কদিন আগেও তাঁকে সেভাবে কেউ চিনত না। এখন সেই অশ্বিনী কুমারই আইপিএলের বিস্ময়বালক। রোববার কলকাতাকে হারিয়ে চলমান আসরে প্রথম জয় তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ানস। যে ম্যাচ দিয়ে মুম্বাইয়ের হয়ে আইপিএলে অভিষেক হয় অশ্বিনীর। আর অভিষেক ম্যাচেই ৪ উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছেন ২৩ বছর বয়সী পেসার। অথচ এতদূর আসতে তাঁকে অনেক বাধা অতিক্রম করতে হয়েছে।

কী রোদ, কী বৃষ্টি; কখনোই ঘরে বসে থাকতেন না অশ্বিনী। মোহালির পিসিএতে নিয়মিত অনুশীলন চালিয়ে যেতেন। কখনো সাইকেল চালিয়ে.

আবার কখনো বাবার কাছ থেকে ৩০ রুপি নিয়ে অটোতে করেই পৌঁছাতেন সেখানে। এখন যখন প্রথম ভারতীয় বোলার হিসেবে আইপিএলে অভিষেকেই ৪ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন অশ্বিনী, তখনই তাঁকে নিয়ে আলোচনার ঝড় বইল।

রিংকু সিংকে আউট করার পর অশ্বিনী কুমারের উদ্‌যাপন

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

বিএনপির আস্থায় দুই বেয়াই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এ তালিকায় স্থান পেয়েছেন গয়েশ্বর চন্দ্র রায় ও নিতাই রায় চৌধুরী।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরো পড়ুন:

বিএনপির মনোনয়ন পেলেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর দুই নেতা

পাবনায় নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় 

ঘোষিত তালিকা অনুযায়ী, ঢাকা-৩ আসনে প্রার্থী হয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়। অপরদিকে, মাগুরা-২ আসনে ধানের শীষে লড়বেন নিতাই রায় চৌধুরী।

গয়েশ্বর চন্দ্র রায়ের ছেলে অমিতাভ রায়ের সঙ্গে নিতাই রায় চৌধুরীর মেয়ে নিপুণ রায়ের বিয়ে হয়েছে। তারা সম্পর্কে দুজন বেয়াই।

২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সেই লক্ষ্যে জোর প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করার কথা রয়েছে।

ঢাকা/রাজীব

সম্পর্কিত নিবন্ধ