ভারতের তেলেঙ্গানা রাজ্যে এক ব্যক্তি একই সঙ্গে দুই নারীর প্রেমে পড়েছেন। কাউকে তিনি ছাড়তে চান না। আর তাই একই মণ্ডপে একই অনুষ্ঠানে একসঙ্গে ওই দুই নারীকে বিয়ে করলেন তিনি।

ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানা রাজ্যের কোমারাম ভীম আসিফাবাদ জেলায়।

ওই ব্যক্তির নাম সূর্যদেব। তিনি লিঙ্গাপুর মণ্ডলের গুমনুর গ্রামের বাসিন্দা। তিনি একই সঙ্গে লাল দেবী ও ঝলকারি দেবীর প্রেমে পড়েন। তিনি একই সময়ে দুই নারীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরে তিনি দুজনকে একই সঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নেন।

এমনকি বিয়ের জন্য যে আমন্ত্রণপত্র ছাপা হয়েছিল, সেখানেও কনে হিসেবে লাল দেবী ও ঝলকারি দেবী উভয়ের নাম লেখা হয়েছিল। বিয়ের একটি ভিডিওতে দেখা যায়, বিয়ের সাজে দুই নারী একজন পুরুষের হাত ধরে আছেন এবং পরিবার, স্বজন ও বন্ধুদের সামনে তাঁরা তিনজন বিয়ের আনুষ্ঠানিকতা সারছেন।

ভিডিওতে বিয়ের আনুষ্ঠানিকতার সময় ঢোলের আওয়াজ পাওয়া যাচ্ছিল। বর ও দুই কনের পরিবারের সম্মতিতেই এই বিয়ের আয়োজন হয়েছে বলে জানা গেছে।

সূত্র বলেছে, সূর্যদেব একই সঙ্গে দুই নারীর প্রেমে পড়ার পর তাঁরা তিনজনে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন। শুরুতে গ্রামের বয়োজ্যেষ্ঠরা এতে আপত্তি তুলেছিলেন। তবে শেষ পর্যন্ত তাঁরা এগিয়ে আসেন এবং তাঁদের বিয়ে দিতে সহায়তা করেন।

এমন ঘটনা ভারতে অবশ্য এটাই প্রথম নয়। এর আগে ২০২১ সালে তেলেঙ্গানার আদিলাবাদ জেলায় এক ব্যক্তি দুই নারীকে একই মণ্ডপে বিয়ে করেন। তিন পরিবারের সম্মতি নিয়ে উটনুর মণ্ডপে সেই বিয়ের আনুষ্ঠানিকতা সারা হয়েছিল।

একইভাবে ২০২২ সালে ঝাড়খণ্ড রাজ্যের লোহারদাগায় এক ব্যক্তি তাঁর দুই প্রেমিকাকে বিয়ে করেন।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

তিনি চাকরি ছাড়বেন শুনলেই সহকর্মীরা হাসাহাসি করেন

নাটক, সিনেমা কিংবা ওয়েব—সব প্ল্যাটফর্মেই তিনি সরব। তবে অনেকেই হয়তো জানেন না, এই অভিনেতা চাকরির ফাঁকে শুটিং করেন। একসঙ্গে দুই জায়গায় মানিয়ে নিতে পারছিলেন না। এ কারণে দু–তিন মাস পরপরই সিদ্ধান্ত নেন, চাকরি ছাড়বেন। তাঁর এই চাকরি ছাড়ার কথা শুনলেই এখন সহকর্মীরা হাসাহাসি করেন। এই অভিনেতার নাম মোস্তফা মন্ওয়ার। আজ তাঁর জন্মদিন।

এই অভিনেতা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, চাকরি ছাড়ার কথা তিন-চার মাস পরপর বলবেন—এটা সহকর্মীরা ধরেই নিয়েছেন। কারণ, শুটিংয়ে সময় দিতে হয়। অফিসেও দায়িত্ব পালন করতে হয়।

মোস্তফা মন্ওয়ার বলেন, ‘দীর্ঘ দুই দশকের বেশি সময় ধরে আমি অভিনয় ও চাকরি একসঙ্গে করছি। অনেকবার চেয়েছি চাকরি ছেড়ে শুধু শুটিং শুরু করি। কিন্তু কোনোভাবেই এটা হচ্ছে না। অর্থনৈতিক কারণে অভিনয়কেই শুধু পেশা হিসেবে নিতে পারছি না। চাকরিও ছাড়তে পারছি না। এর আগে চার-পাঁচবার চাকরি ছেড়েছি। কিন্তু আবার চাকরিতেই ফিরতে হয়েছে। ছুটির দিনে পরিবারকে সময় দিতে পারি না। শুটিংয়ে যাই।’

মোস্তফা মন্ওয়ার। ছবি: ফেসবুক থেকে

সম্পর্কিত নিবন্ধ

  • রাকসু নির্বাচনে লড়বেন স্বামী-স্ত্রী
  • বাগদানের গুঞ্জনের মাঝে হুমার রহস্যময় পোস্ট
  • যে ১০ কারণে স্বামী–স্ত্রীর মধ্যে বেশি ঝগড়া হয়
  • স্মার্ট সিটি হবে চট্টগ্রাম, একসঙ্গে কাজ করবে গ্রামীণফোন-চসিক
  • অনলাইন জীবন আমাদের আসল সম্পর্কগুলোকে কোথায় নিয়ে যাচ্ছে
  • তিনি চাকরি ছাড়বেন শুনলেই সহকর্মীরা হাসাহাসি করেন