মানিকগঞ্জ সদরে এক দিনে তিন নারীর লাশ উদ্ধার
Published: 22nd, March 2025 GMT
মানিকগঞ্জ সদর উপজেলায় আজ শনিবার এক দিনে পৃথক স্থান থেকে তিনজন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেলেও অন্য একজনের পরিচয় পাওয়া যায়নি।
নিহত তিনজনের মধ্যে দুজন হলেন সদর উপজেলার রানাদিয়া গ্রামের মো. রফিক মিয়ার মেয়ে তনিমা আক্তার (১৬) এবং শিবালয় উপজেলার শিবালয় এলাকার রেজাউল হকের স্ত্রী আফসানা আক্তার (১৮)।
মানিকগঞ্জ সদর থানার পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের রানাদিয়া গ্রামের বাড়ি থেকে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত অবস্থায় তনিমা আক্তার (১৬) নামের কিশোরীর লাশ উদ্ধার করা হয়। এর আগে সকালে উপজেলার আটিগ্রাম ইউনিয়নের সুটুরিয়া গ্রামে স্বামীর বাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় আফসানা আক্তার নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া সদর উপজেলার পশ্চিম শানবান্দা গ্রামে কালীগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর লাশ উদ্ধার করার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এসব ঘটনায় থানায় পৃথক তিনটি অপমৃত্যুর মামলা হয়েছে। অজ্ঞাত নারীর পরিচয় উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: সদর উপজ ল ম ন কগঞ জ উপজ ল র
এছাড়াও পড়ুন:
হাদিকে গুলি: দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে ইউনূসের আহ্বান
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। গত শুক্রবার গুলিবিদ্ধ জুলাই অভ্যুত্থানের মুখ শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার প্রেক্ষাপটে এই বৈঠক হয়। ১২ ফেব্রুয়ারি ভোট সামনে রেখে ইউনূস সতর্ক করেন যে, এটি নির্বাচন বানচাল করার পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র। তিনি প্রশিক্ষিত শুটার ও ক্ষমতাচ্যুত শক্তির বিরুদ্ধে জুলাইপন্থীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভুলে এক থাকার আহ্বান জানান।