বাংলা ও ইংরেজি ভাষার নিউজ পোর্টাল ‘খবরওয়ালা’র সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব নিয়েছেন বিশিষ্ট সাংবাদিক, লেখক ও সমাজকর্মী এ বি এম জাকিরুল হক টিটন।

মহান ভাষার মাস ফেব্রুয়ারির প্রথম দিন থেকে একঝাঁক তরুণ ও মেধাবী সংবাদকর্মী নিয়ে যাত্রা শুরু করে খবরওয়ালা। বিশ্বের আরও একাধিক ভাষায় সংবাদ প্রকাশের পরিকল্পনা রয়েছে সংবাদমাধ্যমটির।

এর আগে জাকিরুল হক টিটন অনলাইন নিউজ পোর্টাল ‘পূর্বপশ্চিম বিডি’র সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। তিনি বগুড়া জার্নালিস্ট নেটওয়ার্কের যুগ্ম আহ্বায়ক। ছাত্রজীবন থেকে ছাত্ররাজনীতির পাশাপাশি তিনি লেখালিখি ও লিটল ম্যাগাজিন প্রকাশ করে আসছেন। 

সম্প্রতি তিনি মনোয়ারুল হকের ওপর ‘সময়ে সুবর্ণ স্বর’ শিরোনামে একটি স্মরণিকা প্রকাশ করেছেন। এ ছাড়া ‘আমার বন্ধু পীর হাবিব’ শিরোনামে নিবন্ধ লিখেছেন, যেখানে তার বন্ধু পীর হাবিবুর রহমানের সঙ্গে তাদের বন্ধুত্ব ও যৌথ সাংবাদিকতা জীবনের স্মৃতি বর্ণনা করেছেন। 

বগুড়ার সন্তান জাকিরুল হক টিটন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদে (রাকসু) পর পর দুবার নির্বাচিত পত্রিকা সম্পাদক ছিলেন। 

.

উৎস: Samakal

কীওয়ার্ড: জ ক র ল হক

এছাড়াও পড়ুন:

চব্বিশ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়: ফুয়াদ

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার  আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, ‘‘জুলাই, ২৪ নিয়ে যেন একাত্তরের মতো ‘চেতনা ব্যবসা’ না হয়। জুলাই থেকে শিখে আমরা একটি নতুন বাংলাদেশ গড়বো। যারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না তাদের বাস্তবতা অওয়ামী লীগের মতো হবে। 

শুক্রবার (১ আগস্ট) দুপুরে পটুয়াখালী প্রেসক্লাবের ড. আতহার উদ্দীন মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এর আগে তিনি চিত্র প্রদর্শনী উদ্বোধন করেন। 

আমার বাংলাদেশ পার্টির পটুয়াখালী জেলা শাখার আহ্বায়ক  প্রফেসর ড. এএসএম ইকবাল হোসাইনের সভাপতিত্বে চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার ও সাংগঠনিক সম্পাদক গাজী নাসীর। আলোচনা শেষে উপস্থিত সবাই জুলাই আন্দোলনের প্রদর্শিত চিত্র ঘুরে দেখেন।

ইমরান//

সম্পর্কিত নিবন্ধ