সন্ধি সামাজিক সংগঠনের কোরআন তিলোয়াত প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ
Published: 26th, March 2025 GMT
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পবিত্র কোরআন তিলোয়াত প্রতিযোগীতা, পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সন্ধি সামাজিক সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (২৬ মার্চ) বিকালে শহরের পশ্চিম দেওভোগ এলাকায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা ও নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আবু তাহের শামীম, নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের পরিচালক খান আব্দুল কাদের মাহাবুব বাবু, বিশিষ্ট সমাজ সেবক সাদিকুর রহমান।
পুরস্কার বিতরণ পূর্ব এক সংক্ষিপ্ত আলোচনায় সভায় সভাপতির বক্তব্যে সন্ধি সামাজিক সংগঠনের সভাপতি নূর উদ্দিন সাগর বলেন, আপনারা জানেন ২৬ শে মার্চ একটি বিশেষ দিন।
আজ আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৫ মার্চ বাঙালির জীবনে নেমে আসে এক ভয়ংকর, নৃশংস ও বিভীষিকাময় অন্ধকার রাত। অন্য দিনের মতো সেটি স্বাভাবিক ছিল না।
অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে পাকিস্তানি বাহিনী নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির ওপর ঝাঁপিয়ে পড়ে। সেদিন থেকে স্বাধীনতা শব্দটি মূলত বাঙালির হয়ে যায়। প্রতি বছর আমরা তথা সন্ধি সামাজিক সংগঠন যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করে।
তবে এবার যেহেতু মাহে রমজানে এ দিবসটি পড়েছে। সেহেতু মাহে রমজানের সাথে মিল রেখে এ দিবসে আমরা কোরআন তিলোয়াত প্রতিযোগীর আয়োজন করি।
তিনি বলেন, একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে কাজ করছে সন্ধি সামাজিক সংগঠন। আমি এ কাজে আপনাদের সকলের সহযোগীতা চাই। অনেক সংগঠন আছে, তারা তাদের মত কাজ করে। তবে আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হলো একটি সুন্দর সমাজ গড়ে তোলা।
আমরা সব সময় চেষ্টা করি, দেশের সংকটময় পরিস্থিতিতে মানুষের পাশে থাকতে। আপনারা জানেন, আমরা করোনার সময় মানুষের পাশে ছিলাম, চোর ডাকাতের হাত থেকে মানুষকে বাঁচাতে রাতজেগে পাহারা, ডেঙ্গু রোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও ঔষুধ ছিটানোর ব্যবস্থা এবং মাদকের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলাসহ আমরা অনেক কিছুর সাথেই জড়িত ছিলাম।
আমরা এসব করেছি শুধুমাত্র সমাজ পরিবর্তন করার জন্য। তাই আমাদের এসব ভালো কাজে আমরা সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সার্বিক সহযোগীতা কামনা করছি। আপনারা যদি আমাদের পাশে থাকেন ইনশাআল্লাহ্ আমরা সুন্দর একটা সমাজ গড়ে তোলতে পারবোই।
বক্তব্য শেষে পবিত্র কোরআন তিলোয়াত প্রতিযোগীতা বিজয়ীদের মাঝে পুরস্কার স্বরূপ কোনআন শরীফ বিতরণ করা হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধ, মুক্তিযোদ্ধা পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য দোয়া করা হয়। পাশাপাশি সন্ধি সামাজিক সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক আলহাজ¦ মো: ফজলুল করিমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ দেশবাসীর মঙ্গল কামনায় দোয়া করা হয়।
সন্ধি সামাজিক সংগঠনের সভাপতি নূর উদ্দিন সাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক খালিদ হোসেন পলাশ, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান অভি, সহ সভাপতি সালাউদ্দিন, ইকবাল খান, সুমন রায়, সাবেক সভাপতি শাহীন হোসেন সরকার, সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হুসাইন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: রোহান, কোষাধ্যক্ষ শংকর দাস, সদস্য নাছির, আকাশ, শাহীন প্রমূখ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স গঠন ন র য়ণগঞ জ স ম জ ক স গঠন র ক রআন ত ল য় ত অন ষ ঠ ন আম দ র
এছাড়াও পড়ুন:
হাদিকে গুলির ঘটনা আ.লীগের নির্বাচনবিরোধী ছকের অংশ: নাহিদ
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলির ঘটনা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নির্বাচনবিরোধী ছকের অংশ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন তিনি।
আরো পড়ুন:
জুলাই অভ্যুত্থানকে নস্যাতের ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধ অবস্থান
দুর্নীতি-সন্ত্রাসের অভিযোগ পেলে প্রার্থিতা বাতিল: নাহিদ
নাহিদ ইসলাম বলেন, “হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা নয়, আওয়ামী লীগের নির্বাচনবিরোধী ছকের অংশ।”
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে নরমালাইজ করার চেষ্টা চলছে অভিযোগ করে তিনি বলেন, “আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করার চেষ্টা দেখছি।”
এনসিপির আহ্বায়ক বলেন, “প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় সব জায়গায় আওয়ামী লীগকে প্রতিহত করা, প্রশাসনিকভাবে প্রতিহত করা এবং ভারতের হস্তক্ষেপ বন্ধ করার কথা বলেছি।”
পতিতরা নির্বাচন ঠেকাতে চাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “সবাইকে দায়িত্ব নিয়ে নির্বাচনি পরিবেশ ফেরাতে হবে।”
নাহিদ বলেন, “আমরা সর্বাত্মকভাবে জাতীয় ঐক্য ধরে রাখব বলেছি। হামলাকারী ও পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছি।”
এর আগে সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে করেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৈঠকে তিনটি দলের দুজন করে প্রতিনিধি অংশ নেন।
বিএনপির প্রতিনিধি দলে ছিলেন-দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে ছিলেন-দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
এছাড়া এনসিপির প্রতিনিধিদলে ছিলেন- দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।
ঢাকা/রায়হান/সাইফ