রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাদকবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের একটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. মো. আতিয়ার রহমান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এম সাইফুল ইসলাম, পরিদর্শক মনিরুজ্জামান, বিভাগীয় কার্যালয়ের রাসায়নিক পরীক্ষক মো.

শফিকুল ইসলাম সরকার, রাঙামাটি মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. ফরিদ উদ্দিন আহমেদ ও ডা. মো. মাহফুজুল হক, রাঙামাটি সরকারি কলেজের প্রভাষক সঞ্জয় দে ও এরফান শাহরিয়ারসহ বিশ্ববিদ্যালয়ের সব ডিন, চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সভাপতি মো. আয়নুল ইসলাম ও সহসভাপতি সঞ্চিতা চক্রবর্তীর সঞ্চালনায় প্রতিযোগিতায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক দল বিজয়ী হয় এবং রাঙামাটি মেডিকেল কলেজ বিজিত দল হিসেবে নির্ধারিত হয়। শ্রেষ্ঠ বক্তার পুরস্কার পান রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দলের দলনেতা মো. নুরুল আলম। v

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

চট্টগ্রামে বাসায় ঢুকে ব্যবসায়ীকে গুলি

চট্টগ্রাম নগরের উত্তর মোহরা এলাকায় এক ব্যবসায়ীকে বাসায় ঢুকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটেছে। ওই ব্যবসায়ীর নাম মো. ইউনুস। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

পুলিশ জানিয়েছে, মো. ইউনুস নদী থেকে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার বা খননযন্ত্রের ব্যবসা করেন। রাতে নিজের বাসাতেই ছিলেন তিনি। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে তাঁকে চার থেকে পাঁচটি গুলি করে। তাঁর মুখে, হাঁটুতে ও হাতে গুলি লেগেছে। পরে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

উত্তর মোহরা এলাকাটি নগরের চান্দগাঁও থানার আওতাধীন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ওই ব্যবসায়ীকে রাতেই উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জড়িত ব্যক্তিদের আটক করতে অভিযান চলছে।

সম্পর্কিত নিবন্ধ