শ্বশুরবাড়িতে তরুণীর মৃত্যু ঘিরে রহস্য
Published: 6th, March 2025 GMT
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্বশুরবাড়িতে হাফছা আক্তার (২৩) নামের এক তরুণীর মৃত্যু ঘিরে রহস্য দেখা দিয়েছে। তাঁর বাবা পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ করেছেন। বিপরীতে শ্বশুরবাড়ির লোকের দাবি, পোকা দমনের বিষ খেয়ে হাফছা আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার রাতে উপজেলার কাইতলা দক্ষিণ ইউনিয়নের গোয়ালী গ্রামে ঘটে এ ঘটনা। গতকাল বুধবার হাফছার লাশ পুলিশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ওই তরুণীর স্বামী পারভেজ সবুজ প্রবাসী।
স্বজন জানান, তিন বছর আগে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বরিশল গ্রামের মো.
তাঁর বাবা মোখলেছ মিয়ার ভাষ্য, মঙ্গলবার তারাবির নামাজের পর রাতে বাছির মেম্বার তাঁর নম্বরে কল করে জানায়, হাফছা নাকি কেড়ির বড়ি (কীটনাশক) খেয়েছে। দ্রুত তিনি হাসপাতালে গিয়ে মেয়েকে মৃত অবস্থায় পান। মোখলেছ মিয়া বলেন, ‘আমার মাইয়া আত্মহত্যা করে নাই। তারে শ্বশুর-শাশুড়ি ও ননদ মিলে পরিকল্পিতভাবে খুন করেছে। সঠিক তদন্তের মাধ্যমে বিচার চাই।’
এ বিষয়ে শ্বশুরবাড়ির লোকজনের বক্তব্য পাওয়া যায়নি। ইউপি সদস্য বাছির মিয়া বলেন, মঙ্গলবার রাতে সবুজ তাঁকে কল করে জানান, তাঁর (সবুজ) সঙ্গে ফোনে ঝগড়া করে নাকি স্ত্রী হাফছা বিষ খেয়েছে। দ্রুত তাদের বাড়িতে গিয়ে হাফছার সঙ্গে কথা বলেন। সে জানায়, তিনটি কেড়ির বড়ি খেয়েছে। চিকিৎসার জন্য দ্রুত সিএনজিতে করে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে পাঠান। পথেই হাফছার মৃত্যু হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
উৎস: Samakal
কীওয়ার্ড: ব র হ মণব ড় য় ব র হ মণব ড় য়
এছাড়াও পড়ুন:
আজ টিভিতে যা দেখবেন (১ মে ২০২৫)
পিএসএলে আজ দুটি ম্যাচ। বাংলাদেশের রিশাদ হোসেনের দল লাহোর খেলবে কোয়েটার বিপক্ষে।
টেনিসমাদ্রিদ ওপেন
বিকেল ৫টা, সনি স্পোর্টস ৫
মুলতান-করাচি
বিকেল ৪-৩০ মি., নাগরিক টিভি
লাহোর-কোয়েটা
রাত ৯টা, নাগরিক টিভি
রাজস্থান-মুম্বাই
রাত ৮টা, টি স্পোর্টস
নটিংহাম-ব্রেন্টফোর্ড
রাত ১২-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১
বিলবাও-ম্যান ইউনাইটেড
রাত ১টা, সনি স্পোর্টস ২ ও ৩
টটেনহাম-বোডো/গ্লিমট
রাত ১টা, সনি স্পোর্টস ১
জুরগার্ডেনস-চেলসি
রাত ১টা, সনি স্পোর্টস ৫