ভয়ানকভাবে প্লাস্টিক–দূষণের মুখে পড়ছে পৃথিবী। প্রাণ ও পরিবেশ কেউই যেন রেহাই পাচ্ছে না প্লাস্টিকের ভয়ংকর থাবা থেকে। মানুষের রক্ত ও বুকের দুধে ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিকের খোঁজ মিলেছে বেশ আগেই। এবার মাইক্রোপ্লাস্টিকের কারণে ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের প্রতি আরও বেশি প্রতিরোধী হয়ে উঠতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, মাইক্রোপ্লাস্টিক ব্যাকটেরিয়ার বিপক্ষে ওষুধের কার্যকারিতা কমিয়ে দিচ্ছে। এর ফলে মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শে থাকা ব্যাকটেরিয়াগুলো অ্যান্টিবায়োটিক–প্রতিরোধী হয়ে উঠতে পারে।

পাঁচ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিকের টুকরা এখন পরিবেশ থেকে শুরু করে মানবদেহে দেখা যাচ্ছে। আর তাই মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শে আসার সময় ই কোলি ব্যাকটেরিয়া কীভাবে প্রতিক্রিয়া দেখায়, তা নিয়ে গবেষণা করেছেন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। সেই গবেষণায় দেখা গেছে, প্লাস্টিকের পৃষ্ঠে ব্যাকটেরিয়া বিকশিত হয়ে বায়োফিল্ম নামের একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করতে পারে।

অ্যাপ্লায়েড অ্যান্ড এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজি সাময়িকীতে প্রকাশিত গবেষণা ফলাফলে বলা হয়েছে, বায়োফিল্মের কারণে মাইক্রোপ্লাস্টিকে থাকা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কোনো ওষুধই কাজ করেনি। বিজ্ঞানীদের তথ্যমতে, মাইক্রোপ্লাস্টিকের বায়োফিল্ম কাচের মতো অন্যান্য পৃষ্ঠের তুলনায় অনেক বেশি শক্তিশালী। এই স্তর বেশ ঘন। পলিস্টাইরিন প্রতিরোধের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। এটিকে জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি বলা হচ্ছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের বিজ্ঞানী মুহাম্মদ জামান বলেন, আমাদের চারপাশে মাইক্রোপ্লাস্টিক রয়েছে। ব্যাকটেরিয়ার এমন আচরণ উচ্চ ঝুঁকি তৈরি করতে পারে। আর তাই অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী সুপারবাগের কারণে ২০৫০ সালের মধ্যে প্রায় ৩ কোটি ৯০ লাখ মানুষ মারা যেতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।

সূত্র: ইউরোনিউজ

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

ক্ষমা পেয়ে কাজে যোগ দিলেন চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণ

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে আসা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফরের সঙ্গে তর্কে জড়ানো চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণকে ক্ষমা করা হয়েছে। শোকজের জবাব সন্তোষজনক হওয়ায় তাঁকে ক্ষমা করে আগের পদ আবাসিক সার্জন (ক্যাজুয়ালটি) পদে বহাল করা হয়েছে। ইতিমধ্যে তিনি কর্মস্থলে যোগ দিয়েছেন।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার সকালে মুঠোফোনে ধনদেব চন্দ্র বর্মণ বলেন, ‘কর্তৃপক্ষ আমার জবাবে সন্তুষ্ট হয়ে পূর্বের পদে বহাল করেছেন। আমি কাজে যোগ দিয়েছি।’

গতকাল বুধবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস স্বাক্ষরিত একটি পত্র জারি করা হয়। এতে বলা হয়েছে, ‘৬ ডিসেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে হাসপাতালের আবাসিক সার্জন (ক্যাজুয়ালটি) ও সহকারী অধ্যাপক (সার্জারি) ইনসিটু, ধনদেব চন্দ্র বর্মণকে মহাপরিচালকের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ ও অসৌজন্যমূলক আচরণের জন্য কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয় এবং সেই সঙ্গে ক্যাজুয়ালটি ওটি ইনচার্জের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়। তিনি তাঁর অনাকাঙ্ক্ষিত আচরণের কারণে ক্ষমা চেয়ে এবং ভবিষ্যতে এরূপ অনাকাঙ্ক্ষিত আচরণ করবেন না বলে অঙ্গীকার করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে লিখিত জবাব দাখিল করেন। পরবর্তী সময়ে তাঁর দাখিলকৃত জবাব স্বাস্থ্য অধিদপ্তরে প্রেরণ করা হয়।’

চিঠিতে আরও বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় বরাবর প্রেরিত প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় মহাপরিচালকের উদারতা ও মহানুভবতায় ধনদেব চন্দ্র বর্মণকে ক্ষমা প্রদর্শন করেন এবং তাঁকে পূর্বের কর্মস্থল ক্যাজুয়ালটি ওটি ইনচার্জ পদে পুনর্বহাল রাখার জন্য নির্দেশ প্রদান করেন। সে মোতাবেক তাঁকে ক্যাজুয়ালটি ওটি ইনচার্জের দায়িত্বে পুনর্বহাল করা হলো। এই আদেশ পত্র জারির তারিখ থেকে কার্যকর হবে।’

আরও পড়ুনস্বাস্থ্যের ডিজির সঙ্গে তর্কে জড়ালেন চিকিৎসক, বললেন ‘আমাকে সাসপেন্ড করেন, নো প্রবলেম’০৬ ডিসেম্বর ২০২৫

৬ ডিসেম্বর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. আবু জাফর। এ সময় হাসপাতালের ক্যাজুয়ালটি অপারেশন থিয়েটার পরিদর্শনে গিয়ে ডিজি কক্ষের ভেতরে টেবিল থাকার কারণ জানতে চান চিকিৎসকদের কাছে। এ সময় জরুরি বিভাগের ক্যাজুয়ালটি ইনচার্জ ধনদেব চন্দ্র বর্মণ তাঁর সঙ্গে তর্কে জড়ান।

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক হেনস্তার নিন্দা ও তিন দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের
  • ‘কলেজ জীবনে ভাবতাম, আমি সুন্দর নই আমার শরীর ঠিকঠাক নেই’
  • নির্বাচনের তফসিলকে স্বাগত জানালেও সতর্ক থাকার আহ্বান গণতান্ত্রিক সংস্কার জোটের
  • ‘যারা বলে বেড়াচ্ছিল নির্বাচন হবে না, তাদের মুখে চুনকালি পড়ল’
  • নির্বাচন আচরণবিধি অনুসারে মাসুদুজ্জামানের ব্যানার-পোস্টার অপসারণ
  • ডিজির সঙ্গে তর্ক, ক্ষমা চেয়ে দায়িত্বে ফিরলেন সেই চিকিৎসক
  • ক্ষমা পেয়ে কাজে যোগ দিলেন চিকিৎসক ধনদেব চন্দ্র বর্মণ