বিয়ে ভেঙে যাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে স্মৃতি মান্ধানা, কী বললেন
Published: 11th, December 2025 GMT
ভারতীয় সংগীত পরিচালক পলাশ মুচ্ছলের সঙ্গে বিয়ে ভেঙে যাওয়ার পর প্রথমবার প্রকাশ্যে এলেন ভারতের তারকা ওপেনার স্মৃতি মান্ধানা। বুধবার দিল্লিতে অ্যামাজন সম্ভাব সম্মেলনে হাজির হন তিনি। সেখানে তাঁর সঙ্গে ছিলেন ভারত জাতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌরও।
প্রায় পাঁচ বছর ধরে সম্পর্কে ছিলেন স্মৃতি ও পলাশ। গত ২৩ নভেম্বর মহারাষ্ট্রের সাংলিতে স্মৃতির বাড়িতে ঘটা করে বিয়ের আয়োজনও করা হয়। তবে গায়েহলুদের পর বিয়ের দিন সকালে স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়লে বিয়ে স্থগিত ঘোষণা করা হয়। পরদিন অসুস্থ হয়ে হাসপাতালে যেতে হয় পলাশকেও। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে পলাশের অন্য নারীর সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে।
৭ ডিসেম্বর স্মৃতি ও পলাশ সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তাঁরা বিয়ে বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। তবে কারণ সম্পর্কে কিছু জানাননি।
বিয়ে ভেঙে যাওয়ার তিন দিন পর অ্যামাজন সম্ভাব সম্মেলনের মঞ্চে উপস্থিত হন স্মৃতি। তবে স্পর্শকাতর বিবেচনায় সঞ্চালক মন্দিরা বেদি তাঁকে বিয়ে নিয়ে সরাসরি কোনো প্রশ্ন করেননি।
পলাশ মুচ্ছল ও স্মৃতি মান্ধানা.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এমএলএস কাপ জিতে কত টাকা পেলেন মেসিরা
ইতিহাস গড়ে প্রথমবারের মতো এমএলএস কাপ জিতেছে লিওনেল মেসির ইন্টার মায়ামি। রোববারের ফাইনালে প্রতিপক্ষ ভ্যাঙ্কুভার হোটয়াইটসক্যাপসকে মায়ামি উড়িয়ে দেয় ৩-১ গেলে। চেজ স্টেডিয়ামে হওয়া এই ফাইনাল শেষে শুরু হওয়া উদ্যাপনে এখনো মেতে আছেন মায়ামির খেলোয়াড় ও সমর্থকেরা। প্রথমবারের মতো এমএলএসের সবচেয়ে বড় শিরোপা জয়ের পর উদ্যাপনটা অবশ্য এমন বাঁধভাঙাই হওয়ার কথা।
এমএলএস কাপ জিতে অবশ্য শুধু ট্রফিই নয়, বড় অঙ্কের অর্থ পুরস্কারও পেয়েছে ইন্টার মায়ামি। সর্বশেষ অফিশিয়াল প্লে-অফ পুরস্কারের কাঠামোয় ২০২৫ সালের এমএলএস কাপ জেতা দল ৩ লাখ মার্কিন ডলার (প্রায় ৩ কোটি ৬৭ লাখ টাকা) অর্থ পুরস্কার পাবে, আর রানার্সআপ দল পাবে ১ লাখ ৫০ হাজার ডলারের অর্থ পুরস্কার।
ফাইনালিস্টদের বাইরে, এমএলএস এমন দলগুলোকেও পুরস্কৃত করে, যারা প্লে-অফের আগের রাউন্ডে আসতে পারে। যেমন কনফারেন্স ফাইনালে হেরে যাওয়া দলগুলো পেয়েছে ১ লাখ ডলার করে। আর কনফারেন্স সেমিফাইনাল থেকে বাদ পড়া দলগুলোর ঝুলিতে গেছে ৪৭ হাজার ৫০০ ডলার করে।
আরও পড়ুনক্যারিয়ারের ৪৭তম শিরোপা জিতে মেসি, ‘এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিলাম’০৭ ডিসেম্বর ২০২৫উত্তীর্ণ হওয়া সব ফ্র্যাঞ্চাইজির মধ্যে প্লে-অফ পুরস্কার হিসেবে প্রায় ১০ লাখ ডলার বিতরণ করে এমএলএস। এই অর্থ বিতরণ প্রক্রিয়া পোস্ট সিজন রাউন্ডের (প্লে-অফের ধাপগুলো) আর্থিক গুরুত্বকে আরও মজবুত করে, যেখানে প্রতিটি জয় একটি দলকে।
স্ত্রী ও পুত্রদের সঙ্গে নিয়ে মেসির আরেকটি শিরোপা উদযাপন