আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা জংলি সিনেমার  ১ মিনিট ১১ সেকেন্ডের টিজার প্রকাশিত হয়েছে প্রয়োজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার ইউটিউব ও ফেসবুক পেজ। একই সঙ্গে নায়ক সিয়াম, বুবলী, দীঘি ও নির্মাতা এম রাহিমের পেজেও প্রকাশ করা হয় এই টিজার। প্রকাশের মাত্র ২০ ঘণ্টায় টিজারটি ২ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে। একই সঙ্গে নানা মহলে প্রশংসিত হচ্ছে টিজারটি। 

টিজার প্রকাশের পর থেকেই ঈদের অন্যান্য সিনেমা টিজারের সঙ্গেও উদাহরণ টানছে দর্শকরা। কেউ কেউ ঈদের সিনেমার এ পর্যন্ত প্রকাশিত টিজারগুলোর চেয়ে এগিয়েই রাখছে জংলির টিজারকে। 

টিজারে সিয়ামের পরনে লুঙ্গি, চোখেমুখে হিংস্রতা, উষ্কখুষ্ক চুল-দাঁড়ি আর পুরাদস্তুর অ্যাকশন লুক।  দেশি মাসালা হিরোরূপে যে সিয়ামকে দেখানো হয়েছে এমন  সিয়ামকে এর আগে দেখেনি কেউ!

যদিও এর আগে পোস্টার দেখে অনেকেই জানিয়ে আসছিলেন ছবিটি পুষ্পা কিংবা কবির সিংয়ের আদলে নির্মিত। কিন্তু  টিজারে পপ কালচার রেফারেন্সে সিয়ামের মুখ থেকেই যেন এলো জবাব, ‘পুষ্পা? কাবীর সিং? অ্যাহহে! জংলি’!

টিজার দেখে একজন মন্তব্য করেছেন, পুরাই আগুন লাগিয়ে দিলো । আরেকজন লিখেছেন, অসাধারণ। একি দেখলাম সিয়াম ভাই। এই রকম মুভি তো চাই বাংলা ইন্ডাস্ট্রিতে।  

টিজারের কমেন্টবক্স ভরে গেছে শীর্ষ নায়ক শাকিব খানের বক্তদের করা কমেন্টে। তারা সবাই জানিয়ে দিচ্ছেন, এই ঈদে বরবাদের পরই জংলি দেখব। আমরা শাকিবিয়ানরা জংলির সাথে আছি।

টাইগার মিডিয়া প্রযোজিত ‘জংলি’ পরিচালনা করেছেন এম রাহিম। নির্মাতা বলেন, জংলি বাস্তব ঘটনার প্রতিফলন। আমরা সবাই আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আমার বিশ্বাস ঈদে এই সিনেমা দর্শকদের মন জয় করবে। 

জংলি’ ছবির গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন- দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।
 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: স য় ম আহম দ ঈদ র স ন ম কর ছ ন

এছাড়াও পড়ুন:

হাদিকে গুলির ঘটনা আ.লীগের নির্বাচনবিরোধী ছকের অংশ: নাহিদ

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির ঘটনা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনবিরোধী ছকের অংশ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি।

আরো পড়ুন:

জুলাই অভ্যুত্থানকে নস্যাতের ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ অবস্থান

দুর্নীতি-সন্ত্রাসের অভিযোগ পেলে প্রার্থিতা বাতিল: নাহিদ 

নাহিদ ইসলাম বলেন, “হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, আওয়ামী লীগের নির্বাচনবিরোধী ছকের অংশ।”

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নরমালাইজ করার চেষ্টা চলছে অভিযোগ করে তিনি বলেন, “আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করার চেষ্টা দেখছি।”

এনসিপির আহ্বায়ক বলেন, “প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় সব জায়গায় আওয়ামী লীগকে প্রতিহত করা, প্রশাসনিকভাবে প্রতিহত করা এবং ভারতের হস্তক্ষেপ বন্ধ করার কথা বলেছি।”

পতিতরা নির্বাচন ঠেকাতে চাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “সবাইকে দায়িত্ব নিয়ে নির্বাচনি পরিবেশ ফেরাতে হবে।”

নাহিদ বলেন, “আমরা সর্বাত্মকভাবে জাতীয় ঐক্য ধরে রাখব বলেছি। হামলাকারী ও পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছি।”

এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে করেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৈঠকে তিনটি দলের দুজন করে প্রতিনিধি অংশ নেন।

বিএনপির প্রতিনিধি দলে ছিলেন-দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন-দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

এছাড়া এনসিপির প্রতিনিধিদলে ছিলেন- দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

ঢাকা/রায়হান/সাইফ

সম্পর্কিত নিবন্ধ