বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার ১১৭ ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের ডিএমপি, এসবি, সিআইডি, র‍্যাব, জেলা পুলিশ, পুলিশ সদর দপ্তর, পিবিআই, এপিবিএন ও ট্যুরিস্ট পুলিশে বদলি করা হয়েছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: বদল

এছাড়াও পড়ুন:

মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের ডিসি প্রত্যাহার 

মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) দুজনের প্রত্যাহারের আদেশ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করেছে। 

আরো পড়ুন:

জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ ফের এক মাস বাড়ল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আরো গভীর বাণিজ্য সম্পর্ক চায় বাংলাদেশ

মাদারীপুরের ডিসি মোছা. ইয়াসমিন আক্তারকে প্রত্যাহার করে স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। আর চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. আব্দুস সামাদকে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব করা হয়েছে। এই পরিবর্তন সম্পর্কেও মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে।

ডিসি পদে সাধারণত উপ-সচিব পদমর্যাদার কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়। 

চলতি বছরের ২০ মার্চ সরকারের এক প্রজ্ঞাপনে উপ-সচিব পদমর্যাদার অনেক কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়। সেই পরিপ্রেক্ষিতে কিছু ডিসির নতুন পদায়ন করে বা পদোন্নতি দিয়ে তাদের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হচ্ছে।

ঢাকা/এএএম/রাসেল

সম্পর্কিত নিবন্ধ

  • মাদারীপুর ও চাঁপাইনবাবগঞ্জের ডিসি প্রত্যাহার