স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ১৬ বছরে আওয়ামী আনুগত্য স্বীকার না করা, অন্যায় আদেশ মেনে না নেওয়া ও ভিন্ন মতাবলম্বী হিসেবে চিহ্নিত করে সশস্ত্র বাহিনীর অনেক সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। অনেককে পদোন্নতি বঞ্চিত বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছে সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তাদের একটি দল।

আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘জাস্টিস ফর কমরেডস’ নামের একটি সংগঠনের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তাঁরা।

সংবাদ সম্মেলনে বঞ্চিতদের যোগ্যতার নিরিখে পদোন্নতি, পুনর্বহাল ও ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটি ‘স্বাধীন কমিশন’ গঠনের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে জাস্টিস ফর কমরেডসের সমন্বয়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.

) মো. সামসুল ইসলাম বলেন, গত ১৫ বছরে স্বৈরশাসনের আমলে যেসব কর্মকর্তা বিভিন্নভাবে নিগৃহীত ও ন্যায়বিচার বঞ্চিত হয়েছেন, তাঁরা খুবই করুণ পরিস্থিতিতে জীবন যাপন করছেন। অনেককে প্রহসনের বিচারের মাধ্যমে শাস্তি দিয়ে চাকরিচ্যুত এবং পদোন্নতি ও সুবিধাবঞ্চিত করা হয়েছে, যা সামরিক পরিমণ্ডলের ভেতরে ও বাইরে তাঁদের ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ন করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. মতলুব আহমদ, মেজর (অব.) এ কে এম হুমায়ুন কবির, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. মনিরুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মাহদী নাছরুল্লাহ শাহীর, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. শামীমুর রহমান, কমান্ডার (অব.) নেছার আহমেদ জুলিয়াস, ক্যাপ্টেন হাবিবা ইসলাম, মেজর মাহবুব পারভেজ প্রমুখ।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘মাস্তান’কে ছাড়া রিয়ালের অ্যানফিল্ড–অভিযান এবং সালাহর রেকর্ডের হাতছানি

অ্যানফিল্ডে যাওয়ার ঠিক আগে হঠাৎ দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। লিভারপুলের বিপক্ষে আজ রাতে খেলতে পারবেন না ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, আর্জেন্টাইন এই মিডফিল্ডার ভুগছেন ‘স্পোর্টস হার্নিয়া’-তে। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা লিখেছে, মাস্তানতুয়োনো কবে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়। তবে আজকের ম্যাচে তাঁর না থাকার বিষয়টি নিশ্চিত।

গতকাল অনুশীলনেও ছিলেন না মাস্তানতুয়োনো। সাধারণত প্রতিপক্ষের মাঠে গিয়ে ম্যাচের আগের দিন অনুশীলন করে রিয়াল। কিন্তু এবার কোচ জাবি আলোনসো একটু ভিন্ন পথ বেছে নিয়েছেন। অ্যানফিল্ডে সাংবাদিকদের সামনে কৌশল প্রকাশ না করে তিনি শেষ অনুশীলন সেরেছেন ক্লাবের নিজস্ব মাঠ ভালদেবাসে। মার্কার বিশ্লেষণ, প্রতিপক্ষ যেন শেষ মুহূর্তে কিছু বুঝে না ফেলে, সে জন্যই আলোনসোর এ সিদ্ধান্ত।
রিয়ালের বর্তমান ফর্ম অবশ্য কোনোভাবেই লুকানো যাচ্ছে না। লা লিগায় গত পরশু রাতে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। একমাত্র হারের স্বাদ লিগে। ১২৬ বছরের ইতিহাসে রিয়ালের এর চেয়ে ভালো সূচনা হয়েছে মাত্র দুবার, সর্বশেষ ১৯৬১-৬২ মৌসুমে।

লিভারপুলের অনুশীলনে ভার্জিল ফন ডাইক ও মোহাম্মদ সালাহ

সম্পর্কিত নিবন্ধ