খরার সময় সিলেটে স্বস্তির বৃষ্টি হয়েছে বৃহস্পতিবার রাতে। খুব বেশি সময় বৃষ্টিপাত না হলেও এতে ক্ষেতখামারের উপকার হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। এদিকে শিলাবৃষ্টির কারণে জৈন্তাপুরের বিভিন্ন ইউনিয়নে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
এই উপজেলায় শিলাবৃষ্টি হওয়ার কারণে কিছু ঘরের টিন ফুটো হয়ে গেছে। ক্ষতির মুখে পড়েছে তরমুজ ও মিষ্টি কুমড়ার চাষ। আবহাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার রাতে সিলেটের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হয়। বৃষ্টিপাতের পরিমাণ ২২ দশমিক ৪ মিলিমিটার। 
জৈন্তাপুর উপজেলার বাসিন্দারা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৯টা থেকে শিলাবৃষ্টি শুরু হয়। ৩০ মিনিট স্থায়ী শিলাবৃষ্টিতে উপজেলার ফতেপুর, হরিপুর ও চিকনাগুল ইউনিয়নসহ বেশ কিছু এলাকায় ক্ষয়ক্ষতির তথ্য জানা গেছে।
হরিপুর পশ্চিম বালিপাড়া গ্রামের শফিকুর রহমান জানান, তাঁর গ্রামে অনেকের ঘরের টিনের একাধিক স্থানে ফুটো হয়ে গেছে। আব্দুল জলিল জানান, পানি সংকটে অনেক ফসল নষ্ট হয়েছে।
কৃষি কর্মকর্তা বিজিত আচার্য্য সমকালকে জানান, এই সময়ে বৃষ্টির খুবই প্রয়োজন ছিল। বৃষ্টি ধান ও ভুট্টা চাষ সফল করবে। কিছু এলাকায় শিলাবৃষ্টি হলেও অধিকাংশ এলাকায় তা হয়নি।

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে আজ থেকে শুরু সপ্তাহব্যাপী ‘ডিজিট্যাক্ট’

ছবি: চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ