সুনিতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়ার দাবি মমতার
Published: 19th, March 2025 GMT
ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়ামস বুধবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে পৃথিবীতে ফিরে এসেছেন। সুনিতাকে ভারতের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ভারতরত্ন দেওয়ার দাবি তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘এ ঘটনা ভারতবাসীর গর্ব। তাই সুনিতাকে ভারতরত্ন দিয়ে সম্মানিত করা হোক।’
সুনিতা মহাকাশে ৯ মাস আটকে ছিলেন। বুধবার সুনিতাসহ চার নভোচারী পৃথিবীতে ফিরে আসেন। অন্য তিনজন হলেন বুচ উইলমোর, নিক হেগ ও আলেকসান্দর গরবুনোভ।
সুনিতাদের ভালোভাবে ফেরার খবরে আনন্দ প্রকাশ করে মমতা বলেন, ‘আপনাদের সাহস, প্রত্যাবর্তন ও সর্বোপরি মানবজাতির গৌরবের জন্য শুভেচ্ছা রইল। উদ্ধারকারী দলকেও এই সাফল্যের জন্য অভিনন্দন জানাচ্ছি।’
বাংলাদেশ সময় গতকাল দিবাগত রাত ৩টা ৫৭ মিনিটে সুনিতাসহ অন্যদের বহনকারী ক্যাপসুলটি ফ্লোরিডার উপকূলবর্তী সমুদ্রে নেমে আসে। সেখানে একটি উদ্ধারকারী জাহাজ আগে থেকে মোতায়েন ছিল।
বুধবার পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার অধিবেশনে হাজির হন মমতা। সেখানেই তিনি সুনিতাকে ভারতরত্ন দেওয়ার দাবি জানান।
সুনিতার জন্ম গুজরাটের মেহসানা জেলার ঝুলাসন গ্রামে। বাবা দীপক পান্ড্য ছিলেন একজন চিকিৎসক। ২০২০ সালে তিনি যুক্তরাষ্ট্রে মারা যান।
সুনিতাদের সাফল্যে গুজরাটের তাঁদের গ্রামের বাড়িতে আনন্দ উৎসব চলছে। সুনিতার স্বজনেরা বলছেন, শিগগিরই ভারতে আসবেন তিনি।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক চ্যাম্পিয়নের মৃত্যু
২৬ জুলাই ২০২৪, প্যারিসের টুইলারি বাগান। আকাশে ঝিরঝিরে বৃষ্টি। সেই বৃষ্টিভেজা সন্ধ্যাতেই জ্বলে উঠেছিল অলিম্পিক মশাল। শতবর্ষ পার করা চার্লস কস্তের জীবনে সেটাই ছিল ‘সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি’। সেদিন তিনি হাতে থাকা মশাল তুলে দিয়েছিলেন ফরাসি অলিম্পিয়ান টেডি রিনারের হাতে।
প্যারিস অলিম্পিক শুরুর প্রায় এক মাস আগে আয়োজকদের কাছ থেকে ফোন পেয়েছিলেন তিনি। অনেকটা নিভৃতেই তাঁকে জানানো হয়েছিল, উদ্বোধনী অনুষ্ঠানের শেষ দিকে মশালবাহকদের একজন হবেন তিনি।
১০১ বছর বয়সী সেই চার্লস কস্তে আর নেই। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিয়ানা ফেরারি গতকাল তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে বিদায় নিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন।
১৯২৪ সালের ৮ ফেব্রুয়ারি জন্ম নেওয়া কস্তে ছিলেন ট্র্যাক সাইক্লিস্ট। ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকে ছেলেদের টিম পারস্যুট ইভেন্টে তিনি জেতেন স্বর্ণপদক।
২০২৪ প্যারিস অলিম্পিকের উদ্ধোধনী অনুষ্ঠানে টেডি রেনার ও মেরি জোজের মশাল প্রজ্জ্বলন করছেন চার্লস কস্তে