ভোলার মনপুরায় ভিজিএফের চাল বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীর ওপর হামলা করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এতে তাদের আট নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য চরফ্যাসন হাসপাতালে পাঠানো হয়েছে। বোরবার সকালে বাংলাবাজার ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

অভিযোগ থেকে জানা গেছে, ঈদ উপলক্ষে ১ হাজার ৫০ জনের জন্য বিশেষ ভিজিএফের ১০ কেজি করে চাল বরাদ্দ আসে। এর মধ্যে বিএনপিকে ৮০০, জামায়াতে ইসলামীকে ১৫০ ও ইসলামী আন্দোলনকে ১০০টি কার্ড দেওয়া হয়। বিষয়টি মেনে নেননি জামায়াত ও ইসলামী আন্দোলনের নেতারা। কার্ড বিতরণে বৈষম্য হয়েছে এমন দাবি তাদের। রোববার সকালে উত্তর সাকুচিয়া ইউনিয়নের হতদরিদ্রদের মধ্যে ভিজিএফের চাল বিতরণ শুরু হলে দল দুটির কর্মী-সমর্থকরা সকালে মিছিল নিয়ে বাংলাবাজার ইউনিয়ন পরিষদে যান। সেখানে পরিষদের প্রশাসকের সঙ্গে কথা বলার সময় সাকুচিয়া ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক ও বর্তমান বিএনপি নেতা নয়নের নেতৃত্বে লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এতে মো.

নোমান, রাশেদ, কাউছার, হুমায়ুন কবির, মহিউদ্দিন, রাকিব, আব্বাস ও রাসেল গুরুতর আহত হন। চাল বিতরণ বন্ধ করে দেন ইউনিয়ন পরিষদের প্রশাসক।

উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আমিনুল এহসান জসিম জানান, অনিয়মের প্রতিবাদে মিছিল নিয়ে গেলে বিএনপি নেতা নয়নের নেতৃত্বে অতর্কিত হামলা চালানো হয়। একই অভিযোগ করেন ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি মুফতি এনায়েত উল্যাহ। 

ইউনিয়ন পরিষদের প্রশাসক নাছির উদ্দিন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে চাল বিতরণ বন্ধ রাখেন। দু’পক্ষকে নিয়ে সমঝোতার চেষ্টা চলছে। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবির জানান, কার্ড বিতরণের অনিয়ম নিয়ে দু’পক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।  

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর জানান, হামলা ও চাল বিতরণের বিষয়ে তিনি কিছু জানেন না। খোঁজ নিয়ে সত্যতা পেলে ব্যবস্থা নেবেন। 

উপজেলা যুবদলের আহ্বায়ক সামসুদ্দিন মোল্লা বলেন, উত্তর সাকুচিয়া ইউনিয়নে যুবদলের কোনো কমিটি নেই। নয়ন সাবেক আহ্বায়ক ছিলেন। তার সঙ্গে যুবদলের কোনো সম্পৃক্ততা নেই। 

এ বিষয়ে কথা বলতে বিএনপি নেতা নয়নের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি সাড়া দেননি।

উৎস: Samakal

কীওয়ার্ড: ব এনপ চ ল ব তরণ য বদল র ত কর ম উপজ ল ব এনপ ইসল ম

এছাড়াও পড়ুন:

পিকিং বিশ্ববিদ্যালয়ে বংশে তিনি প্রথম, তাই এত আয়োজন

চীনে উচ্চশিক্ষার জন্য অভিজাত বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে বেইজিংয়ের পিকিং বিশ্ববিদ্যালয়। সেখানে ভর্তি হওয়ার সুযোগ পাওয়া দেশটির যেকোনো শিক্ষার্থীর জন্য দারুণ সম্মানের। এ বছর পিকিং বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন লি গুওইয়াও।

লির বাড়ি জেজিয়াং প্রদেশের ওয়েনজউ শহরে। এর আগে তাঁর বংশে শত বছরের ইতিহাসে কেউ পিকিং বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাননি। এত বড় সম্মানের উপলক্ষ উদ্‌যাপন করতে তাই বিন্দুমাত্র কার্পণ্য করেননি লির পরিবার ও গ্রামের বাসিন্দারা। রীতিমতো লালগালিচা বিছিয়ে, মোটর শোভাযাত্রা করে, ব্যান্ড বাজিয়ে পরিবার ও গ্রামের মুখ উজ্জ্বল করা লিকে সংবর্ধনা দেন তাঁরা, সঙ্গে ছিল ভূরিভোজের ব্যবস্থা। চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে এই সংবর্ধনার ছবি ও ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায়।

চীনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য জাতীয় পর্যায়ে একটি পরীক্ষা নেওয়া হয়। যেটি ‘গাওকাও’ নামে পরিচিত। তীব্র প্রতিযোগিতাপূর্ণ এই পরীক্ষা বেশ কঠিন। পরীক্ষায় মোট ৭৫০ নম্বরের মধ্যে লি পেয়েছেন ৬৯১।

লির গ্রামের এক প্রতিবেশী জানান, লির বাবা নির্মাণশ্রমিক। লির মা মাত্র ২ হাজার ৮০০ ইউয়ান বেতনে একটি সুপারশপে কাজ করেন। সত্যি বলতে, ছেলেটি সম্পূর্ণ নিজের চেষ্টা আর পরিশ্রমে এটা অর্জন করেছেন।

প্রতিবেশী আরেক গ্রামবাসী বলেন, লি তাঁর বাবার কাছ থেকে পাওয়া একটি পুরোনো মুঠোফোন দিয়ে প্রশ্নোত্তর অনুশীলন করতেন। সাপ্তাহিক ছুটির দিনগুলোয় গ্রামের গ্রন্থাগারে বসে পরীক্ষার প্রশ্নপত্র হাতে লিখে তারপর সেগুলো অনুশীলন করতেন। মাধ্যমিকে তিনি কখনো কোনো প্রাইভেট শিক্ষকের কাছে পড়েননি।

লিকে সংবর্ধনা দিতে শতাব্দীপ্রাচীন ঐতিহ্য ভেঙে তাঁদের গ্রামের পূর্বপুরুষদের মন্দিরের প্রধান ফটক খোলা হয়, যা একটি বিশেষ সম্মানের প্রতীক হিসেবে বিবেচিত।

লিকে সংবর্ধনা দেওয়ার ছবি ও ভিডিও চীনজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

অনলাইনে একজন লেখেন, ‘পিকিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে ৬৯১ নম্বর! এটা অবিশ্বাস্য। সত্যিই পুরো পরিবারের মুখ উজ্জ্বল করেছে!’

তবে কেউ কেউ এই জমকালো উদ্‌যাপন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

তাঁরা বলেছেন, এটা কি একটু বাড়াবাড়ি নয়? উৎসবটা খুবই জাঁকজমকপূর্ণ, এতে ছেলেটার ওপর অকারণ চাপ তৈরি হতে পারে। স্নাতক হওয়ার পর কি পরিবার তাঁর কাছ থেকে অনেক বেশি কিছু প্রত্যাশা করবে না?

সম্পর্কিত নিবন্ধ