বরিশালের বাকেরগঞ্জের নিয়ামতি বাজারে খাসজমি দখল করে ভবন নির্মাণ করেছেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ভবন নির্মাণ শুরু হয়। পাঁচটি দোকানঘরের কাজ প্রায় শেষ। পাশাপাশি পেছনে বসতঘর নির্মাণকাজ চলছে সমানতালে।
জানা গেছে, উপজেলার নিয়ামতি বাজারের একটি অংশ তোহা (কাঁচাবাজার) জমি নামে পরিচিত। খাসজমির মধ্যে তোহা অংশ বন্দোবস্ত বা হাতবদল করার বিধান নেই। বাকেরগঞ্জ ভূমি অফিসের কানুনগো আফজাল হোসেন, সার্ভেয়ার ফোরকান ও রিয়াজের যোগসাজশে ওই জমি দখল করেছেন মোস্তাফিজুর রহমান।
স্থানীয়রা জানান, মোস্তাফিজের ছেলে সাব্বির আগে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকলেও আওয়ামী লীগের পতনের পর যুবদলে যোগ দেন। পিতা-পুত্রের ক্ষমতার জোরে সরকারি তোহা জমিতে তারা স্থাপনা করেছেন।
স্থানীয় বাসিন্দা রুস্তম আলী হাওলাদার ইউনিয়ন ভূমি অফিসে লিখিত অভিযোগে জানান, মোস্তাফিজুর দুই বছর আগে খাস জমিতে ঘর তোলা শুরু করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা সরেজমিন তদন্ত করে ২০২২ সালের ৭ মার্চ প্রতিবেদন দাখিল করেন। একই বছরের ২৬ মার্চ তৎকালীন সহকারী কমিশনার ভূমি আবুজার মো.
ইউনিয়ন ভূমি কর্মকর্তা মুরাদ হোসেন জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সরকারি জমিতে নির্মাণকাজ করতে মোস্তাফিজকে নোটিশ দিয়েছিলেন। ভবন নির্মাণ হয়ে থাকলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানার পর মোস্তাফিজুর রহমানকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে দেখা করতে বলা হয়েছে। সরকারি তোহা বাজারের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ হলে তা উচ্ছেদ করা হবে। এতে ভূমি অফিসের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত মোস্তাফিজুর রহমানের দাবি, তিনি ডিসিআর (বন্দোবস্ত) করা জমিতে ঘর তুলছেন। এ জমি তোহা বাজারের কিনা তার জানা নেই।
বাকেরগঞ্জ ভূমি অফিসের কানুনগো আফজাল হোসেন বলেন, মোস্তাফিজুর রহমান নামের একজন নিয়ামতি বন্দরে সরকারি জমিতে ঘর তুলেছেন শুনেছি। এর সঙ্গে আমি জড়িত নই। উপজেলা নির্বাহী অফিস থেকে তদন্ত চলছে। সত্যতা পেলে অবৈধভাবে নির্মাণ করা ঘর ভেঙে ফেলা হবে।
নিয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সালাম মৃধা বলেন, মোস্তাফিজুর রহমানের পরিবার বিএনপির সমর্থক। তারা দলের কোনো পদপদবিতে নেই। এ ঘটনার সঙ্গে বিএনপির সম্পৃক্ততা নেই। তবে বিষয়টি জেনে মোস্তাফিজুর রহমানকে জিজ্ঞেস করা হয়েছিল। ভূমি অফিসের অনুমতি নিয়ে ঘর তুলেছেন এমনটা জানিয়েছেন তিনি।
উৎস: Samakal
কীওয়ার্ড: খ সজম ম স ত ফ জ র রহম ন কর মকর ত ন র পর ন য় মত অফ স র ঘর ত ল ব এনপ সরক র উপজ ল
এছাড়াও পড়ুন:
‘দূরে থেকেও আমরা কাছে, এটাই বাস্তব’
ঢাকাই চলচ্চিত্রের ‘প্রিয়দর্শিনী’খ্যাত নায়িকা আরিফা পারভীন মৌসুমী। সোমবার (৩ নভেম্বর) ৫২ বছর বয়স পূর্ণ করলেন এই অভিনেত্রী। বিশেষ এই দিনে দেশে নেই, সন্তানদের সঙ্গে এখন মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী।
মৌসুমী যুক্তরাষ্ট্রে থাকলেও বাংলাদেশে অবস্থান করছেন তার স্বামী ওমর সানী। সোমবার (৩ নভেম্বর) সকালে চিত্রনায়ক ওমর সানী কয়েকটি ছবি তার ফেসবুকে পোস্ট করে স্ত্রীকে ভালোবাসার বার্তা দিয়েছেন।
আরো পড়ুন:
মৌসুমীকে বিয়ে করা কি ভুল ছিল ওমর সানীর
তারকাদের ব্যাংক হিসাব জব্দ
এসব ছবির ক্যাপশনে ওমর সানী লেখেন, “শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। দূরে থেকেও আমরা কাছে এটাই বাস্তব, আর যারা আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা নিউজ করে ওরা হচ্ছে…। শুভ জন্মদিন।”
জন্মদিনের প্রথম প্রহর থেকে ভক্ত-অনুরাগীরা প্রিয় অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাচ্ছেন। ওমর সানীর এই পোস্টে নেটিজেনদের পাশাপাশি শোবিজ অঙ্গনের অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন মৌসুমীকে।
চিত্রনায়িকা মুনমুন লেখেন, “শুভ জন্মদিন প্রিয়দর্শিনী, প্রিয় অভিনেত্রী মৌসুমী আপা।” শাহনূর লেখেন, “শুভ জন্মদিন আপু।” আইরিন সুলতানা লেখেন, “শুভ জন্মদিন।” এমন অসংখ্য মন্তব্য কমেন্ট বক্সে ভেসে বেড়াচ্ছে।
১৯৭৩ সালের ৩ নভেম্বর খুলনায় জন্মগ্রহণ করেন মৌসুমী। তার বাবার নাম নাজমুজ্জামান মনি ও মা শামীমা আখতার জামান। ছোটবেলা থেকেই অভিনেত্রী এবং গায়িকা হিসেবে কর্মজীবন শুরু করেন মৌসুমী। এরপর ‘আনন্দ বিচিত্রা ফটো বিউটি কনটেস্ট’ প্রতিযোগিতায় বিজয়ী হন, যার ওপর ভিত্তি করে তিনি ১৯৯০ সালে টেলিভিশনের বাণিজ্যিক ধারার বিভিন্ন অনুষ্ঠানে কাজের সুযোগ পান।
চিত্রনায়িকা হিসেবে ঢাকাই চলচ্চিত্রে মৌসুমীর অভিষেক ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে। এ সিনেমায় সালমান শাহর সঙ্গে জুটিবদ্ধ হন এ অভিনেত্রী। প্রথম সিনেমাতে নিজেদের মেধার জানান দেন সালমান শাহ ও মৌসুমী। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। দুজনই ঢালিউডে নিজেদের অবস্থান তৈরি করে নেন। তারপর তিন দশকের বেশি সময় ধরে ঢালিউডে মেধার দ্যুতি ছড়াচ্ছেন মৌসুমী।
নারগিস আক্তার পরিচালিত ‘মেঘলা আকাশ’ ও চাষী নজরুল ইসলাম পরিচালিত ‘দেবদাস’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই অভিনেত্রী পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
ঢাকা/শান্ত