ার চার্লস ডারউইন ইউনিভার্সিটির অধ্যাপক ড. সামি আজম, ইউনিভার্সিটি অফ স্কলার্সের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অ্যাডমিরাল মুহাম্মদ ফরিদ হাবিব (অব.), ইউনিভার্সিটি অফ স্কলার্সের ছাত্র উপদেষ্টা সিনিয়র সহকারী অধ্যাপক এইচ এম আতিফ ওয়াফিক প্রমুখ।

উৎস: Samakal

কীওয়ার্ড: প রস ক র ইউন ভ র স ট স কল র স র

এছাড়াও পড়ুন:

১১ নাটক নিয়ে শিল্পকলায় চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’

জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ১১ দলের ১১টি নতুন প্রযোজনা নিয়ে শিল্পকলা একাডেমিতে চলছে ‘জুলাই পুনর্জাগরণ নাট্যোৎসব’। জাতীয় নাট্যশালায় গত ৩১ জুলাই শুরু হওয়া এই নাট্যোৎসব চলবে ৮ আগস্ট পর্যন্ত। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আয়োজিত এ উৎসবে নাট্যরূপে উঠে আসছে ইতিহাস, আন্দোলন ও সময়ের গল্প।
উৎসবের দ্বিতীয় দিন গতকাল শুক্রবার জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’। তীরন্দাজ রেপার্টরি প্রযোজিত নাটকটির রচনা ও নির্দেশনায় দীপক সুমন। গতকালই ছিল এ নাটকের উদ্বোধনী প্রদর্শনী। সাপ্তাহিক ছুটির দিনে মঞ্চস্থ নতুন এ নাটক নিয়ে আলোচনা হয় সামাজিক যোগাযোগমাধ্যমে। বৃষ্টি উপেক্ষা করে উল্লেখযোগ্য দর্শকের উপস্থিতি ছিল। দর্শকদের অনেকেই বলছেন, এই নাটকে যেন এক নাগরিকের নির্জনতা, এক প্রেমিকের না-পাওয়া, এক বিপ্লবীর বিষণ্নতা আর এক সাধারণ মানুষের অসহায়তা একসূত্রে বাঁধা পড়েছে।

জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুক্রবার ‘শুভঙ্কর হাত ধরতে চেয়েছিল’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন ছিল। ছবি:শিল্পকলা একাডেমি

সম্পর্কিত নিবন্ধ