মেয়েদের খেলায় দর্শক বাড়ছে, টিভি স্বত্বের দাম বাড়ছে, সেই সঙ্গে আগ্রহ বাড়ছে বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলোরও। এই সবকিছুর যোগফলে আয় বাড়ছে নারী ক্রীড়াবিদদেরও। ২০২৪ সালে সবচেয়ে বেশি আয় করা ১৫ নারী খেলোয়াড়ের মোট আয় ২২ কোটি ১০ লাখ মার্কিন ডলার, যা আগের বছরের চেয়ে ২৭ শতাংশ বেশি। ২০২৩ সালে অন্তত এক কোটি আয় করা নারী খেলোয়াড় ছিলেন ৬ জন, যা পরের বছর বেড়ে দাঁড়িয়েছে ১১-তে।

বেশি আয় করা নারী ক্রীড়াবিদদের বেশির ভাগই টেনিসের। ক্রীড়া-বাণিজ্যবিষয়ক মার্কিন ডিজিটাল প্ল্যাটফর্ম স্পোর্টিকোর তথ্য বলছে, গত বছর সবচেয়ে বেশি আয় করা শীর্ষ ৭ নারী ক্রীড়াবিদের ৫ জনই টেনিসের। বেশি আয় করা ক্রীড়াবিদদের মধ্যে যুক্তরাষ্ট্রের খেলোয়াড়ই বেশি।

২০২৪ সালে সবচেয়ে বেশি আয় করা নারী ক্রীড়াবিদদের তালিকা তৈরি করেছে স্পোর্টিকো। হিসাবে নেওয়া হয়েছে খেলোয়াড়দের বেতন, প্রাইজমানি, সব ধরনের বোনাস (সাইনিং, প্লে–অফ, অলিম্পিক ও অন্যান্য), এনডোর্সমেন্ট (বিজ্ঞাপন, বাণিজ্য দূত ও অন্যান্য)।

আরও পড়ুনদুই দশক পর এশিয়ান কাবাডিতে পদক১৭ ঘণ্টা আগেকোকো গফ

যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা ২০২৪ সালে আয় করেছেন ৩ কোটি ৪ লাখ মার্কিন ডলার। এর মধ্যে বেতন ও প্রাইজমানি থেকে ৯৪ লাখ, বাকি ২ কোটি এনডোর্সমেন্ট থেকে। ২০ বছর বয়সী গফের এই এনডোর্সমেন্টের বেশির ভাগ এসেছে বোস্টনভিত্তিক ব্র্যান্ড রেডিডের সঙ্গে চুক্তির মাধ্যমে। ১৪ বছর বয়সে নিউ ব্যালান্সের সঙ্গেও চুক্তি করেছিলেন গফ। এবার নিউ ব্যালান্স তাঁর নামে সিগনেচার সু বাজারে ছেড়েছে। ইউপিএস, হেড, বারিল্লা, বেকার টিলি, বোস ও রোলেক্সের সঙ্গেও স্পনসর চুক্তি আছে গফের।

ফ্রিস্টাইল স্কিয়ার এইলিন গু.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সবচ য়

এছাড়াও পড়ুন:

দ্বিতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের মুনাফা বেড়েছে

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের মুনাফা বেড়েছে। এপ্রিল–জুন প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫৪ পয়সা। গত বছরের একই সময় যা ছিল ১ টাকা ২৫ পয়সা।

এ ছাড়া বছরের প্রথম ছয় মাসেও ব্র্যাক ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে। বছরের প্রথম ছয় মাসে ব্র্যাক ব্যাংকের শেয়ারপ্রতি আয় হয়েছে ৩ টাকা ৫৬ পয়সা। আগের বছর যা ছিল ২ টাকা ৬২ পয়সা, অর্থাৎ বছরের প্রথম ছয় মাসে ব্র্যাক ব্যাংকের আর্থিক পরিস্থিতির উন্নতি হয়েছে। মূলত ব্যাংকের বিনিয়োগ ও সুদ আয় বৃদ্ধির কারণে ইপিএস বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে দেওয়া এক ঘোষণায় এসব তথ্য পাওয়া গেছে। ওয়েবসাইটের তথ্যানুসারে, জানুয়ারি-জুন সময়ে শেয়ারপ্রতি নিট নগদ প্রবাহ (এনওসিএফপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ২৪ পয়সা, আগের বছর যা ছিল ৩০ টাকা ৯৯ পয়সা। প্রতিষ্ঠানটি জানিয়েছে, আমানত সংগ্রহ ও ব্যাংকঋণ বৃদ্ধির কারণে নগদ প্রবাহ বেড়েছে। তবে আগের বছরের তুলনায় ঋণ বিতরণে কিছুটা ধীরগতি দেখা গেছে।

অন্যদিকে ৩০ জুন ২০২৫ তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদের মূল্য (এনএভি) বেড়ে দাঁড়িয়েছে ৪২ টাকা ৬০ পয়সা। গত বছরের ৩১ ডিসেম্বর যা ছিল ৩৯ টাকা ৩৮ পয়সা। নিট মুনাফা ও সরকারি সিকিউরিটিজের পুনর্মূল্যায়নের ফলে এ বৃদ্ধি হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে।

২০২৪ সালের জন্য ব্র্যাক ব্যাংকের শেয়ারহোল্ডারদের ২৫ শতাংশ লভ্যাংশ দেওয়া হয়েছে। এর মধ্যে ১২ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ ও ১২ দশমিক ৫ শতাংশ স্টক। ২০২৪ সালে ব্র্যাক ব্যাংক সমন্বিতভাবে আগের বছরের তুলনায় ৭৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করে। ফলে তাদের কর-পরবর্তী নিট মুনাফা (এনপিএটি) হয়েছে ১ হাজার ৪৩২ কোটি টাকা, ২০২৩ সালে যা ছিল ৮২৮ কোটি টাকা। একক ভিত্তিতে কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ২১৪ কোটি টাকা, যেখানে আগের বছরের ৭৩০ কোটি টাকার তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ৬৬ শতাংশ।

সম্পর্কিত নিবন্ধ

  • জুলাইয়ের ৩০ দিনে রেমিট্যান্স ২৩৬ কোটি ডলার ছাড়িয়েছে
  • নির্বাচনের রোডম্যাপে কবে যাত্রা শুরু করবে বাংলাদেশ
  • ভারতের ৬ প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
  • এ দেশে খুচরা ব্যাংকিং বন্ধ করে দিচ্ছে এইচএসবিসি
  • রাবিপ্রবির ১০ শিক্ষার্থীর সনদ-ছাত্রত্ব বাতিল
  • জন্মহার বাড়াতে চীনের নতুন উদ্যোগ, শিশুদের জন্য মা-বাবা পাবেন ভাতা
  • সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের ১২ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • ‘রাষ্ট্রীয় শোক’ প্রত্যাখ্যান
  • জাতিসংঘ স্থায়ী মিশনে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিশেষ অনুষ্ঠান
  • দ্বিতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের মুনাফা বেড়েছে