ফরিদপুরের ভাঙ্গার আধিপত্য বিস্তার নিয়ে দুটি ইউনিয়নে পৃথক ঘটনায় দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আর এই দুটি ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে অর্ধশতাধিক মানুষ। বর্তমানে সংঘর্ষ এড়াতে উভয় স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার হামিরদী ইউনিয়নের মনসুরাবাদ গ্রামে ও তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামে দফায় দফায় এ সংঘর্ষ ঘটে। 

পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার হামিরদী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য বাবর আলী ও সাবেক ইউপি সদস্য আকরামের মধ্যে দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। ঈদের দিন রাতে আকরাম আলী পক্ষের মাজহারুল ইসলাম নামের একজনকে বাবর আলী পক্ষের লোকজন মারধর করে। এর জেরে ঈদের পরদিন মঙ্গলবার বিকেলে আকরাম ও বাবর আলী দলের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দুই ঘণ্টাব্যাপী দুই পক্ষের কয়েক শত সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু করে। এতে উভয়পক্ষের কমপক্ষে ৩০/৩৫ জন আহত হন। এ সময় মনসুরাবাদ বাজারের কমপক্ষে ১০/১৫টি দোকান ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত ১৫ জনকে ভাঙ্গা উপজেলা আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

অপরদিকে, উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামের কবির খাঁর সঙ্গে হাবি তালুকদারের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার বিরোধ চলছিল। ঈদের দিন সোমবার রাতে কবির খাঁ এক আত্মীয় বাড়ি যাওয়ার পথে হাবি তালুকদারের লোকদের সঙ্গে কথা কাটাকাটি পরে হাতাহাতি হয়। এর জেরে ঈদের পরদিন মঙ্গলবার উভয় গ্রুপের লোকজন ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সকাল থেকে চলা সংঘর্ষ দফায় দফায় রাত ১০টা পর্যন্ত চলতে থাকে। এ সময় উভয়পক্ষের ২০ জন আহত হন এবং ছয়টি বাড়ি-ঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

আশরাফ হোসেন সমকালকে বলেন, খবর পেয়ে পৃথক স্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় কোনো পক্ষ এখনও থানায় অভিযোগ করেনি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উৎস: Samakal

কীওয়ার্ড: আহত স ঘর ষ স ঘর ষ র ঘটন উপজ ল ঘটন য

এছাড়াও পড়ুন:

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরি, সাপ্তাহিক ছুটি দুই দিন

দেশের অন্যতম উচ্চশিক্ষার বেসরকারি প্রতিষ্ঠান প্রাইম ইউনিভার্সিটি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে অধ্যাপক পদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা পূর্ণকালীন এই শিক্ষকের পদে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন।

কোন কোন বিভাগে নিয়োগ

বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইন, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং—এই ছয়টি বিভাগে অধ্যাপক পদে নিয়োগ দেওয়া হবে। পদটি পূর্ণকালীন। অধ্যাপক পদে আবেদন করার জন্য প্রার্থীর শিক্ষাজীবনে কমপক্ষে দুটি প্রথম শ্রেণি/বিভাগ/এ গ্রেড থাকতে হবে। তবে কোনো প্রার্থীর শিক্ষাজীবনে তৃতীয় বিভাগ বা সি গ্রেড গ্রহণযোগ্য হবে না।

পিএইচডি ডিগ্রিধারীদের জন্য: যেসব প্রার্থীর পিএইচডি বা সমমানের ডিগ্রি রয়েছে, তাঁদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে কমপক্ষে ১২ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এই অভিজ্ঞতার মধ্যে কমপক্ষে ৫ বছর সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি, তাঁদের মোট ১৫টি প্রকাশনা থাকতে হবে, যার মধ্যে সহযোগী অধ্যাপক পদে থাকাকালীন অন্তত ৭টি প্রকাশনা থাকতে হবে।

এমফিল ডিগ্রিধারীদের জন্য: এমফিল বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীদের বিশ্ববিদ্যালয় পর্যায়ে কমপক্ষে ১৮ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। এই ১৮ বছরের মধ্যে ৬ বছর সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। এ ক্ষেত্রেও মোট প্রকাশনার সংখ্যা কমপক্ষে ১৫টি হতে হবে এবং এর মধ্যে সহযোগী অধ্যাপক হিসেবে ৭টি প্রকাশনা আবশ্যক।

আরও পড়ুনসহকারী শিক্ষক নিয়োগে দুই ধাপের লিখিত পরীক্ষা ২ জানুয়ারি১০ ডিসেম্বর ২০২৫

স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের জন্য: চার বছর বা তিন বছর মেয়াদি স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রিধারী প্রার্থীদের শিক্ষাজীবনে কমপক্ষে তিনটি প্রথম শ্রেণি/বিভাগ/এ গ্রেড থাকতে হবে। তাঁদের মোট ২০ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা প্রয়োজন, যার মধ্যে সহযোগী অধ্যাপক হিসেবে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রকাশনার ক্ষেত্রে মোট ১৫টি প্রকাশনার শর্ত প্রযোজ্য হবে, যেখানে সহযোগী অধ্যাপক হিসেবে ৭টি প্রকাশনা থাকতে হবে।

আরও পড়ুনপ্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষার সূচি প্রকাশ৬ ঘণ্টা আগেসুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্ত অধ্যাপকের কাছে তাঁর সংশ্লিষ্ট ডিসিপ্লিনের একাডেমিক উন্নয়নের জন্য নতুন ধারণা তৈরি করার সক্ষমতা আশা করা হয়েছে। একই সঙ্গে তাঁকে মান উন্নয়নের প্রতি অত্যন্ত আগ্রহী এবং দলগত কাজে উৎসাহী হতে হবে। নির্বাচিত প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী আকর্ষণীয় বেতন ছাড়াও সাপ্তাহিক দুই দিন ছুটি, বার্ষিক বেতন পর্যালোচনা, প্রভিডেন্ট ফান্ড এবং দুটি উৎসব বোনাসসহ অন্যান্য সুবিধা পাবেন। ঢাকা শহরে অবস্থিত এই কর্মস্থলের যোগাযোগ ব্যবস্থাও বেশ সুবিধাজনক।

আরও পড়ুনএ সপ্তাহের (৫-১১ ডিসেম্বর) সেরা ১০ চাকরি: দুর্যোগ ব্যবস্থাপনা-বিদ্যুতে বড় নিয়োগ১২ ডিসেম্বর ২০২৫যেভাবে আবেদন করবেন

বিডি জবসের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে অথবা আগ্রহী প্রার্থীদের সদ্য তোলা পাসপোর্ট আকারের ছবিসহ হালনাগাদ জীবনবৃত্তান্ত এবং সব শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি নিম্নলিখিত ঠিকানায় রেজিস্ট্রার বরাবর পাঠাতে হবে: প্রাইম ইউনিভার্সিটি, ১১৪/১১৬, মাজার রোড, মিরপুর-১, ঢাকা-১২১৬।

আরও পড়ুনচট্টগ্রাম ওয়াসা ৯ম-১০ম গ্রেডে নেবে ২১ জন, আবেদনের সুযোগ বছরের শেষ দিন পর্যন্ত৯ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ

  • বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরি, সাপ্তাহিক ছুটি দুই দিন
  • পার্লামেন্ট ভেঙে দিয়েছেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী