২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে সেই দায়িত্বশীল ফিফটি নাকি ২০১২ এশিয়া কাপে একই দলের বিপক্ষে ম্যাচ জেতানো বিধ্বংসী ইনিংস, কোনটি এগিয়ে থাকবে মুশফিকুর রহিমের ওয়ানডে ক্যারিয়ারে। নাকি ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে সেই অনবদ্য ফিফটি, ২০১৮ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ভাঙা পাঁজর নিয়ে ১৪৪ রানের অসাধারণ সেঞ্চুরি। নাকি ক্যারিয়ারে প্রথমবার ও একমাত্র ইনিংস যেখানে ওপেনিংয়ে নেমে ৯৮ রান করে দলকে জিতিয়েছিলেন।
ওয়ানডেতে মুশফিকুরের লম্বা ক্যারিয়ারের সারাংশ করলে কোনটা এগিয়ে থাকবে? উত্তর যেটাই আসুক, মুশফিকুর বাংলাদেশের স্বাচ্ছন্দ্যের ফরম্যাট ওয়ানডে ক্রিকেটকে পরবর্তী ধাপে এগিয়ে নিতে বড় ভূমিকা রেখেছেন। পারফরম্যান্সের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন আছে। কিন্তু ছোট-বড় অনেক উপলক্ষ্য এনে দিয়েছেন যেগুলোতে ৫৬ হাজার বর্গমাইল আনন্দে মেতে উঠেছে।
ওয়ানডে ক্যারিয়ারের শেষ বলে দেওয়ায় রঙিন ক্রিকেটে তার পথচলা থমকে গেল। ওয়ানডে ক্রিকেটে বেশ কিছু রেকর্ডকে সঙ্গী করেছেন মুশফিকুর। আছে নানা কীর্তি। সেসবে একবার চোখ বুলানো যাক,
আরো পড়ুন:
মুশফিকুরের বিদায়ে আবেগের বিচ্ছুরণ, গর্বের ঝরনাধারা
মুশফিকুরের থেকে তামিমের চাওয়া ‘অন্তত ১০০ টেস্ট’
• ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান মুশফিকুর রহিমের। ২৭৪ ম্যাচে ২৫৬ ইনিংসে ৩৬.
• ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন মুশফিকুর। তার ওয়ানডে ম্যাচ সংখ্যা ২৭৪। ২৪৭ ম্যাচ নিয়ে সাকিব আল হাসান দুইয়ে ও ২৪৩ ম্যাচ নিয়ে তামিম ইকবাল রয়েছেন তিনে।
• ওয়ানডেতে যৌথভাবে সেঞ্চুরির তালিকায় মুশফিকুরের অবস্থান দুইয়ে। ১৪ সেঞ্চুরি নিয়ে তামিম রয়েছেন শীর্ষে। মুশফিকুর ও সাকিবের সেঞ্চুরির সংখ্যা ৯টি করে। এছাড়া ৪৯ ফিফটিও আছে তার।
• উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে তার ধারের কাছেও কেউ নেই। ২৪৩ ইনিংসে মুশফিক ৭ হাজার ২৫৪ রান করেছেন। তার পরে আছেন খালেদ মাসুদ। ১১০ ইনিংসে তার রান ১ হাজার ৮১৮।
• মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তামিম ইকবালের পর দ্বিতীয় সর্বোচ্চ রান মুশফিকুরের। ৯১ ইনিংসে ২ হাজার ৬৭৪ রান করেছেন। তামিমের ৮৫ ইনিংসে রান ২ হাজার ৮৯৭।
• ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম। সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ৬০ বলে সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর।
• মিডল অর্ডারে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি ৭ হাজার ৪৪৮ রান করেছেন মুশফিকুর।
• তিন ফরম্যাট মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৪৭৯ ম্যাচে ৫২৩ ইনিংসে তার রান ১৫ হাজার ৩০২। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে মুশফিকুর বাদে ১৫ হাজার রান ছুঁয়েছেন কেবল তামিম ইকবাল। তার রান ১৫ হাজার ১৯২।
• উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ রান মুশফিকুরের। ২৪৩ ইনিংসে তার রান ৭ হাজার ২৫৪। মুশফিকুরের ওপরে আছেন অ্যাডাম গিলক্রিস্ট, ৯ হাজার ৪১০। মাহেন্দ্র সিং ধোনি ১০ হাজার ৭৭৩ এবং কুমার সাঙ্গাকারা ১৩ হাজার ৩৪১।
• ওয়ানডে বিশ্বকাপে উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে তৃতীয় সর্বোচ্চ রান মুশফিকুরের। ৩৭ ইনিংসে ১ হাজার ৭৯ রান করেছেন। শীর্ষে আছেন কুমার সাঙ্গাকারা, ৩৫ ইনিংসে ১ হাজার ৫৩২। এরপর আছেন অ্যাডাম গিলক্রিস্ট, ১ হাজার ৮৫।
• ২০০৬ সালে খেলা শুরুর পর ব্যাটসম্যানদের মধ্যে ওয়ানডেতে রান সংগ্রাহকের তালিকায় মুশফিকুর রয়েছেন শীর্ষ দশে।
• ওয়ানডেতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ড মুশফিকুরের। ২৫৮ ইনিংসে ২৯৭ ডিসমিসাল তার। যেখানে ক্যাচ আছে ২৪১টি। স্টাম্পিং ৫৬টি।
• এক ইনিংসে তার ৫টি করে ডিসমিসাল আছে দুইবার।
• ওয়ানডেতে উইকেট কিপার মধ্যে ডিসমিসালের রেকর্ডে সেরা পাঁচে অবস্থান মুশফিকুরের।
ঢাকা/ইয়াসিন
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব য টসম য ন ল দ শ র হয় র ন কর ছ ন র কর ড উইক ট
এছাড়াও পড়ুন:
সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন।
প্রধান উপদেষ্টা শনিবার (১৩ ডিসেম্বর) রাতে দেওয়া এক বিবৃতিতে বলেন, “শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালনের সময় আমাদের ছয়জন বীর শান্তিরক্ষীর শাহাদাত বরণ এবং আরো আটজনের আহত হওয়ার সংবাদে আমি গভীরভাবে মর্মাহত। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বিপুল অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত; বীরদের এই আত্মত্যাগ একদিকে জাতির গৌরব, অন্যদিকে গভীর বেদনার।”
আরো পড়ুন:
সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত: আইএসপিআর
ঢামেক হাসপাতালে নিরাপত্তা জোরদার
তিনি নিহত শান্তিরক্ষীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহত শান্তিরক্ষীদের দ্রুত আরোগ্য কামনা করেন।
প্রধান উপদেষ্টা বলেন, “আহত শান্তিরক্ষীদের সর্বোচ্চ চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যেই জাতিসংঘের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এই দুঃসময়ে সরকার শান্তিরক্ষীদের পরিবারগুলোর পাশে থাকবে।”
বিবৃতিতে তিনি এ ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ।”
তিনি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে শান্তিরক্ষীদের নিরাপত্তা আরও জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
নিহত শান্তিরক্ষীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ চালিয়ে যাবে বলেও বিবৃতিতে বলা হয়।
ঢাকা/নঈমুদ্দীন/রাসেল