২০ ঘণ্টায় ২ মিলিয়ন ভিউ, চর্চায়-প্রশংসায় জংলির ১ মিনিট
Published: 14th, March 2025 GMT
আসন্ন ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা জংলি সিনেমার ১ মিনিট ১১ সেকেন্ডের টিজার প্রকাশিত হয়েছে প্রয়োজনা প্রতিষ্ঠান টাইগার মিডিয়ার ইউটিউব ও ফেসবুক পেজ। একই সঙ্গে নায়ক সিয়াম, বুবলী, দীঘি ও নির্মাতা এম রাহিমের পেজেও প্রকাশ করা হয় এই টিজার। প্রকাশের মাত্র ২০ ঘণ্টায় টিজারটি ২ মিলিয়ন ভিউ ছাড়িয়েছে। একই সঙ্গে নানা মহলে প্রশংসিত হচ্ছে টিজারটি।
টিজার প্রকাশের পর থেকেই ঈদের অন্যান্য সিনেমা টিজারের সঙ্গেও উদাহরণ টানছে দর্শকরা। কেউ কেউ ঈদের সিনেমার এ পর্যন্ত প্রকাশিত টিজারগুলোর চেয়ে এগিয়েই রাখছে জংলির টিজারকে।
টিজারে সিয়ামের পরনে লুঙ্গি, চোখেমুখে হিংস্রতা, উষ্কখুষ্ক চুল-দাঁড়ি আর পুরাদস্তুর অ্যাকশন লুক। দেশি মাসালা হিরোরূপে যে সিয়ামকে দেখানো হয়েছে এমন সিয়ামকে এর আগে দেখেনি কেউ!
যদিও এর আগে পোস্টার দেখে অনেকেই জানিয়ে আসছিলেন ছবিটি পুষ্পা কিংবা কবির সিংয়ের আদলে নির্মিত। কিন্তু টিজারে পপ কালচার রেফারেন্সে সিয়ামের মুখ থেকেই যেন এলো জবাব, ‘পুষ্পা? কাবীর সিং? অ্যাহহে! জংলি’!
টিজার দেখে একজন মন্তব্য করেছেন, পুরাই আগুন লাগিয়ে দিলো । আরেকজন লিখেছেন, অসাধারণ। একি দেখলাম সিয়াম ভাই। এই রকম মুভি তো চাই বাংলা ইন্ডাস্ট্রিতে।
টিজারের কমেন্টবক্স ভরে গেছে শীর্ষ নায়ক শাকিব খানের বক্তদের করা কমেন্টে। তারা সবাই জানিয়ে দিচ্ছেন, এই ঈদে বরবাদের পরই জংলি দেখব। আমরা শাকিবিয়ানরা জংলির সাথে আছি।
টাইগার মিডিয়া প্রযোজিত ‘জংলি’ পরিচালনা করেছেন এম রাহিম। নির্মাতা বলেন, জংলি বাস্তব ঘটনার প্রতিফলন। আমরা সবাই আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আমার বিশ্বাস ঈদে এই সিনেমা দর্শকদের মন জয় করবে।
জংলি’ ছবির গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা। এতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন- দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু প্রমুখ।
উৎস: Samakal
কীওয়ার্ড: স য় ম আহম দ ঈদ র স ন ম কর ছ ন
এছাড়াও পড়ুন:
পাকিস্তান আকাশসীমা বন্ধ করায় এয়ার ইন্ডিয়ার ৬০ কোটি ডলার ক্ষতির আশ
পাকিস্তান ভারতীয় বিমান সংস্থাগুলোর জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দেওয়ার পর এয়ার ইন্ডিয়ার ৬০ কোটি ডলার লোকসান হতে পারে। এয়ার ইন্ডিয়ার একটি চিঠির বরাত দিয়ে বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।
চিঠিতে বলা হয়েছে, “ধরে নিচ্ছি যে, পাকিস্তানের আকাশসীমা বন্ধ থাকবে যা আগামী বছর পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। তাতে যে বাড়তি খরচ হবে তার মধ্যে রয়েছে বিকল্প রুটে বিমানগুলোর দীর্ঘ উড্ডয়নের জন্য বর্ধিত জ্বালানি খরচ।
বিমান সংস্থাটি সতর্ক করে দিয়েছে জানিয়েছে, ফ্লাইটের সময় যত বেশি হবে, যাত্রীদেরও তার উপর প্রভাব পড়বে। ফ্লাইট দীর্ঘায়িত হওয়ার কারণে নিষেধাজ্ঞার সময়কালে প্রতি বছর ৫৯ কোটি ১০ লাখ ডলারেরও বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে।
২২ এপ্রিল ভারত অধিকৃত কাশ্মিরে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। এ ঘটনার জন্য কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে অভিযুক্ত করেছে ভারত। নয়াদিল্লি পরের দিনই সিন্ধু জলচুক্তি স্থগিতসহ পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ নেয়। এর জবাবে পাকিস্তান ভারতের বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়াসহ বেশ কিছু পদক্ষেপ নেয়।
বিমান পরিবহন মন্ত্রণালয়কে লেখা চিঠির উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানিয়েছে, ক্ষতি পোষাতে এয়ার ইন্ডিয়া সরকারের কাছে আনুপাতিক ভর্তুকির জন্য অনুরোধ করেছে।
চিঠিতে বলা হয়েছে, “প্রভাবিত আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভর্তুকি একটি ভালো, যাচাইযোগ্য এবং ন্যায্য বিকল্প... পরিস্থিতির উন্নতি হলে ভর্তুকি প্রত্যাহার করা যেতে পারে।”
ঢাকা/শাহেদ