চারদিকেই ছড়িয়ে-ছিটিয়ে বিভিন্ন ফসলের খেত। এমন নির্জনতায় হঠাৎ ভেসে আসে নবজাতকের কান্নার আওয়াজ। শুনতে পেয়ে নিজ মরিচখেতের পরিচর্যার কাজ থামান এক কৃষক। পরে শব্দের উৎস খুঁজতে গিয়ে এক নবজাতককে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পূর্ব মহেশালী গ্রামে এ ঘটনা ঘটে। উদ্ধারের পরপর শিশুটিকে ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও কয়েকজন স্থানীয় বাসিন্দার সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব মহেশালী গ্রামের একটি মরিচখেত পরিচর্যা করছিলেন ওই কৃষক। হঠাৎ পাশের ভুট্টাখেত থেকে নবজাতকের কান্নার আওয়াজ শুনতে পান। প্রথমে বিষয়টি এড়িয়ে গেলেও পরে কয়েকজনকে ডেকে শব্দের উৎসের দিকে এগিয়ে যান। সেখানে গিয়ে তাঁরা পলিথিনে মোড়ানো অবস্থায় এক নবজাতককে দেখতে পান। আশপাশে খোঁজ নিয়েও শিশুটির কোনো অভিভাবককে পাওয়া যায়নি। পরে বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এস এম মুসতাককে জানানো হয়। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলামকে জানালে স্বাস্থ্যকর্মীরা সেখানে গিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করেন। এরপর নবজাতকটিকে হাসপাতালে ভর্তি করা হয়।

সদর উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুসতাক বলেন, ‘উদ্ধার করা নবজাতকটি মেয়ে। আমরা তার অভিভাবক খোঁজার চেষ্টা করে যাচ্ছি।’

নবজাতকটি এখন সুস্থ আছে বলে জানান ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা রকিবুল আলম। আজ দুপুরের দিকে তিনি বলেন, উদ্ধারের পর শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এরপরও তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শিশুটির বয়স এক-দুই দিন হতে পারে।

ইউএনও খাইরুল ইসলাম বলেন, ‘এখন শিশুটিকে সুস্থ রাখার বিষয়টি আমরা ভাবছি। কেউ শিশুটির অভিভাবকত্ব দাবি করলে যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আর সেটি না হলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিঃসন্তান কোনো দম্পতি শিশুটি লালনপালনের ভার নিতে চাইলে তাঁদের দত্তক দেওয়া হবে।’

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

যুক্তরাজ্য-যুক্তরাষ্ট্র বিশেষ সম্পর্কের প্রশংসা করলেন ট্রাম্প

বিশ্বের সবচেয়ে জটিল কিছু সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত প্রতিশ্রুতির প্রশংসা করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। একইসঙ্গে ইউক্রেনকে স্বৈরশাসনের (রাশিয়ার পুতিন সরকার) বিরুদ্ধে সমর্থন দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।

গতকাল বুধবার উইন্ডসর ক্যাসেলে আয়োজিত রাষ্ট্রীয় নৈশভোজে দেওয়া বক্তৃতায় এসব কথা বলেন রাজা।

এদিকে রাজার এ বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বিশেষ সম্পর্কের প্রশংসা করে বলেন, এ সম্পর্ককে ‘বিশেষ’ শব্দ দিয়ে যথাযথভাবে বোঝানো যায় না।

ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।

উইন্ডসর ক্যাসলে ১৬০ অতিথির জন্য আয়োজিত জাঁকজমকপূর্ণ এ ভোজসভায় রাজার বক্তৃতায় দুই দেশের গভীর বন্ধন এবং সাংস্কৃতিক, বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ধরে রাখার গুরুত্ব তুলে ধরা হয়।

রাজা চার্লস বলেন, ‘আমাদের প্রিয় মূল্যবোধ রক্ষার জন্য আমাদের জনগণ একসঙ্গে লড়াই করেছে, প্রাণ দিয়েছে।’

ট্রাম্পের রাষ্ট্রীয় এ সফর চলবে আজ বৃহস্পতিবারও। এদিন নানা অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের সঙ্গে অংশ নেবেন ব্রিটিশ রানি ক্যামিলা ও প্রিন্সেস অব ওয়েলস।

ডোনাল্ড ট্রাম্প ব্রিটিশ রাজপ্রাসাদে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়

সম্পর্কিত নিবন্ধ