৫০০ কোটির বেশি সম্পত্তি, ভারতের সবচেয়ে ধনী কমেডিয়ান কে
Published: 23rd, March 2025 GMT
কপিল শর্মা এ সময়ের ভারতের সবচেয়ে জনপ্রিয় কমেডিয়ানদের একজন। নেটফ্লিক্সের নতুন শো থেকে তিনি পারিশ্রমিকের রেকর্ডও গড়েছেন। তবে ভারতের সবচেয়ে ধনী কমেডিয়ান কিন্তু তিনি নন। কে তিনি? জেনে নেওয়া যাক হিন্দুস্তান টাইমস অবলম্বনে।
আলোচিত এই কমেডিয়ান দক্ষিণি তারকা ব্রহ্মানন্দম। এই তেলেগু অভিনেতাই ভারতের সবচেয়ে ধনী কমেডিয়ান। ‘কিং অব কমেডি’ নামে সুপরিচিত এই অভিনেতা এখন পর্যন্ত বিভিন্ন ভাষায় এক হাজারের বেশি সিনেমা করেছেন। ভারতীয় গণমাধ্যম ‘ডিএনএ’ ও ‘মানিকন্ট্রোল’-এর হিসাব অনুযায়ী, তিনি ছয় কোটি ডলারের বেশি সম্পদের মালিক, যা ৫০০ কোটি রুপির বেশি।
ব্রহ্মানন্দম যে কেবল কমেডিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদশালী তা নয়; অনেক অভিনেতার চেয়ে তাঁর সম্পদের পরিমাণ বেশি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে তাঁর সম্পদ রণবীর কাপুর (৩৫০ কোটি রুপি), প্রভাস (৩০০ কোটি রুপি) এমনকি রজনীকান্তের (৪০০ কোটি রুপি) চেয়েও বেশি।
ব্রহ্মানন্দম। আইএমডিবি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কম ড য় ন
এছাড়াও পড়ুন:
এদের কোনো দিন শিক্ষা হবে না
আগের পর্বআরও পড়ুন‘বাংলাদেশের কি সুপারফোরে ওঠার চান্স আছে?’১৭ সেপ্টেম্বর ২০২৫