ইউক্রেনের সুরক্ষায় ‘কোয়ালিশন অব উইলিং’ গঠনের ঘোষণা স্টারমারের
Published: 3rd, March 2025 GMT
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইউক্রেন যুদ্ধের অবসান ও রাশিয়ার হাত থেকে ইউক্রেনকে রক্ষায় চার দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন।
স্টারমার জানিয়েছেন, যুক্তরাজ্য, ফ্রান্স এবং অন্য দেশগুলোর একটি জোট (কোয়ালিশন অব দ্য উইলিং) গড়ার মাধ্যমে তাদের প্রচেষ্টা জোরদার করবে এবং ইউক্রেনের প্রতি তাদের এই সমর্থনে যুক্তরাষ্ট্রকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করবে।
সোমবার (৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
আরো পড়ুন:
জেলেনস্কিকে ‘পূর্ণ সমর্থন’ দিলেন স্টারমার
ট্রাম্পের সঙ্গে ঝড় তুলে লন্ডনে জেলেনস্কি, যুদ্ধের পরিণতি কী
প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (২ মার্চ) লন্ডনে ইউরোপের ১৮ জন নেতা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে নিয়ে এক সম্মেলনের পর স্টারমার বলেন, “আজ আমরা ইতিহাসের এক সন্ধিক্ষণে আছি।”
জেলেনস্কি বলেন, “সম্মেলনে ইউরোপের অতি উচ্চ স্তরের এক ঐক্য দেখা গেছে যা দীর্ঘদিন দেখা যায়নি।”
এতে ইউক্রেন ‘শক্তিশালী সমর্থন’ অনুভব করছে বলে মন্তব্য করেন তিনি।
বিবিসি জানিয়েছে, লন্ডনে শীর্ষ এই সম্মেলন হয়েছে হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাদানুবাদের দুই দিন পরে।
শীর্ষ সম্মেলন শেষে জেলেনস্কি বলেন, “সত্যিকার শান্তি ও নিরাপত্তা নিশ্চয়তার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার একটি ভিত্তি খুঁজে পেতে ইউরোপে আমরা সবাই একসাথে কাজ করছি।”
ইউরোপীয় নেতাদের এই বৈঠকের পরপরই এক সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার বলেন, চারটি বিষয়ে তারা একমত হয়েছেন:
১.
২. কোনো দীর্ঘমেয়াদি শান্তির ক্ষেত্রে ইউক্রেনের সার্বভৌমত্ব ও নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করা এবং যেকোনো শান্তি আলোচনায় ইউক্রেনের আবশ্যিক উপস্থিতি নিশ্চিত করা।
৩. একটি শান্তি চুক্তির ক্ষেত্রে ভবিষ্যৎ আক্রমণ প্রতিহত করতে ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করা।
৪. ইউক্রেনে একটি চুক্তি রক্ষা করতে এবং এরপর শান্তি নিশ্চিত করতে ‘কোয়ালিশন অব দ্য উইলিং’ গঠন করা।
এর পাশাপাশি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ইউক্রেনকে পাঁচ হাজারেরও বেশি এয়ার ডিফেন্স ক্ষেপণাস্ত্র কেনার জন্য অতিরিক্ত দুই বিলিয়ন ডলারের সহায়তা ঘোষণা দিয়েছেন। এই ঘোষণার একদিন আগেই ইউক্রেনকে রাশিয়ার জব্দ করা সম্পদের মুনাফা থেকে ২ দশমিক ২ বিলিয়ন পাউন্ডের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছিল যুক্তরাজ্য।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, “অতীতের ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। রাশিয়া সহজে ভেঙে ফেলতে পারে এমন দুর্বল কোনো চুক্তি আমরা গ্রহণ করতে পারি না, চুক্তি হতে হবে শক্তিশালী।”
ইউক্রেনের সুরক্ষায় প্রস্তাবিত জোট বা ‘কোয়ালিশন অব উইলিং’- যোগ দিতে কোন কোন দেশ সম্মত হয়েছে তা তিনি জানাননি। তবে বলেছেন, যারা অঙ্গীকার করেছেন তারা জরুরি ভিত্তিতে কাজ করবেন। যুক্তরাজ্য তার অঙ্গীকার রক্ষা করবে বলে জানিয়েছেন তিনি।
স্টারমার বলেন, “ইউরোপকে অবশ্যই বড় অগ্রগতি অর্জন করতে হবে।”
তবে তিনি আরো বলেন যে, “এ সমঝোতায় যুক্তরাষ্ট্রের সমর্থন প্রয়োজন হবে এবং রাশিয়াকেও অন্তর্ভুক্ত করতে হবে। তবে মস্কোকে কোনো শর্ত নির্ধারণের সুযোগ দেয়া হবে না।”
স্টারমার বলেন, “আমরা ট্রাম্পের সঙ্গে জরুরি শান্তির প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছি। এখন সবার একযোগে কাজ করার পালা।”
ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র একটি অবিশ্বস্ত সহযোগী কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন “গত শুক্রবার যা ঘটেছে সেটি কেউ দেখতে চায়নি। কিন্তু আমি মনে করি না যে যুক্তরাষ্ট্র অবিশ্বস্ত সহযোগী।”
সম্মেলনে অংশ নেওয়া দেশগুলো হলো- ফ্রান্স, পোল্যান্ড, সুইডেন, তুরস্ক, নরওয়ে, চেক রিপাবলিক, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস, রোমানিয়া, ফিনল্যান্ড, ইতালি, স্পেন ও কানাডা।
ঢাকা/ফিরোজ
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ইউক র ন ইউক র ন র প র ইউর প
এছাড়াও পড়ুন:
শেফালি আর দীপ্তিতে নতুন মুম্বাইয়ে নতুন বিশ্ব চ্যাম্পিয়ন ভারত
নাবি মুম্বাই। নয়া মুম্বাই। নতুন সেই মুম্বাইয়ে কাল নতুন বিশ্ব চ্যাম্পিয়ন পেল মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
দীপ্তি শর্মার করা ৪৬তম ওভারের তৃতীয় বলে নাদিন ডি ক্লার্কের তোলা ক্যাচটি এক্সট্রা কাভারে ভারত অধিনায়ক হারমানপ্রীত কৌরের হাতে জমা হতেই বিশ্ব চ্যাম্পিয়নের আনন্দে মাতল পুরো ভারত। দক্ষিণ আফ্রিকা ২৪৬ রানে অলআউট, ভারত ৫২ রানে জয়ী।
ভারতের জয়ের উৎসব অবশ্য শুরু হয়ে গিয়েছিল পাঁচ ওভার আগেই। লরা ভলভার্টকে ফিরিয়ে পথের কাঁটা উপড়ে ফেলেই উদ্যাপন শুরু করেছিল ভারতীয়রা। অসাধারণ এক সেঞ্চুরি করে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক চোখ রাঙাছিলেন ভারতের উৎসব ভন্ডুল করার। কিন্তু সেঞ্চুরি করার পরপরই ক্যাচ তুললেন ভলভার্ট। আর সেই ক্যাচ নিতে গিয়ে আমানজোত কৌর ভারতের প্রায় শত কোটি মানুষের হৃৎস্পন্দন প্রায় থামিয়ে দিয়েছিলেন। একবার নয়, দুবার নয়, তৃতীয়বারের চেষ্টাতেই ক্যাচ নিতে পারেন আমানজোত। এবারও বোলার সেই অফ স্পিনার দীপ্তি শর্মা।
৯৮ বলে ১০১ রান করে ভলভার্ট যখন ফিরলেন দক্ষিণ আফ্রিকার স্কোর ৪১.১ ওভারে ২২০/৭। এরপর শুধু আনুষ্ঠানিকতাই ছেড়েছে ভারত। দীপ্তি আরও ২টি উইকেট নিয়ে পেয়ে গেছেন ৫ উইকেট। আর ভারত হয়ে গেছে চ্যাম্পিয়ন। এর আগে ব্যাট হাতেও ৫৮ বলে ৫৮ রানের দারুণ এক ইনিংস খেলেছেন দীপ্তি।
ব্যাট হাতে ৮৭ রান করা শেফালি বর্মা বল হাতে নিয়েছেন ২ উইকেট