চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) প্রস্তাবিত নীতিমালার খসড়া প্রক্রিয়াধীন রয়েছে। একইসঙ্গে সমাবর্তনের পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচনের জোরালো দাবি ওঠে। এরই পরিপ্রেক্ষিতে গত ১৭ ফেব্রুয়ারি চাকসু নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে চবি প্রশাসন। সভায় ১০ দিনের মধ্যে চাকসুর নীতিমালার খসড়া পেশ করে শিক্ষার্থীদের থেকে পুনরায় মতামত নেওয়ার কথা জানানো হয়। কিন্তু নির্দিষ্ট সময়ের ১৪ দিন পার হলেও তা পেশ করা হয়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড.
আরো পড়ুন:
জাদুঘরে রূপান্তর হবে চবির ‘ভূতুড়ে’ ভবন
ভর্তির ৭ মাসেও পরিচয়পত্র পাননি চবি শিক্ষার্থীরা
তিনি বলেন, “নীতিমালার খসড়ার কাজ প্রক্রিয়াধীন। ঈদের পর শিক্ষার্থীদের কাছে এটি পেশ করা হবে। তখন তাদের মতামত এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে চাকসুর নীতিমালা চূড়ান্ত করা হবে।”
নির্বাচনের তারিখের বিষয়ে উপ-উপাচার্য বলেন, “আপাতত আমরা সমাবর্তন নিয়ে ভাবছি। সমাবর্তনের পর নির্বাচন অনুষ্ঠিত হবে।”
এদিকে, দীর্ঘ ৯ বছর পর আগামী ১৪ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে চবির পঞ্চম সমাবর্তন। ২০১১ থেকে ২০২৩ পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরা এ সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাবেন। আগামী ১৫ মার্চ থেকে অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরুর সম্ভাব্য সময় জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ঢাকা/মিজান/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর প শ কর ন র পর মত মত
এছাড়াও পড়ুন:
নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের
নাটোরে ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত খোরশেদ ওই এলাকার ইউনুস আলীর ছেলে ও পেশায় রিকশাচালক ছিলেন। অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন খোরশেদ আলম। এ ঘটনায় সালমান ক্ষিপ্ত হয়ে খোরশেদকে কুপিয়ে জখম করে। স্বজনেরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন:
নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা
পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আত্মগোপনে
নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
ঢাকা/আরিফুল/রাজীব