দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে বাংলাদেশ সময় বুধবার (২৬ মার্চ) সকালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে ধরাশায়ী হয়েছে ব্রাজিল। ভালো খেলার প্রত্যয় নিয়ে আর্জেন্টিনায় গিয়ে লজ্জাজনক হারকে সঙ্গী করেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। হেরেছে ৪-১ গোলের বড় ব্যবধানে। এই হারের পর ব্রাজিলের অধিনায়ক মারকিনহোস ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন।

ব্রাজিলিয়ান টিভি গ্লোবোকে দেওয়া সাক্ষাৎকারে মারকিনহোস বলেন, ‘‘আমরা যা করেছি, তা আর কখনো হতে দেওয়া যাবে না। এই মুহূর্তে কথা বলা কঠিন.

.. এটা লজ্জাজনক।’’  

তিনি আরও বলেন, ‘‘আমরা খুব খারাপভাবে ম্যাচ শুরু করেছি, আমাদের সামর্থ ও সক্ষমতার অনেক নিচে পারফরম্যান্স করেছি। ওরা (আর্জেন্টিনা) এখন দুর্দান্ত ফর্মে আছে। অনেক আত্মবিশ্বাস নিয়ে খেলছে। তারা বুদ্ধিমত্তার সঙ্গেও খেলেছে। আমাদের সমর্থকদের জন্য আমি দুঃখিত।’’  

আরো পড়ুন:

ভিনিসিয়ুসের অন্তিম মুহূর্তের গোলে হাঁপ ছেড়ে বাঁচল ব্রাজিল

কলম্বিয়ার সামনে ছন্দহীন ব্রাজিল

ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়র দায়িত্ব নেওয়ার পর থেকে ১৬ ম্যাচের মধ্যে মাত্র ৭টিতে জয় পেয়েছেন। এখন পর্যন্ত তিনি ব্রাজিলের সমর্থকদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছেন। তবে মারকিনহোস মনে করেন, কেবল কোচের দোষ দেওয়া ঠিক হবে না, ‘‘এটা শুধু কোচের দোষ নয়, আমাদেরও (খেলোয়াড়দের) দোষ আছে। ফুটবলে কোনো গোপন জাদু নেই, যেখানে একটা সিদ্ধান্ত নিলেই সব ঠিক হয়ে যাবে। আমাদের সবাইকে আরও ভালো করতে হবে। নিজেদের ভুল স্বীকার করতে হবে।’’

আর্জেন্টিনার কাছে ৪-১ ব্যবধানের হার ব্রাজিলের ফুটবল ইতিহাসের অন্যতম লজ্জাজনক। নিকট অতীতে আলবিসিলেস্তাদের কাছে এতো বড় ব্যবধানে কখনো হারেনি সেলেসওরা। সবশেষ ১৯৬০ সালে ৪-২ ব্যবধানে হেরেছিল। এবার সেটাকেও ছাড়িয়ে গেল ডরিভাল জুনিয়রের শিষ্যরা।

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল আর জ ন ট ন আর জ ন ট ন ব যবধ ন আম দ র

এছাড়াও পড়ুন:

ঢাকা কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির তথ্য, আসন ১২০০

ঢাকা কলেজে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গৃহীত ভর্তি নীতিমালা ২০২৫-২৬ অনুযায়ী একাদশ শ্রেণিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় ছাত্র ভর্তির আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে। ইআইআইএন ১০৭৯৭৭।

আবেদনের ন্যূনতম যোগ্যতা—

যেকোনো শিক্ষা বোর্ড থেকে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। নিচের উল্লিখিত বিভাগ অনুসারে ন্যূনতম জিপিএপ্রাপ্ত ছাত্ররা ভর্তির আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে।

১. বিজ্ঞান বিভাগ: বাংলা ভার্সন- ন্যূনতম জিপিএ ৫.০০,

২. ব্যবসায় শিক্ষা বিভাগ: বাংলা ভার্সন- ন্যূনতম জিপিএ ৪.৭৫,

৩. মানবিক বিভাগ: বাংলা ভার্সন- ন্যূনতম জিপিএ ৪.৫০।

আরও পড়ুননটর ডেম কলেজ: একাদশে ভর্তিতে যোগ্যতার শর্ত প্রকাশ, ও লেভেল শিক্ষার্থীদের আবেদন নয়, আসন ৩২৯০টি২৬ জুলাই ২০২৫আসনসংখ্যা

বিজ্ঞানে ৯০০টি, ব্যবসায় শিক্ষায় ১৫০টি এবং মানবিক ১৫০টি আসনে ছাত্র ভর্তি করা হবে।

ভর্তি ও কলেজ–সংক্রান্ত তথ্য

১. একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ৩০ জুলাই থেকে আগামী ১১ আগস্ট তারিখের মধ্যে অনলাইনে আবেদন করা যাবে।

২. অনলাইনে আবেদনের জন্য ওয়েবসাইটের ঠিকানা।

৩. এসএসসি বা সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাক্রম নির্ধারিত হবে।

আরও পড়ুনসরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪০০০ শূন্য পদ পূরণে উদ্যোগ২৯ জুলাই ২০২৫

৪. ভর্তির ফলাফল তিনটি পর্যায়ে বোর্ড কর্তৃক প্রক্রিয়াকরণ করা হবে।

৫. একজন শিক্ষার্থী তার মেধা ও পছন্দ ক্রমানুযায়ী একটি মাত্র কলেজের জন্য নির্বাচিত হবে।

৬. নির্বাচিত শিক্ষার্থীকে নিজেই অনলাইনে বোর্ডের রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি বাবদ ৩৩৫ টাকা জমা দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করতে হবে।

* বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট

আরও পড়ুনভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ: একাদশে ভর্তিতে যোগ্যতার শর্ত প্রকাশ, আসন ২৩৯০টি২৯ জুলাই ২০২৫আরও পড়ুনএকাদশ শ্রেণিতে ভর্তিতে আবেদন শুরু, ফি-মেধা কোটা-ভর্তির যোগ্যতা-গ্রুপ নির্বাচন যেভাবে৩০ জুলাই ২০২৫

সম্পর্কিত নিবন্ধ