প্রথমবারের মত আইপিএলে দেখা গেল যে নিয়ম
Published: 27th, March 2025 GMT
চলতি আইপিএলে বেশ কিছু নতুন নিয়ম যুক্ত হয়েছে, যার মধ্যে অন্যতম দ্বিতীয় ইনিংসে বল পরিবর্তনের নিয়ম। এবারের আসরের প্রথম পাঁচটি ম্যাচে এই নিয়ম প্রয়োগ না হলেও বুধবার কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালসের মধ্যকার ম্যাচে প্রথমবারের মতো এটি ব্যবহার করা হয়।
গুয়াহাটির বর্ষাপারা স্টেডিয়ামে রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ দ্বিতীয় ইনিংসের ১৬তম ওভারের পর আম্পায়ারদের কাছে বল পরিবর্তনের অনুরোধ জানান, যা আম্পায়াররা গ্রহণ করেন। নতুন নিয়ম অনুযায়ী, দ্বিতীয় ইনিংসে ১১ ওভারের পর বোলিং দল চাইলে বল পরিবর্তন করতে পারে, তবে নতুন বলের বদলে দেওয়া হবে একই ওভার পুরনো অন্য একটি শুকনো বল।
শিশিরের কারণে বোলারদের বল ধরতে সমস্যা হয়, যা ব্যাটসম্যানদের জন্য সুবিধাজনক। তাই রাজস্থান দল শুকনো বল নিয়ে কলকাতার বিরুদ্ধে ম্যাচে ফিরে আসার চেষ্টা করেছিল। তবে সেই কৌশল কাজে আসেনি। বল বদলের পর মাত্র ৯ বলের মধ্যেই কলকাতা ম্যাচ জিতে নেয়।
.উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন, প্রথমবার মুখ খুললেন অভিষেক
দু–এক মাস নয়, প্রায় এক বছর ধরে চলছে ঐশ্বরিয়া রাই বচ্চন আর অভিষেক বচ্চনের বিচ্ছেদের গুঞ্জন। দীর্ঘদিন ধরে এ গুঞ্জন চলার বড় কারণ—দুই তারকার কেউই বিষয়টি নিয়ে কথা বলেননি। অবশেষে নীরবতা ভাঙলেন অভিষেক। এক পডকাস্টে হাজির হয়ে প্রথমবারের মতো বিচ্ছেদের গুঞ্জন নিয়ে সরাসরি কথা বললেন অভিষেক।
বিচ্ছেদের গুঞ্জনকে ‘মিথ্যা’ ও ‘বানানো’ বলে অবিহিত করেন অভিষেক বচ্চন। তাঁর ভাষায়, ‘আপনি যদি সেলিব্রিটি হন, মানুষ আপনাকে নিয়ে গল্প তৈরি করবেই। ওরা যা খুশি লিখেছে—সবটাই সম্পূর্ণ মিথ্যা, কোনো তথ্যের ভিত্তি নেই। বিদ্বেষপূর্ণ এবং ভুল। বিয়ের আগেও এরা সিদ্ধান্ত নিচ্ছিল কবে আমাদের বিয়ে হবে, আর বিয়ের পর ঠিক করছিল কবে আমাদের ডিভোর্স হবে! সব বাজে কথা। সে আমার সত্য জানে, আমি তার সত্য জানি। আমরা সুখী, সুস্থ পরিবারে ফিরি—ওটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি এসবের মধ্যে কোনো সত্যতা থাকত, তাহলে আমার খারাপ লাগত। কিন্তু লাগে না। সম্মান রেখে বলছি, মিডিয়া অনেক সময়ই ভুল করে।’
‘মিডিয়া দেশের বিবেক’
অভিষেক বচ্চন এই পডকাস্টে আরও বলেন, ‘আমাকে এমনভাবে বড় করা হয়েছে যে মিডিয়াকে দেশের বিবেক মনে করি। তবে দিনের শেষে ভুলে গেলে চলবে না—আপনি কারও সন্তান, কারও বাবা, কারও স্বামী, কারও স্ত্রী সম্পর্কে লিখছেন। দায়িত্ববোধ থাকা জরুরি। আমাকে নিয়ে যা খুশি বলতে পারেন। কিন্তু আমার পরিবারকে নিয়ে বললে তার জবাব পেতে হবে। কোনো মিথ্যা, বানানো বাজে কথা আমি বরদাশত করব না। এখানেই ফুলস্টপ।’