সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গার উন্নয়নে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ পাঠাগার হল রুমে সলঙ্গা সোসাইটির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের পর পরিচয় পর্ব শুরু হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক বিভাগীয় প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.

শাহ জামাল। নয়া দিগন্ত পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার কাউসার আজমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত সচিব (অব.) আব্দুস সালাম, মুখ্য আলোচক ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদ উদ্দিন, অধ্যাপক ডা. আব্দুস ছালাম, র‍্যাব-হেড কোয়ার্টারের আইন বিষয়ক কর্মকর্তা আবু হাসান রুবেল, অধ্যাপক ড. আব্দুস সামাদ, কুষ্টিয়া জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান রিফাত, রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবিএম আব্দুস ছাত্তার, রাজশাহী শিক্ষা বোর্ডের সহকারী পরিচালক নুরুল ইসলাম, প্রবীণ শিক্ষক শ্রী নরেশ চন্দ্র জায়দার, ঢাকাস্থ সিরাজগঞ্জ সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক, চ্যানেল ২৪ এর ক্রাইম রিপোর্টার সোহেল রানা, শিক্ষক ওয়াসিম কুমার, হিলটন, কে এম আমিনুল ইসলাম হেলাল, হেদায়েতুল ইসলাম আইয়ুব, জিতেন্দ্র নাথ সরকার, কিরন, জহুরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহিদ প্রমুখ। 

বক্তারা অবহেলিত সলঙ্গাকে পৌরসভা ও উপজেলা বাস্তবায়নের দাবিসহ সলঙ্গার উন্নয়নে একাত্মতা প্রকাশ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানান।
 

উৎস: Samakal

কীওয়ার্ড: ল ইসল ম উপজ ল

এছাড়াও পড়ুন:

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষী হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীদের হতাহতের ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন।

প্রধান উপদেষ্টা শনিবার (১৩ ডিসেম্বর) রাতে দেওয়া এক বিবৃতিতে বলেন, “শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালনের সময় আমাদের ছয়জন বীর শান্তিরক্ষীর শাহাদাত বরণ এবং আরো আটজনের আহত হওয়ার সংবাদে আমি গভীরভাবে মর্মাহত। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের বিপুল অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত; বীরদের এই আত্মত্যাগ একদিকে জাতির গৌরব, অন্যদিকে গভীর বেদনার।”

আরো পড়ুন:

সুদানে সন্ত্রাসী হামলায় ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত: আইএসপিআর

ঢামেক হাসপাতালে নিরাপত্তা জোরদার

তিনি নিহত শান্তিরক্ষীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে আহত শান্তিরক্ষীদের দ্রুত আরোগ্য কামনা করেন।

প্রধান উপদেষ্টা বলেন, “আহত শান্তিরক্ষীদের সর্বোচ্চ চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে  জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহণের জন্য ইতিমধ্যেই জাতিসংঘের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এই দুঃসময়ে সরকার শান্তিরক্ষীদের পরিবারগুলোর পাশে থাকবে।”

বিবৃতিতে তিনি এ ধরনের সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “শান্তিরক্ষীদের ওপর হামলা আন্তর্জাতিক শান্তি ও মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ।”

তিনি জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে শান্তিরক্ষীদের নিরাপত্তা আরও জোরদারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

নিহত শান্তিরক্ষীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে বাংলাদেশ সরকার জাতিসংঘের সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ চালিয়ে যাবে বলেও বিবৃতিতে বলা হয়।

ঢাকা/নঈমুদ্দীন/রাসেল

সম্পর্কিত নিবন্ধ