সিদ্ধিরগঞ্জে আদর্শ সমাজ কল্যাণ তরুণ সংঘের নতুন কমিটি ঘোষণা
Published: 20th, March 2025 GMT
সিদ্ধিরগঞ্জে আদর্শ সমাজ কল্যাণ তরুণ সংঘের ৫০ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মোহাম্মদ রকিবুল ইসলাম রাকিব সভাপতি, সাকের আহমেদ সোহান সাধারণ সম্পাদক এবং তানভীর হাসান নুহাশকে সংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
এছাড়া ১৭ সদস্য উপদেষ্টা পরিষদ ঘোষণা করা। নতুন এ কমিটি ২০২৫-২৬ কার্যবর্ষ মেয়াদে দায়িত্ব পালন করবে। সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের মিজমিজি কালু হাজী রোড এলাকায় সংগঠনের কার্যালয়ে গতকাল এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক শাকের আহমেদ সোহান জানান, সমাজের অসচ্ছল, দারিদ্র্য মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে নিয়ে ২০১৩ সালে আদর্শ সমাজ কল্যাণ তরুণ সংঘ প্রতিষ্ঠা করা হয়।
প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে এই সংগঠনের মাধ্যমে। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অসচ্ছল মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রধান, বৃক্ষরোপণ কর্মসূচি, ২০২৪ এর স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী জেলা এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম, সিদ্ধিরগঞ্জ এলাকায় শীতার্ত অসচ্ছল মানুষের মাঝে কম্বল বিতরণ, মাদক নির্মূলে সচেতনতা মূলক প্রচারণা চালানো, করোনা মহামারীর সময় স্থানীয় দরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান এবং প্রায় প্রতি ঈদে ঈদ সামগ্রী বিতরণ।
তিনি আরো বলেন,ভবিষ্যতে সংগঠনের সক্ষমতা বৃদ্ধি করে জনহিতকর এসকল কাজ আরো বর্ধিত ভাবে করার চেষ্টা আমাদের রয়েছে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স গঠন
এছাড়াও পড়ুন:
তথ্য উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাক্ষাৎ
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
রবিবার (২ নভেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
আরো পড়ুন:
‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’
‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’সহ ৩৮ দাবি সংবাদকর্মীদের
সাক্ষাৎকালে বিএসআরএফের সভাপতি মাসউদুল হক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২০২৪ সালের ২২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগে পত্র পাঠানো হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি।
তিনি অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের জন্য সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। এছাড়া সচিবালয়ের ১ নম্বর গেটের পাশাপাশি ৫ নম্বর গেট দিয়েও অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উপদেষ্টাকে অনুরোধ জানান।
এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিএসআরএফের সভাপতির প্রস্তাব আন্তরিকভাবে বিবেচনা করার আশ্বাস দেন।
সাক্ষাৎকালে বিএসআরএফের সহ-সভাপতি মাইনুল হোসেন পিন্নু, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা/এএএম/মেহেদী