সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গার উন্নয়নে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ পাঠাগার হল রুমে সলঙ্গা সোসাইটির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর পরিচয় পর্ব শুরু হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.

শাহ জামাল। নয়া দিগন্ত পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার কাউসার আজমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত সচিব (অব.) আব্দুস সালাম, মুখ্য আলোচক ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদ উদ্দিন, অধ্যাপক ডা. আব্দুস ছালাম, র‍্যাব-হেড কোয়ার্টারের আইন বিষয়ক কর্মকর্তা আবু হাসান রুবেল, অধ্যাপক ড. আব্দুস সামাদ, কুষ্টিয়া জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিফাত, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুস ছাত্তার, রাজশাহী শিক্ষা বোর্ডের সহকারী পরিচালক নুরুল ইসলাম, প্রবীণ শিক্ষক শ্রী নরেশ চন্দ্র জায়দার, ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক, চ্যানেল ২৪ এর ক্রাইম রিপোর্টার সোহেল রানা, শিক্ষক ওয়াসিম কুমার, হিলটন, কে এম আমিনুল ইসলাম হেলাল, হেদায়েতুল ইসলাম আইয়ুব, জিতেন্দ্র নাথ সরকার, কিরন, জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহিদ প্রমুখ। 

বক্তারা অবহেলিত সলঙ্গাকে পৌরসভা ও উপজেলা বাস্তবায়নের দাবিসহ সলঙ্গার উন্নয়নে একাত্মতা প্রকাশ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: ল ইসল ম উপজ ল

এছাড়াও পড়ুন:

টাঙ্গাইলের সড়কে ঝরল ২ প্রাণ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুইজন নিহত হয়েছেন। সোমবার (৩ নভেম্বর) ভোরের দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা আন্ডারপাস এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।

নিহতরা হলেন- টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আকুয়া এলাকার কাছিম উদ্দিনের ছেলে সিএনজিচালিত অটোরিকশার চালক সাহেব আলী (৪৫) এবং একই উপজেলার ভোক্তা এলাকার নূর মোহাম্মদ শেখের ছেলে যাত্রী আব্দুল আলীম (৬০)।

আরো পড়ুন:

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, তরুণের মৃত্যু

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে যুবক নিহত

পুলিশ জানায়, ঢাকাগামী সার্ভিস লেনে একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই যাত্রী আলীম মারা যান। গুরুতর আহত চালক সাহেব আলীমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এলেঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, “নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে।”

ঢাকা/কাওছার/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ