কৃষককে বাড়িতে ঢুকে কোপালেন যুবলীগ নেতা
Published: 3rd, March 2025 GMT
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ফোরকান বিশ্বাস (৭০) নামের এক কৃষককে বাড়িতে ঢুকে কুপিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকালে উপজেলার উত্তর ভিটাবাড়ীয়া গ্রামে এ হামলা হয়। এ ঘটনার জন্য স্বজনেরা ভিটাবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুমন সরদার ও তাঁর লোকজনকে দায়ী করেছেন। বর্তমানে আহত ফোরকান বিশ্বাস ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
ফোরকান বিশ্বাসের নাতনি লামিয়া বেগম বলেন, সোমবার সকাল ১০টার দিকে ৮-১০ জন সশস্ত্র সন্ত্রাসী হঠাৎ তাদের বাড়িতে হামলা করে। এদের মধ্যে যুবলীগ নেতা সুমন সরদার, তার ভাতিজা ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাফি সরদার, রাসেল গাজী, মহিবুল্লাহ গাজীকে চিনতে পেরেছেন। তারা বাড়ি ভাঙচুর শুরু করলে এতে বাধা দেন ফোরকান বিশ্বাস। এতে ক্ষিপ্ত হয়ে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।
লামিয়ার বোন পিয়ারা বেগমের ভাষ্য, হামলা করেই থামেনি সন্ত্রাসীরা। তাঁর ঘর থেকে নগদ ১ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নিয়েছে। হামলার পর ফোরকান বিশ্বাস অজ্ঞান হয়ে পড়েন। এলাকাবাসীর সহায়তায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ অভিযোগ অস্বীকার করেন ভিটাবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সুমন সরদার। তাঁর দাবি, তিনি বা তাদের কোনো লোক এ হামলার সঙ্গে জড়িত নন।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ আনওয়ারের ভাষ্য, এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাননি; পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: য বল গ ন ত য বল গ সরদ র
এছাড়াও পড়ুন:
ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ
আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ
দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।
ঢাকা/শাহরিয়ার/মাসুদ