ভোলার মনপুরায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীর ওপর হামলা করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এতে তাদের আট নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য চরফ্যাসন হাসপাতালে পাঠানো হয়েছে। বোরবার সকালে বাংলাবাজার ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

অভিযোগ থেকে জানা গেছে, ঈদ উপলক্ষে ১ হাজার ৫০ জনের জন্য বিশেষ ভিজিএফের ১০ কেজি করে চাল বরাদ্দ আসে। এর মধ্যে বিএনপিকে ৮০০, জামায়াতে ইসলামীকে ১৫০ ও ইসলামী আন্দোলনকে ১০০টি কার্ড দেওয়া হয়। বিষয়টি মেনে নেননি জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতারা। কার্ড বিতরণে বৈষম্য হয়েছে এমন দাবি তাদের। রোববার সকালে উত্তর সাকুচিয়া ইউনিয়নের হতদরিদ্রদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ শুরু হলে দল দুটির কর্মী-সমর্থকরা সকালে মিছিল নিয়ে বাংলাবাজার ইউনিয়ন পরিষদে যান। সেখানে পরিষদের প্রশাসকের সঙ্গে কথা বলার সময় সাকুচিয়া ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক ও বর্তমান বিএনপি নেতা নয়নের নেতৃত্বে লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এতে মো.

নোমান, রাশেদ, কাউছার, হুমায়ুন কবির, মহিউদ্দিন, রাকিব, আব্বাস ও রাসেল গুরুতর আহত হন। চাল বিতরণ বন্ধ করে দেন ইউনিয়ন পরিষদের প্রশাসক।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আমিনুল এহসান জসিম জানান, অনিয়মের প্রতিবাদে মিছিল নিয়ে গেলে বিএনপি নেতা নয়নের নেতৃত্বে অতর্কিত হামলা চালানো হয়। একই অভিযোগ করেন ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মুফতি এনায়েত উল্যাহ। 

ইউনিয়ন পরিষদের প্রশাসক নাছির উদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে চাল বিতরণ বন্ধ রাখেন। দু’পক্ষকে নিয়ে সমঝোতার চেষ্টা চলছে। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানান, কার্ড বিতরণের অনিয়ম নিয়ে দু’পক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।  

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর জানান, হামলা ও চাল বিতরণের বিষয়ে তিনি কিছু জানেন না। খোঁজ নিয়ে সত্যতা পেলে ব্যবস্থা নেবেন। 

উপজেলা যুবদলের আহ্বায়ক সামসুদ্দিন মোল্লা বলেন, উত্তর সাকুচিয়া ইউনিয়নে যুবদলের কোনো কমিটি নেই। নয়ন সাবেক আহ্বায়ক ছিলেন। তার সঙ্গে যুবদলের কোনো সম্পৃক্ততা নেই। 

এ বিষয়ে কথা বলতে বিএনপি নেতা নয়নের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি সাড়া দেননি।

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ চ ল ব তরণ য বদল র ত কর ম উপজ ল ব এনপ ইসল ম

এছাড়াও পড়ুন:

তথ্য উপদেষ্টার সঙ্গে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।

রবিবার (২ নভেম্বর) বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভা কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

আরো পড়ুন:

‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’

‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’সহ ৩৮ দাবি সংবাদকর্মীদের 

সাক্ষাৎকালে বিএসআরএফের সভাপতি মাসউদুল হক জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবালয় বিটে কর্মরত অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ২০২৪ সালের ২২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে স্বাস্থ্য সেবা বিভাগে পত্র পাঠানো হলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। 

তিনি অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের জন্য সচিবালয়ের ক্লিনিকে স্বাস্থ্যসেবা চালুর বিষয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। এছাড়া সচিবালয়ের ১ নম্বর গেটের পাশাপাশি ৫ নম্বর গেট দিয়েও অ্যাক্রিডিটেশন কার্ডধারী সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের  ব্যবস্থা গ্রহণের জন্য তিনি উপদেষ্টাকে অনুরোধ জানান। 

এ সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বিএসআরএফের সভাপতির প্রস্তাব আন্তরিকভাবে বিবেচনা করার আশ্বাস দেন। 

সাক্ষাৎকালে বিএসআরএফের সহ-সভাপতি মাইনুল হোসেন পিন্নু, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদলসহ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা/এএএম/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ