সারাদেশে অব্যাহত নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলার যৌথ উদ্যাগে সমাবেশে ও মিছিল হয়েছে।

সোমবার (১৭ মার্চ) সকাল সাড়ে ১১টায় চাষারা নারায়গঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে ছাত্র সমাবেশ ও সমাবেশ শেষে শহরে মিছিল অনুষ্ঠিত হয়। 

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জে আহবায়ক সাইফুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারন সম্পাদক নাছিমা সরদার, নারায়ণগঞ্জে জেলার সংগঠক আহমেদ রবিন স্বপ্ন, নারায়ণগঞ্জ কলেজ শাখার সংগঠক হাসামিন নিছা শিফা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক ফারহানা চেতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নারায়ণগঞ্জ জেলার সংগঠক আবু হামজা রুহিন,মেহোজাবীন ওয়াহাইয়া পুষ্পিতা প্রমূখ।

নেতৃবৃন্দ বলেন, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই-আগস্ট অভ্যুত্থানে ব্যাপক নারীদের অংশগ্রহণ ছিল। আন্দোলন যখন অনেকটাই স্তিমিত সেই সময়ে নারীরা সমস্ত অচলায়তন ভেঙে রাজপথে বের হয়ে আসে।

কিন্তু অভ্যুত্থানের পর সারা দেশে নারী-শিশু-ধর্ষণ-নির্যাতন-হত্যা আমরা দেখতে পাচ্ছি। পাহাড়ে-সমতলে-ঘরে-পথে-স্কুলে-কারখানায় যেকোন স্থানে, দিনে-রাতে, যেকোন জায়গায় নারী নিপীড়নের শিকার হচ্ছে।

এই দায় অন্তর্বতীকালীন সরকারকেই নিতে হবে। নারীরা একদিকে অর্থনৈতিক শোষণ ও আরেকদিকে ভোগবাদী পুরুষতান্ত্রিক মানসিকতার দ্বারা নির্যাতিত। ফলে এই শোষণমূলক ব্যক্তি মালিকানার সমাজ পরিবর্তন ও পুরুষতান্ত্রিক মানসিকতা পরিবর্তন করতে হবে।

নেতৃবৃন্দ  বলেন, ঘরে বাইরে সর্বত্র নারী নির্যাতন বন্ধ ও ধর্ষণ ও নির্যাতনকারীদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করা সময়ের দাবী এবং সমাজে নারী-পুরুষের সমানাধিকার ও নারীর মর্যাদা প্রতিষ্ঠায় জুলাই-আগস্ট অভ্যুত্থান পরবর্তী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নিতে হবে।।

প্রশাসন জনগনের জান মালের নিরাপত্তা পাচ্ছে না। গুম, খুন ছিনতাই ধর্ষণ এমন ঘটনায় প্রশাসনের নিরব ভূমিকাকে তীব্র নিন্দা জানাই।

আছিয়া সহ সকল ধর্ষণের দ্রুত বিচার করতে হবে এবং নারায়ণগঞ্জসহ নিরাপদ নারী ও শিশু বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে।একই সাথে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ করতে হবে। 
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ জ ল র

এছাড়াও পড়ুন:

রূপগঞ্জে ঢাকা লুব অয়েল কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন  

রূপগঞ্জে ঢাকা লুব অয়েল লিমিটেড নামে একটি কারাখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও ও বৈদ্যুতিক মিটার খুলে ফেলেছে পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) উপজেলার বানিয়াদি, মাসুমাবাদ এলাকায় দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ওই কারখানা বন্ধ করা হয়। 

পরিবেশ অধিদপ্তর, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব জনাব ফয়জুন্নেছা আক্তার এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, পল্লী বিদ্যুৎ রূপগঞ্জ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে গঠিত একটি টীম কর্তৃক অবৈধ কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণে এ অভিযান পরিচালনা করা হয়। 

পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জের উপপরিচালক এ. এইচ. এম রাসেদ জানান, নারায়ণগঞ্জে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।      
 

সম্পর্কিত নিবন্ধ

  • নির্বাচন চাই পরিবর্তনের লক্ষ্যে  সুজনের গোল টেবিলে বক্তারা
  • ওসমান হাদি ও এরশাদ উল্লাহর উপরে হামলার প্রতিবাদে মহানগর বিএনপির মিছিল
  • হত্যার মিশন নিয়ে ভারতে বসে কর্মকাণ্ড চালাচ্ছেন শেখ হাসিনা : সজল
  • নাসিক ৬নং ওয়ার্ড বিএনপিকে বিতর্কিত করছে আওয়ামী দোসর সামাদ ও রনি
  • সিদ্ধিরগঞ্জে বিএনপি নেতা ডাঃ মাসুদ করিমের মায়ের নামাজে জানাজা অনুষ্ঠিত
  • বিএনপি প্রার্থীকে বিজয়ী করার দায়িত্ব আমাদের সকলের : খোরশেদ  
  • নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে : মাও. এটিএম মাসুম
  • সোনারগাঁয়ে এনসিপির উঠান বৈঠক ও শীতবস্ত্র বিতরণ
  • সোনারগাঁয়ে ‘ফুলেল খেলাঘর আসর’-এর যাত্রা শুরু
  • রূপগঞ্জে ঢাকা লুব অয়েল কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন