ভয়ানকভাবে প্লাস্টিক–দূষণের মুখে পড়ছে পৃথিবী। প্রাণ ও পরিবেশ কেউই যেন রেহাই পাচ্ছে না প্লাস্টিকের ভয়ংকর থাবা থেকে। মানুষের রক্ত ও বুকের দুধে ক্ষুদ্র প্লাস্টিক কণা বা মাইক্রোপ্লাস্টিকের খোঁজ মিলেছে বেশ আগেই। এবার মাইক্রোপ্লাস্টিকের কারণে ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকের প্রতি আরও বেশি প্রতিরোধী হয়ে উঠতে পারে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। তাঁদের মতে, মাইক্রোপ্লাস্টিক ব্যাকটেরিয়ার বিপক্ষে ওষুধের কার্যকারিতা কমিয়ে দিচ্ছে। এর ফলে মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শে থাকা ব্যাকটেরিয়াগুলো অ্যান্টিবায়োটিক–প্রতিরোধী হয়ে উঠতে পারে।

পাঁচ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিকের টুকরা এখন পরিবেশ থেকে শুরু করে মানবদেহে দেখা যাচ্ছে। আর তাই মাইক্রোপ্লাস্টিকের সংস্পর্শে আসার সময় ই কোলি ব্যাকটেরিয়া কীভাবে প্রতিক্রিয়া দেখায়, তা নিয়ে গবেষণা করেছেন যুক্তরাষ্ট্রের একদল বিজ্ঞানী। সেই গবেষণায় দেখা গেছে, প্লাস্টিকের পৃষ্ঠে ব্যাকটেরিয়া বিকশিত হয়ে বায়োফিল্ম নামের একটি প্রতিরক্ষামূলক স্তর তৈরি করতে পারে।

অ্যাপ্লায়েড অ্যান্ড এনভায়রনমেন্টাল মাইক্রোবায়োলজি সাময়িকীতে প্রকাশিত গবেষণা ফলাফলে বলা হয়েছে, বায়োফিল্মের কারণে মাইক্রোপ্লাস্টিকে থাকা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কোনো ওষুধই কাজ করেনি। বিজ্ঞানীদের তথ্যমতে, মাইক্রোপ্লাস্টিকের বায়োফিল্ম কাচের মতো অন্যান্য পৃষ্ঠের তুলনায় অনেক বেশি শক্তিশালী। এই স্তর বেশ ঘন। পলিস্টাইরিন প্রতিরোধের ক্ষেত্রে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। এটিকে জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি বলা হচ্ছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটির বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের বিজ্ঞানী মুহাম্মদ জামান বলেন, আমাদের চারপাশে মাইক্রোপ্লাস্টিক রয়েছে। ব্যাকটেরিয়ার এমন আচরণ উচ্চ ঝুঁকি তৈরি করতে পারে। আর তাই অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী সুপারবাগের কারণে ২০৫০ সালের মধ্যে প্রায় ৩ কোটি ৯০ লাখ মানুষ মারা যেতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।

সূত্র: ইউরোনিউজ

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মোহাম্মদপুরে বাসে বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণীকে হেনস্তার ভিডিও ভাইরাল, হেনস্তাকারী গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে বাসে বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণীর পোশাক নিয়ে কটূক্তি ও হেনস্তার ভিডিও ছড়িয়ে পড়ার তিন দিন পর হেনস্তাকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার নাজিম উদ্দিন (৪৫) ওই বাসের কন্ডাক্টর ও চালকের সহকারী বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদপুরের বছিলা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব।

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, একটি বাসে এক তরুণী তাঁর পোশাক নিয়ে কটূক্তির প্রতিবাদ করছেন। বাসে ওঠার পর সামনের আসনে বসা ওই ব্যক্তি তাঁর পোশাক নিয়ে অশোভন মন্তব্য করেন। এতে ক্ষুব্ধ হয়ে তরুণী প্রতিবাদ জানাতে সামনে এগিয়ে যান এবং প্রশ্ন করেন, ‘আমার পোশাক নিয়ে আপনার সমস্যা কী?’ পরিস্থিতি উত্তপ্ত হলে ওই ব্যক্তি উঠে দাঁড়িয়ে তরুণীকে চড় মারেন। মুহূর্তেই তরুণী জুতা খুলে পাল্টা আঘাত করেন। ভিডিওতে আরও দেখা যায়, ধস্তাধস্তির একপর্যায়ে দুজনই বাসের সামনের দিকে পড়ে যান। তরুণী নিজেকে সামলে নিয়ে আবারও প্রতিরোধ করেন।

ঘটনার ভিডিওটি ফেসবুকে ভাইরাল হওয়ার পর নানামুখী প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই তরুণীর সাহসী অবস্থানের প্রশংসা করেছেন, অন্যদিকে কেউ কেউ ঘটনাটিতে উভয় পক্ষের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন।

নাজিম উদ্দিনকে আটক করার সঙ্গে যুক্ত র‍্যাব-৪–এর মেজর আবরার ফয়সাল সাদী প্রথম আলোকে বলেন, তরুণীকে কটূক্তি ও হেনস্তা করার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর হেনস্তকারী ব্যক্তিকে আটক করতে র‍্যাব-৪–এর একটি দল অভিযান শুরু করে। গতকাল সন্ধ্যায় নাজিম উদ্দিনকে শনাক্ত করে আটক করা হয়। পরে তাঁকে মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়।

যোগাযোগ করা হলে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক প্রথম আলোকে বলেন, হেনস্তার শিকার বিশ্ববিদ্যালয়ের ছাত্রী শ্লীলতাহানির অভিযোগ এনে আজ শুক্রবার সকালে নাজিম উদ্দিনের বিরুদ্ধে মামলা করেছেন। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নাজিম উদ্দিন ধানমন্ডি ১৫ থকে মোহাম্মদপুরের বছিলায় চলাচলরত রমজান পরিবহনের কন্ডাক্টর। ভাড়া নিয়ে কথা–কাটাকাটির জের ধরে তাঁদের দুজনের মধ্যে মারামারি হয়। ছাত্রীটি মোহাম্মদপুরের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়েন।

আজ সন্ধ্যায় পাঠানো র‍্যাব-৪–এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৭ ফেব্রুয়ারি রমজান পরিবহনের একটি বাস ধানমন্ডি ১৫ থেকে মোহাম্মদপুরের বছিলায় যাচ্ছিল। বাসটি বছিলার মেট্রো হাউজিংয়ের সামনে পৌঁছালে চালকের সহকারী মো. নিজাম উদ্দিন বাসটির যাত্রী বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণীর দিকে তাকিয়ে তাঁর পোশাক নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এতে ওই তরুণী প্রতিবাদ করায় নাজিম উদ্দিন তাঁর সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং তাঁকে চড় মারেন। একপর্যায়ে তরুণীও আত্মরক্ষার্থে নিজের পায়ের জুতা খুলে অভিযুক্ত নাজিম উদ্দিনকে আঘাত করেন।

সম্পর্কিত নিবন্ধ

  • পৃথিবীর দিকে ধেয়ে আসা ভিনগ্রহের বস্তু নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ইলন মাস্ক
  • অতিরিক্ত মোটা হওয়ায় যাত্রীকে তুলতে অস্বীকৃতি উবার চালকের
  • কেউ কটুক্তি করলে কী করবেন?
  • বাংলাদেশের খেলোয়াড়দের উদ্দেশ‌্যে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান পছন্দ হয়নি স‌্যামির
  • মোহাম্মদপুরে বাসে বিশ্ববিদ্যালয়পড়ুয়া তরুণীকে হেনস্তার ভিডিও ভাইরাল, হেনস্তাকারী গ্রেপ্তার