ইচ্ছাশক্তি এবং চেষ্টা থাকলে অনেক কঠিন বিষয়ও সম্ভবপর হয়ে ওঠে। তেমনি চেষ্টা ও পরিশ্রমে ‘উড়োজাহাজ’ তৈরি করেছেন মানিকগঞ্জের এক তরুণ। শুধু তৈরিই নয়, নিজেই সেটি সফলভাবে আকাশে উড়িয়েছেন।

এই তরুণের নাম জুলহাস মোল্লা (২৮)। তাঁর বাড়ি মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের ষাইটঘর তেওতা গ্রামে। আজ মঙ্গলবার দুপুরে তিনি উপজেলার জাফরগঞ্জ এলাকায় যমুনা নদীর চরে নিজের তৈরি উড়োজাহাজে চড়ে উড়ে বেড়ান। জেলা প্রশাসকসহ জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা তাঁর তৈরি বিমান উড্ডয়নের দৃশ্য দেখতে সেখানে হাজির হয়েছিলেন। স্থানীয় হাজারো উৎসুক লোকজনও সেখানে ভিড় করেন।

৫০ ফুট ওপরে উড়তে পারে উড়োজাহাজটি। মঙ্গলবার দুপুরে মানিকগঞ্জের শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকায় যমুনা নদীর চরে.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ম ন কগঞ জ র উপজ ল

এছাড়াও পড়ুন:

মহাসড়কে গাছবোঝাই ট্রাক উল্টে ১০ কিলোমিটার যানজট

কু‌মিল্লার দেবিদ্বারে গাছবোঝাই ট্রাক উল্টে কু‌মিল্লা-‌সি‌লেট আঞ্চ‌লিক মহাসড়‌কে ১০ কি‌লো‌মিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানজটে দীর্ঘক্ষণ আটকে থেকে দুর্ভোগ পোহায় সাধারণ যাত্রীরা। 

মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে মহাসড়কের জাফরগঞ্জ অংশে একটি গাছবোঝাই ট্রাক উল্টে গেলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে দুই পাশে প্রায় ১০ কিলোমিটার যানজট ছড়িয়ে পড়ে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী আবদুল জলিল বলেন, ফজরের নামাজের পর একটি গাছবোঝাই ট্রাক সড়‌কে উল্টে যায়। এ ঘটনায় কেউ আহত না হলেও সড়কের দুই পাশে প্রায় ১০ কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। প্রায় চার ঘণ্টা পর পুলিশ এসে রেকার দিয়ে ট্রাক সড়ক থেকে সরালে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 

মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পারভেজ আলী জানান, দেবিদ্বারের জাফরগঞ্জ এলাকায় ভোরে একটি গাছবোঝাই ট্রাক সড়কে উল্টে যাওয়ার খবর পেলে সেখানে ফাঁড়ি থেকে পুলিশ পাঠানো হয়। উল্টে যাওয়া ট্রাকে বড় বড় গাছ থাকায় ট্রাক‌টি সরা‌তে একটু বিলম্ব হয়েছে। পরবর্তীতে রেকার দিয়ে ট্রাকটি সড়ক থেকে সরানো হয়েছে। বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। 

সম্পর্কিত নিবন্ধ

  • মহাসড়কে গাছবোঝাই ট্রাক উল্টে ১০ কিলোমিটার যানজট