শহীদ পরিবারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঈদ উপহার বিতরণ
Published: 27th, March 2025 GMT
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে বীর শহীদ হওয়া নারায়ণগঞ্জ জেলার ২২টি শহীদ পরিবারের মাঝে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড (WEWB) অর্থায়নে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর কমিটি।
ঈদুল ফিতর উপলক্ষে শহীদ পরিবারগুলোর প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগঠনটি এই মানবিক উদ্যোগ গ্রহণ করে। বৃস্পতিবার(২৭ই মার্চ) সকালে সোনারগাঁ বালুয়াদিঘির পাড়ে শহীদ জনির পরিবারের মাঝে এই উপহার দিয়ে কার্যক্রম শুরু করে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার মূখ্য সংগঠক জাহিদুল হক বাঁধন বলেন, "গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ আমাদের কাছে চিরস্মরণীয়। তাঁদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।"
উপহার সামগ্রী বিতরণকালে সংগঠনের নেতৃবৃন্দ শহীদ পরিবারগুলোর সঙ্গে সময় কাটান এবং তাঁদের খোঁজখবর নেন।
যুগ্ম সদস্য সচিব অনিক খান সিয়াম বলেন, এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আমরা ভবিষ্যতেও শহীদ পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ মুখপাত্র সাব্বির আল রাজ, সদস্য ইরফান সাদিক, হোসাইন ভূইয়া,আজিম আল হাসান প্রমুখ।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স ন রগ ও ন র য়ণগঞ জ পর ব র র উপহ র
এছাড়াও পড়ুন:
সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা রিয়াদের দুই মেয়ে গুরুতর আহত : দোয়া প্রার্থনা
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির প্রথম সদস্য মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রাফি উদ্দিন রিয়াদের দুই মেয়ে নূবাইসা ও নূসাইবা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
বুধবার দুপুর সোয়া বারোটার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডস্থ চানমারি ট্যাক্সি স্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে খানপুর হাসপাতালে নেয়া হলে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করেন। সেখানেও অবস্থা গুরুতর হলে মোহাম্মদপুর আল-মানার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত দুই মেয়ের দ্রুত সুস্থতার জন্য রাফি উদ্দিন রিয়াদ সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন। নূবাইসা ও নূসাইবা নারায়ণগঞ্জ বেইলী স্কুলের ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী।
জানা যায়, স্কুল শেষে অটোরিকশায় করে বাসায় ফিরছিলেন। হঠাৎ করে চানমারি ট্যাক্সি স্ট্যান্ডের সামনে অটোরিকশাটিকে প্রাইভেট কারে ধাক্কা দিলে উল্টিয়ে পড়ে গুরুতর আহত হন নূবাইসা ও নূসাইবা ।
দুর্ঘটনায় নূবাইসা ডান হাতের এক আঙ্গুল বিচ্ছিন্ন ও পায়ে গুরুতর আঘাত পায়। এছাড়া নূসাইবা মুখ ও পায়েও আঘাত পেয়েছেন।