রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে ১০ কেজি ওজনের একটি অজগর সাপ অবমুক্ত করা হয়েছে। 

শুক্রবার (২৮ মার্চ) সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মাসুম আলম এবং কর্ণফুলি রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. আবু কাওসার সাপটিকে জাতীয় উদ্যানে অবমুক্ত করেন। 

এসময় কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীনসহ বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন। 

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক মাসুম আলম বলেন, “আজ সকাল সাড়ে ৮টায় কাপ্তাই রেঞ্জের রামপাহাড় বিট সংলগ্ন শিলছড়িতে পরিত্যাক্ত নেটে ১০ কেজি ওজনের একটি অজগর সাপ আটকা পড়ার পাই। খবর জানার সাথে সাথে বন বিভাগের কর্মীরা সাপটিকে উদ্ধার করে। পরে সেটিকে অক্ষত অবস্থায় কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।”

ঢাকা/শংকর/এস

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর বন ব ভ গ র ক অবম ক ত

এছাড়াও পড়ুন:

ঝিনাইদহে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু 

ঝিনাইদহের শৈলকূপায় গাছ থেকে পড়ে খায়রুল ইসলাম (৫৫) নামে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার দুধসর গ্রামে দুর্ঘটনার শিকার হন তিনি। খায়রুল একই উপজেলার খন্দকবাড়িয়া গ্রামের মুকাদ্দেস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খায়রুল আজ সকালে গাছ কাটার জন্য দুধসর গ্রামের হাজরাতলায় যান। বেলা ১১টার দিকে একটি গাছের ডাল কাটার সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক খায়রুলকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

বরিশালে অপসো ফার্মার ৫০০ শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ

আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগের দাবিতে সমাবেশ

দুধসর গ্রামের বাসিন্দা আব্দুর রহিম জানান, হাজরাতলায় একটি রেইনট্রি গাছ কাটার সময় খায়রুল নামে এক শ্রমিক গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্ব আহত হন। সবাই মিলে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান জানান, গাছ থেকে পড়ে এক কাঠ শ্রমিকের মৃত্যু হয়েছে। পরিবারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকা/শাহরিয়ার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ