গোপালগঞ্জের কাশিয়ানীতে গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৬০ বছর। গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বুধবার (২ এপ্রিল) সকালে উপজেলার মাজরা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘সকালে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে আহতাবস্থায় ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’’

মিজানুর রহমান আরো বলেন, ‘‘ধারণা করা হচ্ছে, সকালে দ্রুতগামী কোনো গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে আহতাবস্থায় তিনি মহাসড়কের পাশে পড়ে ছিলেন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’’

ঢাকা/বাদল/রাজীব

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর গ প লগঞ জ

এছাড়াও পড়ুন:

নাটোরে ছুরিকাঘাতে প্রাণ গেল একজনের

নাটোরে ছুরিকাঘাতে খোরশেদ আলম (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৬টায় সদর উপজেলার তেগাছি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত খোরশেদ ওই এলাকার ইউনুস আলীর ছেলে ও পেশায় রিকশাচালক ছিলেন। অভিযুক্ত সালমান (১৭) একই এলাকার সিরাজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমানের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ আনেন খোরশেদ আলম। এ ঘটনায় সালমান ক্ষিপ্ত হয়ে খোরশেদকে কুপিয়ে জখম করে। স্বজনেরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

নোয়াখালীর মাদরাসায় শিক্ষার্থীর মৃত্যু, পরিবারের দাবি হত্যা 

পুলিশ পরিদর্শক মাসুদুর রহমান আত্মগোপনে

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাবুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত সালমানকে গ্রেপ্তারের চেষ্টা করছে। এ বিষয়ে মামলাসহ পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/আরিফুল/রাজীব

সম্পর্কিত নিবন্ধ