সিদ্ধিরগঞ্জে আদর্শ সমাজ কল্যাণ তরুণ সংঘের ৫০ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে মোহাম্মদ রকিবুল ইসলাম রাকিব সভাপতি, সাকের আহমেদ সোহান সাধারণ সম্পাদক এবং তানভীর হাসান নুহাশকে সংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। 

এছাড়া ১৭ সদস্য উপদেষ্টা পরিষদ ঘোষণা করা। নতুন এ কমিটি ২০২৫-২৬ কার্যবর্ষ মেয়াদে দায়িত্ব পালন করবে। সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের মিজমিজি কালু হাজী রোড এলাকায় সংগঠনের কার্যালয়ে গতকাল এই কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক শাকের আহমেদ সোহান জানান, সমাজের অসচ্ছল, দারিদ্র্য মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে নিয়ে ২০১৩ সালে আদর্শ সমাজ কল্যাণ তরুণ সংঘ প্রতিষ্ঠা করা হয়।

প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে এই সংগঠনের মাধ্যমে। এরমধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অসচ্ছল মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রধান, বৃক্ষরোপণ কর্মসূচি, ২০২৪ এর স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী জেলা এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রম, সিদ্ধিরগঞ্জ এলাকায় শীতার্ত অসচ্ছল মানুষের মাঝে কম্বল বিতরণ, মাদক নির্মূলে সচেতনতা মূলক প্রচারণা চালানো, করোনা মহামারীর সময় স্থানীয় দরিদ্র মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান এবং প্রায় প্রতি ঈদে ঈদ সামগ্রী বিতরণ।

তিনি আরো বলেন,ভবিষ্যতে সংগঠনের সক্ষমতা বৃদ্ধি করে জনহিতকর এসকল কাজ আরো বর্ধিত ভাবে করার চেষ্টা আমাদের রয়েছে।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ ন র য়ণগঞ জ স গঠন

এছাড়াও পড়ুন:

সবার নজরের বাইরে থাকা চৈতী দেশের জন্য আনল স্বর্ণপদক

একটু বড় হওয়ার পর মেয়েকে দেখে চিন্তায় পড়ে যান মা–বাবা। অন্য শিশুদের মতো বাড়ছে না সে। হাত–পা ছোট, উচ্চতাও থমকে গেছে। পরে বুঝতে পারেন—চৈতী বামন।

যে মেয়েকে নিয়ে একসময় দুশ্চিন্তার পাহাড়ে আটকা পড়েছিল পরিবার, আজ সেই চৈতীই আনন্দের আলো ছড়াচ্ছে। দেশের জন্য প্রথমবারের মতো এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক এনে দিয়েছে চৈতী রানী দেব।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর গ্রামের শিলু রানী দেব ও সত্য দেবের মেয়ে চৈতীর বয়স ১৩ বছর। উচ্চতা মাত্র ৩ ফুট ৭ ইঞ্চি। কিন্তু তার লক্ষ্য নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া । সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমান এশিয়ান ইয়ুথ প্যারা গেমস ২০২৫–এ বর্শা নিক্ষেপ ও ১০০ মিটার দৌড়ে সে জিতে নিয়েছে দুটি স্বর্ণপদক। ৭ ডিসেম্বর এই প্রতিযোগিতা শুরু হয়েছে, চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।

চৈতীর প্রতিভা আছে। অনুশীলনে সে খুব আন্তরিক। সে কিছু করতে চায়। আশা করছি, ওকে দিয়ে একটা ভালো ফলাফল পাবমেহেদী হাসান, বিকেএসপির প্রধান প্রশিক্ষক

চৈতীর স্বর্ণপদক পাওয়ার বিষয়টি দুবাই থেকে প্রথম আলোকে নিশ্চিত করেছেন স্পোর্টস ফর হোপ অ্যান্ড ইনডিপেনডেন্সের (শি) প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী শারমিন ফারহানা চৌধুরী।

যে মেয়েকে সবাই দেখত শুধু উচ্চতায়

ভূনবীর দশরথ হাইস্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী চৈতী একসময় গ্রামবাসীর নজরে পড়ত শুধু তার খর্বাকৃতির জন্য। খেলাধুলায় তার যে অসাধারণ প্রতিভা আছে, তা ছিল চোখের আড়ালে।

তবে এই ছবি এখন বদলে গেছে। গ্রামবাসী বাড়িতে এসে খোঁজ নেন। শিক্ষকেরা খেলতে উৎসাহ দেন, ছবি তোলেন। স্কুলে সে এখন ‘তারকা’।

দুবাইয়ে বর্শা নিক্ষেপে স্বর্ণপদক জয়ের পর চৈতী

সম্পর্কিত নিবন্ধ