বরিশাল নগরীর জেলা ও দায়রা জজ আদালত এলাকায় দুই সাংবাদিককে মারধর করে মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে এ হামলা হয়। 

জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ীর নেতৃত্বে এ হামলা হয় বলে জানিয়েছেন আক্রান্ত দুই সাংবাদিক। তারা হলেন- বরিশাল থেকে প্রকাশিত ভোরের আলো পত্রিকার নুরুল আমিন রাসেল ও বরিশাল মুখপাত্রের মনির হোসেন। তাদেরকে শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলার প্রতিবাদে অন্যান্য সাংবাদিকরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে সেনাবাহিনী ও পুলিশ এসে বিচারের আশ্বাস দিলে সাংবাদিকরা শান্ত হন। 

আহত এন আমিন রাসেল জানান, মুলাদী উপজেলার আব্বাস নামক এক আওয়ামী লীগ নেতার একটি মামলায় বৃহস্পতিবার জামিন শুনানি ছিলো। ছাত্রদল নেতা সোহেল রাঢ়ীর নেতৃত্বে একদল যুবক তাকে মারধর করতে আদালত চত্বরে যায়। এ খবর পেয়ে তিনি (আমিন) ও সহকর্মী ছবি তুলতে গেলে সোহেলের নেতৃত্বে তাদের ওপর হামলা করা হয়। ক্যামেরা ও মোটরসাইকেল ভাঙচুরের পর মোটরসাইকেলটিতে আগুন দেয় হামলাকারীরা। 

অভিযোগের বিষযে সোহেল রাঢ়ী বলেন, মুলাদীর আব্বাস দুইদিন আগে ছাত্রদলের সহ-সভাপতি শাওন হাওলাদারকে মারধর করেছে। এ ঘটনায় শাওন আববাসের বিরুদ্ধে মামলা করেছেন। আজ বৃহস্পতিবার আদালতপাড়া সংলগ্ন ফজলুল হক এভিনিউতে আব্বাসকে পেয়ে আটকের চেষ্টা করেন। তখন দুই সাংবাদিক এসে আব্বাসের পক্ষে এসে ছাত্রদল কর্মীদের সঙ্গে বিবাদে জড়ায়। তখন উত্তেজিত জনতা তার মোটরসাইকেলে আগুন দিয়েছে। 

এ ঘটনার বিচার প্রসঙ্গে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জাজামান ফারুক বলেন, দুই সাংবাদিককে মারধর ও মোটরসাইকেলে আগুন দেওয়ার বিষয়টি বিএনপির হাইকমান্ডকে জানানো হয়েছে। সেখান থেকে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্তা নেওয়া হবে। 

কোতোয়ালী মডেল থানার ওসি মিজানুর রহমান জানান, পুড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: বর শ ল ছ ত রদল ছ ত রদল বর শ ল

এছাড়াও পড়ুন:

প্রকল্পের অভাব নেই, কিন্তু...

পেশাগত জীবনের শুরুর দিকে একটি জনপ্রিয় নিউজ চ্যানেলের সাংবাদিক ছিলেন ডোনাল বিশ্‌ট। পরে দূরদর্শনের জনপ্রিয় অনুষ্ঠান চিত্রহার-এ সঞ্চালক হিসেবে নজর কাড়েন। তারপর ধীরে ধীরে তিনি ছোট পর্দায় সু–‍অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ‘কলস এক বিশ্বাস’, ‘এক দিওয়ানা থা’, ‘দিল তো হ্যাপি হ্যায় জি’র মতো ধারাবাহিকে অভিনয় করে সাফল্য পান। বিগ বস ১৫-তে অংশ নিয়ে আরও পরিচিত হয়ে ওঠেন। এবার সিনেমায় পা রাখতে যাচ্ছেন ডোনাল। সামনে দুটি দক্ষিণি ছবিতে তাঁকে দেখা যাবে।

সঠিক প্রকল্প বাছাইটা জরুরি
ডোনাল মনে করেন, প্রথম প্রকল্পই ক্যারিয়ারের পথ নির্ধারণ করে দেয়। টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘সঠিক প্রকল্প বেছে নেওয়াটা তাই জরুরি। আমি ‘লাল সিং চাড্ডা’ এবং ‘রামায়ণ’-এর মতো দুটি বড় ছবির জন্য সংক্ষিপ্ত তালিকায় ছিলাম। কিন্তু পরে চরিত্রগুলো অন্য কাউকে দেওয়া হয়। আমাকে বলা হয়েছিল, ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে তাঁরা আমার চেয়ে বেশি উপযুক্ত। তবে আমি খুশি যে অন্তত তাঁরা আমার কথা ভেবেছিলেন, তাঁদের ছোট তালিকায় আমার নাম ছিল।’

ডোনাল বিশট। ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সম্পর্কিত নিবন্ধ