স্বৈরাচার শেখ হাসিনা সরকারের ১৬ বছরে আওয়ামী আনুগত্য স্বীকার না করা, অন্যায় আদেশ মেনে না নেওয়া ও ভিন্ন মতাবলম্বী হিসেবে চিহ্নিত করে সশস্ত্র বাহিনীর অনেক সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে। অনেককে পদোন্নতি বঞ্চিত বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছে সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তাদের একটি দল।

আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘জাস্টিস ফর কমরেডস’ নামের একটি সংগঠনের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তাঁরা।

সংবাদ সম্মেলনে বঞ্চিতদের যোগ্যতার নিরিখে পদোন্নতি, পুনর্বহাল ও ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটি ‘স্বাধীন কমিশন’ গঠনের দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে জাস্টিস ফর কমরেডসের সমন্বয়ক লেফটেন্যান্ট কর্নেল (অব.

) মো. সামসুল ইসলাম বলেন, গত ১৫ বছরে স্বৈরশাসনের আমলে যেসব কর্মকর্তা বিভিন্নভাবে নিগৃহীত ও ন্যায়বিচার বঞ্চিত হয়েছেন, তাঁরা খুবই করুণ পরিস্থিতিতে জীবন যাপন করছেন। অনেককে প্রহসনের বিচারের মাধ্যমে শাস্তি দিয়ে চাকরিচ্যুত এবং পদোন্নতি ও সুবিধাবঞ্চিত করা হয়েছে, যা সামরিক পরিমণ্ডলের ভেতরে ও বাইরে তাঁদের ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ন করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. মতলুব আহমদ, মেজর (অব.) এ কে এম হুমায়ুন কবির, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. মনিরুল ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মাহদী নাছরুল্লাহ শাহীর, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. শামীমুর রহমান, কমান্ডার (অব.) নেছার আহমেদ জুলিয়াস, ক্যাপ্টেন হাবিবা ইসলাম, মেজর মাহবুব পারভেজ প্রমুখ।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

হাদিকে গুলি: দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে ইউনূসের আহ্বান

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। গত শুক্রবার গুলিবিদ্ধ জুলাই অভ্যুত্থানের মুখ শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার প্রেক্ষাপটে এই বৈঠক হয়। ১২ ফেব্রুয়ারি ভোট সামনে রেখে ইউনূস সতর্ক করেন যে, এটি নির্বাচন বানচাল করার পূর্বপরিকল্পিত ষড়যন্ত্র। তিনি প্রশিক্ষিত শুটার ও ক্ষমতাচ্যুত শক্তির বিরুদ্ধে জুলাইপন্থীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভুলে এক থাকার আহ্বান জানান।

সম্পর্কিত নিবন্ধ