দেশী পাঞ্জাবীকে ইন্ডিয়ান পাঞ্জাবী বলে ট্যাগ লাগিয়ে বেশি মুল্যে বিক্রির অপরাধে চট্টগ্রামের নামী ব্র্যান্ড সেলিম পাঞ্জাবীকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার। 

শনিবার (১৫ মার্চ) দুপুরে চট্টগ্রাম নগরীর রিয়াজ উদ্দিন বাজারে সেলিম পাঞ্জাবীর শো-রুমে অভিযানে সেলিম পাঞ্জাবী এই প্রতারণা ধরা পড়ে। অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম ভোক্তা অধিকারের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ। 

ভোক্তা অধিকারের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ জানান, ঈদকে সামনে রেখে চট্টগ্রামের অন্যতম বৃহৎ পাঞ্জাবীর শো-রুম সেলিম পাঞ্জাবী ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছিল। তারা ঢাকা থেকে পাঞ্জাবী কিনে এনে ইন্ডিয়ান পাঞ্জাবী বলে অতিরিক্ত দামে বিক্রি করে আসছিল। 

অভিযানে দেখা গেছে তারা দুই তিন বছর আগের পুরনো দেশী পাঞ্জাবী ইন্ডিয়ান পাঞ্জাবী বলে ভোক্তাদের সাথে প্রতারণা করে বিক্রি করছে। এছাড়া নিজেরা কোন পাঞ্জাবী প্রোডাকশন না করলেও ঢাকা থেকে কিনে আনা পাঞ্জাবী নিজেদের পাঞ্জাবী বলে বিক্রি করছে। কোন কোন পাঞ্জাবী ঢাকা থেকে ১ হাজার, দেড় হাজার টাকায় কিনে এনে ভারতীয় পাঞ্জাবী বলে ৭ থেকে ৮ হাজার টাকা দামে বিক্রি করছে। 

ভোক্তা অধিকারের অভিযানে অভিযোগ হাতেনাথে ধরা পড়ায় এবং সেলিম পাঞ্জাবীর মালিক দোষ স্বীকার করায় তাদের দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে ভবিষ্যতে এই ধরনের প্রতারণা না করতে সতর্ক করা হয়।

ঢাকা/রেজাউল/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ঢাকাবাসীর কাছে ছাত্রদলের অগ্রীম দুঃখ প্রকাশ

শাহবাগে আগামীকাল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ ঘিরে সৃষ্টি হতে যাওয়া জনদুর্ভোগের জন্য রাজধানীবাসীর প্রতি অগ্রীম দুঃখ প্রকাশ করেছে সংগঠনটি।

শনিবার (২ আগস্ট) গণমাধ্যমে পাঠানো সংগঠনের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিবৃতির মাধ্যমে দুঃখ প্রকাশ করেছে ছাত্রদল। 

বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, গত জুন মাসে তারা জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে। এবং এর শুরুতেই ৩ আগস্ট জাতীয় শহীদ মিনারে সমাবেশের সিদ্ধান্ত নেয় তারা। এ জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে অনুমতি নেওয়া হয়। কিন্তু পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ একই দিনে শহীদ মিনারে সমাবেশ করার বিষয়ে তাদের জানায়। এ কারণে একটি উদার, গণতান্ত্রিক, পরমতসহিঞ্চু, সকল মত ও পথের সহাবস্থানে বিশ্বাসী ছাত্রসংগঠন হিসেবে ছাত্রদল শহীদ মিনারে সমাবেশ করার সিদ্ধান্ত পরিবর্তন করে শাহবাগে সমাবেশ করার সিদ্ধান্ত নেয়।  

আরো পড়ুন:

নিয়োগ বাণিজ্যের অভিযোগ করায় ছাত্রদল সভাপতিকে ‘মিথ্যাবাদী’ বললেন উপাচার্য

জুলাই ডকুমেন্টরিতে ‘ফুটেজ’ না থাকায় জাবি ছাত্রদল নেতার প্রতিবাদ

ব্যস্ত রাজধানীতে কর্মদিবসে সমাবেশের জনভোগান্তি সম্পর্কে ছাত্রদল অবগত জানিয়ে তারা বিবৃতিতে বলে, জুলাই গণঅভ্যুত্থানের এই গুরুত্বপূর্ণ স্মরণীয় দিনটিতে আমাদের ফ্যাসিবাদবিরোধী শক্তির বৃহৎ ঐক্যের স্বার্থে বৃহত্তম ছাত্রসংগঠন হিসেবে দায়িত্বশীলতা ও উদারতার জায়গা থেকে সমাবেশের স্থান পরিবর্তন করতে হয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা আগামীকালের যে কোন ধরনের জনদুর্ভোগের জন্য অগ্রীম দুঃখ প্রকাশ করছি। প্রত্যাশা করছি, সম্মানিত নগরবাসী বিষয়টি সহানুভূতির সাথে বিবেচনা করবেন। 

দায়িত্বশীল ছাত্রসংগঠন হিসেবে ভবিষ্যতে এ বিষয়ে আরও অধিকতর সচেতন থাকার কথাও বিবৃতিতে জানানো হয়।  

ঢাকা/রায়হান/ 

সম্পর্কিত নিবন্ধ