বরিশাল নগরীতে যুবদল নেতা সুরুজ গাজী (৩৫) নিহতের ঘটনায় অভিযুক্ত স্বেচ্ছাসেবক দল নেতা শাহীন হাওলাদারের বাড়িতে দ্বিতীয় দফায় আগুন দিয়েছে স্থানীয় জনতা। 

সোমবার (৩ মার্চ) রাত ১০টার দিকে নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় ঘটনাটি ঘটে। এক ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

আরো পড়ুন: বরিশালে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা

আরো পড়ুন:

শাহজাদপুরে ভবনে আগুন
ছাদের দরজা বন্ধ থাকায় ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা যান চারজন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, গাড়িতে আগুন 

এর আগে, জানাজা শেষে সোমবার বিকেলে বরিশাল সদর উপজেলার লামছড়িতে দাফন করা হয় সুরুজ গাজীকে। এরপর রাতে বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত শাহীন হাওলাদারের বাড়িতে আগুন দেয়। 

গত রবিবার সন্ধ্যায় সুরুজের মৃত্যুর পর স্থানীয়রা শাহীনের বাড়িতে আগুন দিয়েছিল। পরে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নগরীর ৩ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক সুরুজ গাজীকে কুপিয়ে হত্যা করে শাহীন হাওলাদারসহ তার দুই ছেলে। এ ঘটনায় গতকাল সোমবার স্বেচ্ছাসেবক দল নেতা শাহীন হাওলাদারসহ সাতজনকে আসামি করে কাউনিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত সুরুজের বড় ভাই শাহিন গাজী।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার রিয়াজ হোসেন জানান, হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আগুন দেওয়া একটি অপরাধ। অভিযোগ পেলে এটিও আইনের আওতায় আসবে।

ঢাকা/পলাশ/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আগ ন বর শ ল য বদল ঘটন য়

এছাড়াও পড়ুন:

তিন সাংবাদিকের চাকুরিচ্যুতির ঘটনায় ডিআরইউ’র উদ্বেগ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সাংবাদিক রফিকুল বাসার, মুহাম্মদ ফজলে রাব্বি ও মিজানুর রহমানসহ কয়েকজন সংবাদকর্মীর চাকরিচ্যুতির ঘটনায় উদ্বেগ জানিয়েছে ডিআরইউ।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির পক্ষে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল সংবাদকর্মীদের চাকুরিচ্যুতির ঘটনায় এ উদ্বেগ জানান।

উল্লেখ্য, চ্যানেল আই’র সাংবাদিক রফিকুল বাসার, এটিএন বাংলার মুহাম্মদ ফজলে রাব্বি ও দীপ্ত টিভির সাংবাদিক মিজানুর রহমানকে মঙ্গলবার কোনো রকম পূর্ব নোটিশ ছাড়াই চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।

ডিআরইউ নেতৃবৃন্দ তিন সাংবাদিককে চাকরিচ্যুতির কারণ ব্যাখ্যা করার দাবি জানিয়েছেন।

এএএম//

সম্পর্কিত নিবন্ধ