তিন সিনিয়র ক্রিকেটারের ব্যাটে ভর করে দারুণ জয় পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। বুধবার (১৯ মার্চ, ২০২৫) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গুলশান ক্রিকেট ক্লাব ২ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নকে। আগে ব্যাটিং করতে নেমে ব্রাদার্স ৯ উইকেটে ২৯০ রান করে। জবাবে গুলশান ক্রিকেট ক্লাব ৪৮.৩ ওভারে ২ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায়।

গুলশানকে জেতাতে বড় ভূমিকা রেখেছেন নাঈম ইসলাম, ইলিয়াস সানী ও ফরহাদ রেজা। নাঈম ৬০ বলে ৫০ রানের ইনিংস খেলেন। সানী ৬২ বলে করেন ৫৩ রান। শেষ দিকে ফরহাদ ৩৬ বলে ৪ চার ও ২ ছক্কায় অপরাজিত ৪৭ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। ম্যাচসেরার পুরস্কারটা তিনিই পেয়েছেন।

ভালো শুরু পেলেও বড় রান পাননি লিটন দাস। ৪০ বলে ৩ বাউন্ডারিতে ৩৩ রান করেন লিটন। এছাড়া ১৭ বলে ৩০ রান করেন জাওয়াদ আবরার। ব্রাদার্সের হয়ে ৪ উইকেট নিয়ে চেষ্টা করেছিলেন সোহাগ গাজী। কিন্তু দলকে জয় এনে দিতে পারেননি। ২ উইকেট নেন শফিউল ইসলাম।

আরো পড়ুন:

ইমরুলের ৮৬, সেঞ্চুরি করেও ম্লান রাফসানের হাসি

শেষ বলে ৪ মেরে মজিদের সেঞ্চুরি ও রূপগঞ্জের জয়

এর আগে তাদের ব্যাটিংয়ে আলো কেড়ে নেন বিশাল চৌধুরী। ডানহাতি ব্যাটসম্যান ৭৫ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৮৩ রানের দারুণ ইনিংস খেলেন। ইনিংসটিকে সেঞ্চুরিতে রূপ দিতে পারলে পূর্ণতা পেত। এছাড়া মিজানুর রহমান ৫০ এবং আইচ মোল্লা ৬৫ রান করেন। শেষ দিকে অলোকের ২৯ বলে ৩১ এবং সোহাগের ৮ বলে ১৭ রানের ইনিংসে তিনশর কাছাকাছি স্কোর পায় ব্রাদার্স। কিন্তু জয়ের জন্য তা যথেষ্ট ছিল না।

বোলিংয়ে গুলশানের হয়ে ৩টি করে উইকেট নেন নিহাদুজ্জামান ও আসাদুজ্জামান পায়েল। গুলশানের এটি ছয় ম্যাচে দ্বিতীয় জয়। ব্রাদার্সের সমান ম্যাচে পঞ্চম হার।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর র ন কর উইক ট

এছাড়াও পড়ুন:

সবার নজরের বাইরে থাকা চৈতী দেশের জন্য আনল স্বর্ণপদক

একটু বড় হওয়ার পর মেয়েকে দেখে চিন্তায় পড়ে যান মা–বাবা। অন্য শিশুদের মতো বাড়ছে না সে। হাত–পা ছোট, উচ্চতাও থমকে গেছে। পরে বুঝতে পারেন—চৈতী বামন।

যে মেয়েকে নিয়ে একসময় দুশ্চিন্তার পাহাড়ে আটকা পড়েছিল পরিবার, আজ সেই চৈতীই আনন্দের আলো ছড়াচ্ছে। দেশের জন্য প্রথমবারের মতো এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক এনে দিয়েছে চৈতী রানী দেব।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর গ্রামের শিলু রানী দেব ও সত্য দেবের মেয়ে চৈতীর বয়স ১৩ বছর। উচ্চতা মাত্র ৩ ফুট ৭ ইঞ্চি। কিন্তু তার লক্ষ্য নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া । সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমান এশিয়ান ইয়ুথ প্যারা গেমস ২০২৫–এ বর্শা নিক্ষেপ ও ১০০ মিটার দৌড়ে সে জিতে নিয়েছে দুটি স্বর্ণপদক। ৭ ডিসেম্বর এই প্রতিযোগিতা শুরু হয়েছে, চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।

চৈতীর প্রতিভা আছে। অনুশীলনে সে খুব আন্তরিক। সে কিছু করতে চায়। আশা করছি, ওকে দিয়ে একটা ভালো ফলাফল পাবমেহেদী হাসান, বিকেএসপির প্রধান প্রশিক্ষক

চৈতীর স্বর্ণপদক পাওয়ার বিষয়টি দুবাই থেকে প্রথম আলোকে নিশ্চিত করেছেন স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্সের (শি) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শারমিন ফারহানা চৌধুরী।

যে মেয়েকে সবাই দেখত শুধু উচ্চতায়

ভূনবীর দশরথ হাইস্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী চৈতী একসময় গ্রামবাসীর নজরে পড়ত শুধু তার খর্বাকৃতির জন্য। খেলাধুলায় তার যে অসাধারণ প্রতিভা আছে, তা ছিল চোখের আড়ালে।

তবে এই ছবি এখন বদলে গেছে। গ্রামবাসী বাড়িতে এসে খোঁজ নেন। শিক্ষকেরা খেলতে উৎসাহ দেন, ছবি তোলেন। স্কুলে সে এখন ‘তারকা’।

দুবাইয়ে বর্শা নিক্ষেপে স্বর্ণপদক জয়ের পর চৈতী

সম্পর্কিত নিবন্ধ